Aadhaar Mobile Link: এখন আধার কার্ডে মোবাই লিংক করা সবার জন্য বাধ্যতামূলক । তবে কেন বাধ্যতামূলক । আধার কার্ডে মোবাইল লিংক থাকলে ঠিক কোন সুবিধা গুলো পাওয়া যাবে । এছাড়া আধার কার্ডে মোবাইল লিংক না থাকেল কোনো সমস্যাই আপনি পড়বেন । এমনি আপনি কীভাবে আপনার আধার কার্ডে মোবাইল লিংক করবেন ॥
আধার কার্ডে মোবাইল লিংক নিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে জানিয়ে দিবো । তবে আপনি যদি আধার কার্ড বা আর অন্যান্য সরকার নানা রকম প্রকল্পের নিত্য নতুন আপডে বা খবর পেতে চান । তাহলে আর দেরি নয় আপনি এখনি আমাদের WhatsApp এবং Telegram চ্যানেলে ফলো করুন ॥
Table
আধার কার্ডে মোবাইল লিংক কাদের জন্য বাধ্যতামূলক ?
আধার কার্ডে মোবাই লিংক সবার জন্যই বাধ্যতামূলক । যদি আপনার আধার কার্ড থাকে । তাহলেই আপনার জন্য আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করা বাধ্যতামূলক । কারন আধারে মোবাইল লিংক না থাকলে আপনি নানা রকম সমস্যাই পড়তে পারেন । আর লিংক থাকলে ওই সমস্যা গুলোই পড়বেন না ॥
আধার কার্ডে মোবাইল লিংক না থাকার অসুবিধা ?
যদি আপনার আধার কার্ড মোবাইল নম্বর লিংক ( Aadhaar Mobile Link ) করা না থাকে । তাহলে আপনি কোনো ভাবে অনলাইন থেকে বিনামূল্যে আধারে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন না । অনলাইন থেকে আপনি কোনো ভাবে আপনার আধার কার্ডের ঠিকানা বা বাবার অথবা স্বামীর নাম আপডেট বা পরিবর্তন করতে পারবেন না আধারে মোবাইল লিংক ( Aadhaar Mobile Link ) না থাকলে । এছাড়াও সরকারি কোনো প্রকল্পে অনলাইনে আবেদনও করতে পারবেন না ॥
আধার কার্ডে মোবাই লিংক থাকলে সুবিধা ?
যদি আপনার আধার কার্ডে মোবাইল লিংক ( Aadhaar Mobile Link ) করা থাকে । তাহলে আপনি খুব সহজে অনলাইন থেকে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন । আধার কার্ড মোবাইল লিংক ( Aadhaar Mobile Link ) করা থাকলে আপনি অনলাইনে ঠিকানা সহ অভিভাবকের নাম আপডেট বা পরিবর্তন করাতে পারবেন ॥
এছাড়াও আধার কার্ডে মোবাইল লিংক ( Aadhaar Mobile Link ) থাকলে আপনি সরকারি প্রকল্পে আবেদন করতে পারবেন । যেমন ধরুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সহ আর অনেক প্রকল্প রয়েছে । যেগুলোই আবেদন করার জন্য আধারে মোবাইল লিংক বাধ্যতামূলক ॥
Aadhaar Mobile Link – আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে ?
দেখুন আধার কার্ডে মোবাইল লিংক করার আধার কার্ড আপডেট করাতে হবে । আপনি যদি আপনার আধার কার্ডের কোনো তথ্য আপডেট করান । তাহলে এখনকার সময়ে সেই আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করিয়ে দিবে আধার সেন্টার । আর যদি কোনো তথ্য আপডেট করার না থাকে ॥
তাহলে আপনি কীভাবে আধার কার্ডে মোবাইল লিংক করবেন । কোনো তথ্য আপডেট করার মতো না থাকলে আপনাকে আপনার নিকটবর্তী যেখানে আধারের কাজ হচ্ছে । সেই পোষ্ট অফিসে যেতে হবে । আর সেখানে গিয়েই আপনি আধারের কোনো তথ্য আপডেট না করিয়ে আধার কার্ড মোবাইল লিংক ( Aadhaar Mobile Link ) করিয়ে নিতে পারবেন ॥
আধার কার্ডে মোবাইল লিংক করতে কত টাকা লাগবে ?
দেখুন সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড মোবাইল লিংক করা যাই না । এটা সরকারি পরিষেবা । আধার কার্ডে মোবাইল লিংক যদি আপনি পোষ্ট অফিসিে গিয়ে করেন । তাহলে ৫০ টাকাই হয়ে যাবে । আর যদি আধার কার্ডের কোনো তথ্য আপডেট করান । তাহলে তার সাথে হয়ে যাবে । অবশ্যই আমাদের WhatsApp Telegram এ ফলো করবেন ॥
Aadhaar Mobile Link – আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে ?
দেখুন আধার কার্ডে মোবাইল লিংক করার আধার কার্ড আপডেট করাতে হবে । আপনি যদি আপনার আধার কার্ডের কোনো তথ্য আপডেট করান । তাহলে এখনকার সময়ে সেই আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করিয়ে দিবে আধার সেন্টার । আর যদি কোনো তথ্য আপডেট করার না থাকে ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- Lakshmir Bhandar 2024 – লক্ষী ভান্ডার টাকা না ঢুকলে কি করতে হবে?
- pension রাজ্যের ৫০,০০০ মানুষকে ১০০০ টাকা সহায়তা, আপনি পাবেন কী ?
- ration card ekyc: হাতে সময় কম, বন্ধ হবে বিনামূল্যে রেশন ! 21 থেকে 25 জুনের মধ্যে করতে হবে
- PM Kisan Special Benefit: প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে নতুন 2,000 টাকার বিশ্বেষ সুবিধা !
- MSME Loan 2024: MSME লোন কীভাবে নিবেন ! কি কি কাগজ পত্রের প্রয়োজন হবে