Ration Card Transfer After Marriage 2024: বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার অনলাইনে

Ration Card Transfer After Marriage
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card Transfer After Marriage – বিবাহ সূত্রে, ডকুমেন্ট ছাড়াই বিবাহিত ওই মহিলার রেশন কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি অনলাইনে ট্রান্সফার কীভাবে করবেন । বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য ঠিক কোন কোন ডকুমেন্ট এবং কত সাইজের ডকুমেন্ট আপলোড করতে হবে । তার সাথে কত দিনে approved হবে এবং approved হবার কত দিন পরে স্বামীর পরিবারে রেশন কার্ড যুক্ত হবে । সমস্ত কিছু জানার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ॥

বিবাহিত মহিলার জন্য রেশন কার্ড ট্রান্সফার করা অনেকটা কঠিন এখনকার সময়ে । এখন রেশন কার্ড ট্রান্সফার করতে গিয়ে সাধারন মানুষদের পায়ের রগ ছিড়ে যাওয়ার মতো । হাজারও চেষ্টা করার পরে রেশন কার্ড ট্রান্সফার করা যাইনা । ট্রান্সফার করতে গিয়ে নানা রকম সমস্যাই পড়েন সাধারন মানুষ । তবে আর চিন্তার কোনো কারন নেই । সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদন ॥

রেশন কার্ড কত প্রকার ট্রান্সফার হয় ?

Ration Card Transfer After Marriage – রেশন কার্ড মূলত ৩ প্রকারে ট্রান্সফার করা হয়ে থাকে । কোনো মহিলার বিবাহ হলে । সেক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার হয়ে থাকে । এছাড়াও জাইগা পরিবর্তন করার জন্য রেশন কার্ড ট্রান্সফার করা হয়ে থাকে । আর পরিবার ভাগ করার জন্য রেশন কার্ড ট্রান্সফার করা হয়ে থাকে ॥

বিবাহিত মহিলার রেশন কার্ড ট্রান্সফারের ডকুমেন্ট লিস্ট ?

Ration Card Transfer After Marriage – বিবাহিত কোনো মহিলার রেশন কার্ড যদি আপনি ট্রান্সফার করতে চান । তাহলে আপনার কাছে থাকতে হবে আধার কার্ড ভোটার কার্ড । তবে মনে রাখবেন এই ডকুমেন্ট গুলোতে যেন স্বামীর নাম আপডেট করানো থাকে । এছাড়াও আপনি marriage certificate দিয়েও ট্রান্সফার করতে পারবেন । আর এর মধ্যে কোনো ডকুমেন্ট না থাকলে । আপনি খুব সহজে GP থেকে সেল্প ডিক্লেরশন ফর্ম আপলোড করে ট্রান্সফার করতে পারবেন ॥

Ration Card Transfer After Marriage Online ?

১) বিবাহিত মহিলার রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনি প্রথমে অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২) এবার আপনি হোম পেজে একদম নিজের দিকে দেখবেন APPLY FOR NEW RATION CARD অপশেনে ক্লিক করবেন ॥

৩) এবার আপনি For Existing Applicant অপশেনে ক্লিক করবেন ॥

৪) এবার যে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করবেন । সেই মহিলার বাপের পরিবারে যে মোবাইল নম্বর লিংক আছে সেই মোবাইল নম্বর বসিয়ে দিবেন ॥

৫) এবার ওটিপি পাঠিয়ে আপনি সেই ওটিপি দিয়ে লগিন করে নিবেন ॥

৬) লগিন করার পরে আপনি একদন নিচের দিকে ফর্ম ১৪ দেখতে পাবেন ॥

৭) আপনি এই ফর্ম ১৪ তে ক্লিক করবেন । তাহলে আপনার সামনে পুরো পরিবারে নামের লিস্ট আসবে ॥

৮) এবার আপনি যে মহিলাকে তার বাপের বাড়ি ট্রান্সফার করবেন সেই না খুজে নিয়ে পাশের টিক চিহ্ন দেবার ঘরে টিক দিয়ে দিবেন এবং next এ ক্লিক করবেন ॥

৯) এবার আপনাকে রিলেশন সিলেট করতে হবে । এরবপরে কোন কারনে রেশন কার্ড ট্রান্সফার করছেন সেটি সিলেট করবেন ॥

১০) এখানে আপনি marriage অপশেন সিলেট করবেন এবং আপনি ডকুমেন্ট আপলোড করে দিবেন ॥

১১) এর পরে আপনি next অপশেনে ক্লিক করবেন । এবার ওটিপি দিয়ে ফর্ম সাবমিট করে দিবেন ॥

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফারে কত দিন সময় লাগবে ?

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার করার কত দিনের মধ্যে আপনার আবেদন approved হবে । দেখুন এর কোনো সঠিক সময় নির্ধারিত করা নেই । ৭ দিনে ২০ দিনে ১ মাসে ২ মাদ এমনকি ৩ মাসও সময় লাগতে পারে । আর approved হবার কয়েক দিন বা মাসের পরে পরিবারের যুক্ত হয়ে যাবে ॥

Ration Card Transfer After Marriage Online ?

১) বিবাহিত মহিলার রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনি প্রথমে অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥
২) এবার আপনি হোম পেজে একদম নিজের দিকে দেখবেন APPLY FOR NEW RATION CARD অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি For Existing Applicant অপশেনে ক্লিক করবেন ॥
৪) এবার যে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করবেন । সেই মহিলার বাপের পরিবারে যে মোবাইল নম্বর লিংক আছে সেই মোবাইল নম্বর বসিয়ে দিবেন ॥

অফিসিয়াল ওয়েব সাইট – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment