Aadhaar Update Last Date: হাতে আর মাত্র ৬ দিন রয়েছে । যদি আপনার আধার কার্ড থাকে । তাহলে আপনি অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন । কারন হাতে মাত্র ৬দিন । এই ৬ দিন পরেই সরকারি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া সার্ভিস বন্ধ করবে । তাই আধার কার্ড বাচাতে চাইলে বা আধার কার্ড বন্ধ হবার হাত থেকে বাচাতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন ॥
আধার কার্ড সাধারন মানুষদের জন্য খুবি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট । এখন সরকারি থেকে বেসরকারি নানা রকম কাজে এই আধার কার্ড প্রয়োজন হবে । আধার কার্ড না থাকলে আপনি সরকারি বেসরকারি কোনো চাকরি বা কোনো প্রকল্পে আবেদন করতে পারবেন না । তাই কোনো সুবিধা নিতে চাইলে আধার কার্ড সঠিক রাখা সবার জন্য দরকার । তাহলে চলুন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক ॥
Table
আধার কার্ড বাচাতে কি আপডেট করতে হবে ?
আধার কার্ড যদি আপনি বাচাতে চান । তাহলে আপনাকে আপনার আধার কার্ডে যে কোনো একটি আপডেট করাতে হবে । তাতে আপনি যে কোনো জিনিষ আপডেট করাতে হবে । তবে মনে রাখবেন এই আপডেট গত ১০ বছরের মধ্যে কমপক্ষে একবার হলেও করতে হবে । না হলে আপনার আধার কার্ড যে কোনো সময় বাতিল বা বন্ধ হবে ॥
আধার কার্ডে কিছু ভুল নেই BIO আপডেট করতে হবে না – তাহলে এখন কি করবো ?
আপনার আধার কার্ডে যদি কোনো কিছু ভুল না থাকে । তাহলে আপনি আপনার আধার কার্ডে কি আপডেট করাবেন । এছাড়াও যদি BIO আপনার আধার কার্ডে বাধ্যতামূলক না হয় । তাহলে আপনি কি আপডেট করাবেন । দেখুন আপনার আধার কার্ডে যদি কোনো কিছু আপডেট করা বাধ্যতামূলক না হয়ে থাকে । তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার আধার কার্ডে POI & POA করাতে হবে ॥
POI POA আপডেট করতে কত টাকা লাগবে ?
Aadhaar Update Last Date – যদি আপনি অনলাইন থেকে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট কারে চান । তাহলে আপনি এখন সম্পূর্ণ বিনামূল্যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট কর যাবে । আধাে কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না । সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই কাজ করতে পারবেন । তবে আধার সেন্টারে গিয়ে করতে চাইলে কিছু টাকা খরচ হবে ॥
POA & POI Aadhaar Update Last Date ?
Aadhaar Update Last Date – দেখুন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য সরকার শুধু সময় বাড়িয়ে যাচ্ছে । তবে এবারে আর মাত্র ৬ দিন রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য । সরকারের ঘোষণা অনুযায়ী আধাদ কার্ডে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার শেষ সময় হচ্ছে ১৪ জুন ২০২৪ । এবার এর পরে সময় বাড়ানো হবে কিনা সেট বলা যাচ্ছে না ॥
বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট ?
১) আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনারা নিচে পেয়ে যাবেন ॥
২) এই ওয়েব সাইটে আপনি প্রথমতো লগিন করে নিবেন । লগিন করে নেবার পরে Document আপডেট অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার কয়েকবার Next অপশেনে ক্লিক করে দিবেন ॥
৪) এবার আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন । সেগুলো দেখে নিবেন ॥
৫) তার পরের পেজে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে । আর কি ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্টের নাম সিলেট করে নিবেন লিস্ট থেকে ॥
৬) তার পরে আপনি ডকুমেন্ট আপলোড করে পরের পেজে গিয়ে সাবমিট করে দিবেন । তাহলে আপনার কাজ শেষ ॥
POA & POI Aadhaar Update Last Date ?
দেখুন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করার জন্য সরকার শুধু সময় বাড়িয়ে যাচ্ছে । তবে এবারে আর মাত্র ৬ দিন রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য । সরকারের ঘোষণা অনুযায়ী আধাদ কার্ডে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার শেষ সময় হচ্ছে ১৪ জুন ২০২৪ । এবার এর পরে সময় বাড়ানো হবে কিনা সেট বলা যাচ্ছে না ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- Central Government Scheme: রেশন কার্ড থাকলেই সরকারি ৭টি প্রকল্পের সুবিধা ! উপকৃত লক্ষ লক্ষ মানুষ
- lakshmir bhandar scheme June: জুন মাসের লক্ষীর ভান্ডারে বড়ো চমক । টাকা ঢুকছে মহিলাদের ২০০০ এবং ২৪০০ করে । তবে অনেকে এবারে টাকা পাবেনা ॥
- PM Kisan Application Status: পিএম কিষানে প্রচুর আবেদন বাতিল হচ্ছে ! আপনার টি দেখুন ?
- Delhi Election Results 2024: দিল্লি কার দখলে ! দেখুন কোন পাটি কত সিট পেয়েছে
- West Bengal Election 2024: পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের জয় প্রার্থীদের লিস্ট দেখুন ?