Aadhaar New Update – extends free online document upload facility till 14th December 2024: বিনামূল্যে আধার আপডেট করার পরিষেবা UIDAI আর অতিরিক্ত ৩ মাস সময় বাড়ালো ॥
তবে কত দিন বাড়িয়েছে এবং শেষ তারিখ কত আর কারা এই বিনামূল্যে পরিষেবা নিতে পারবেন । চলুন এই বিষয়ে এবার জেনে নেওয়া যাক ॥
Table
আধারের বিষয়ে কিছু তথ্য ?
আধার কার্ড দরকার নেই এমন কোনো মানুষ হয়তো এখনকার সময়ে ভারতবর্ষে নেই । ভারতবর্ষের প্রতিটা মানুষের জন্য আধার কার্ড বাধ্যতামূলক ॥
আর এই আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডকুমেন্ট আপডেট । আধার কার্ডে ডকুমেন্ট আপডেট এখন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে ॥
যখন এই পরিষেবা সর্বপ্রথম শুরু হয় । তখন কিন্তু আধারে ডকুমেন্ট আপডেট করার জন্য টাকা পেমেন্ট করতে হতো । আর ঠিক তার পরে UIDAI বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট এর পরিষেবা চালু করলেন ॥
UIDAI এর বড়ো সুযোগ ?
UIDAI সম্পূর্ণ বিনামূল্যে ডকুমেন্ট আপডেট এর পরিষেবা সাধারন মানুষদের প্রতি নিয়ত দিয়ে চলেছেন । আর এই বিনামূল্যে আপডেট এর সময় প্রতি নিয়ত বাড়িয়ে যাচ্ছেন UIDAI । এবার আধার বিনামূল্যে আপডেট এর সময় ১৪ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ অব্ধি ছিলো ॥
Aadhaar New Update 2024 ?
১৪ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ আধার কার্ডে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার শেষ তারিখ ছিলো । কিন্তু UIDAI আবারো পুনরায় এই বিনামূল্যে আধার আপডেট এর সময় বাড়ালেন । UIDAI ১৪ই ডিসেম্বর ২০২৪ তারিখ অব্ধি সময় বাড়ালেন ॥
মানে সম্পূর্ণ ৩ মাস বিনামূল্যের এই পরিষেবর সময় বাড়ানো হয়েছে । ১৪ই সেপ্টেম্বর থেকে সময় বাড়িয়ে ১৪ই ডিসেম্বর ২০২৪ তারিখ অব্ধি করা হয়েছে । আর বিনামূল্যের এই পরিষেবা আমজনাতা আরো ৩ মাস পাবেন । ডকুমেন্ট আপডেট না করিয়ে থাকলে অবশ্যই এখনি করিয়ে নিন ॥
Online Aadhaar Update Full গাইড ?
১) আধারের অফিসিয়াল ওয়েব সাইটে আসার পরে আপনি এখানে লগিন করে নিবেন ॥
২) লগিন করে নেবার পরে আপনি দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট অপশেনে ॥
৩) আপনি ডকুমেন্ট আপডেট অপশেনে ক্লিক করবেন ॥
৪) এখানে পরবর্তী অপশেনে ক্লিক করে যাওয়ার পরে আধার কার্ডের বেশ কিছু তথ্য দেখা যাবে ॥
৫) তথ্য গুলো দেখে নেবার পরে আপনি এবার POI এবং POA এর কি ডকুমেন্ট দিতে চান সেটি সিলেট করে নিবেন ॥
৬) এবার ডকুমেন্ট গুলো আপনাকে আপলোড করতে হবে ॥
৭) ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আপনি পরবর্তী অপশেনে ক্লিক করে ফর্ম সাবমিট করে দিবেন ॥
কত টাকা টাকা লাগবে ?
এর জন্য আপনাকে বা সাধারন মানুষদের একটিও টাকা খরচ করতে হবে না । সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে । তবে মনে রাখবেন আধার সেন্টারে গেলে কিন্তু টাকা লাগবে । অনলাইনে করলে সম্পূর্ণ বিনামূল্যে হবে ॥
Aadhaar New Update 2024 ?
১৪ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ আধার কার্ডে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার শেষ তারিখ ছিলো । কিন্তু UIDAI আবারো পুনরায় এই বিনামূল্যে আধার আপডেট এর সময় বাড়ালেন । UIDAI ১৪ই ডিসেম্বর ২০২৪ তারিখ অব্ধি সময় বাড়ালেন ॥
গুরুত্বপূর্ণ লিংক
Link | Apply Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |
Also Read:
- Lakshmir Bhandar: লক্ষী ভান্ডার কিভাবে চেক করব আর 12000 টাকা কীভাবে নিবো !
- PM Kisan New List: Pm kisan নামের তালিকা? 6000 টাকা দিচ্ছে কেন্দ্র !
- PM Kisan Update: Pm kisan টাকা আসছে না কেন? কবে ১৮তম কিস্তির 2000 টাকা ঢুকবে
- Ration Card Transfer: নিজ পরিবার থেকে সদস্য আলাদা হয়েগেছে ! এই ভাবে নিজ পরিবারে ট্রান্সফার করু ( 2024 )
- PM Kisan Mobile Change: নিমেষে পিএম কিসান মোবাইল নাম্বার চেঞ্জ করুন ? ( 2024 )
- Ration Card Age: কত বয়স হলে রেশন কার্ড হয়? এছাড়াও কোন বয়সে কি ডকুমেন্ট লাগবে 2024!
- September New Rules: ৬টি নতুন নিয়ম ১লা সেপ্টেম্বর থেকে চালু! বিপদে পড়তে পারেন দেখুন