Amazon ICICI Credit card apply Just 1 Click Bangli (2024)

Amazon ICICI Credit card apply
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Amazon ICICI Credit card apply Just 1 Click Bangli: আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই কিভাবে করবেন । এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাবেন । আর এই ক্রেডিট কার্ড এপ্লাই করার সময় কোন কোন জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে । তাহলে আপনার ক্রেডিট কার্ডটি এপ্রুভড হবে ॥

সম্পূর্ণ তথ্যটাই আপনারা জানতে পারবেন এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জানতে পারবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে । তাই অবশ্যই প্রতিবেদনেটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন সাথে আমাদের whatsapp এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো ॥

Amazon ICICI Credit card এর বিশেষ কিছু সুবিধা ?

Amazon ICICI Credit card apply – প্রথমত 2000 রেওয়ার্ডের সুবিধা । তারপরে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন । তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন প্রিপেইড রিচার্জের 50% ক্যাশব্যাক পাবেন । আপনারা তাও 50 অব্দি । এবং এখানে পোস্টপেড বিল পেমেন্টের 25% ক্যাশব্যাক পাবেন এটি 450 অব্ধি ॥

আর এখানে আপনারা ডিটিএস রিচার্জের যে ক্যাশব্যাক সেটি 25% পাবেন এবং এটি কিন্তু 200 টাকা অব্দি । তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার পেমেন্ট এটাও আপনারা 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন 250 টাকা অব্ধি । এবং এখানে ইলেকট্রিক বিল পেমেন্ট এখানেও কিন্তু আপনারা 20% ক্যাশব্যাক পাবেন কিন্তু এটি 100 টাকা পর্যন্ত ( Amazon ICICI Credit card apply ) ॥

Apply Now

তারপরেও এখানে আপনারা প্রায় প্রাইমারি মেম্বারশিপ সম্পূর্ণ বিনামূল্যে এক মাসের জন্য পেয়ে যাবেন । এবং আপনি এই ক্রেডিট কার্ডটির লাইফটাইমের জন্য পেয়ে যাবেন তাও আবার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট । তাহলে চলুন এবার দেখে নেই যে আপনারা কিভাবে এই amazon আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে এপ্লাই করবেন ॥

Amazon ICICI Credit card apply ?

১) আপনি amazon আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করতে চান । তাহলে আপনাকে ফাস্ট চলে আসতে হবে amazon এর যে অফিশিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট এই ওয়েবসাইটে ।

২) এখানে এসে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন amazon আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড । এটি লিখে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ॥

৩) তো তারপর এখানে যদি আপনারা নিচে একটু স্ক্রল করে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আবেদন অপশেন ॥

৪) তো আপনারা যখনই amazon এসে amazon পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড লিখে সার্চ করবেন । তারপরেই কিন্তু আপনার সামনে এখানে একটি ইন্টারফেস চলে আসবে ॥

Amazon ICICI Credit card apply
Amazon ICICI Credit card apply

৫) এখানে এপ্লাই নাউ বাটন দেওয়া থাকবে আপনারা এপ্লাই নাউ অপশনে ক্লিক করবেন ॥

৬) তারপরে এখানে আপনি আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করবেন এবং এপ্লাই নাউ অপশনে ক্লিক করবেন ॥
৭) তারপরে আপনাকে এখানে আপনার আধার কার্ড নম্বর প্যান কার্ড নম্বর ইনপুট করতে হবে ।

৮) এখানে যে দুইটি ট্রায়াম এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে এটা এক্সেপ্ট করে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে ॥

৯) এরপরে আপনার আধার রেজিস্টারড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ছয় সংখ্যার । সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করে কনফার্ম এবং প্রসিড অপশনে ক্লিক করতে হবে ॥

১০) তারপরে এখানে আপনার কাছ থেকে পার্সোনাল ডিটেইলস চাওয়া হবে । তো এই যে পার্সোনাল ডিটেইলস এটি কিন্তু আপনার আধার কার্ড থেকে অটোমেটিক নিয়ে নেবে । এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে না ॥

১১) তারপর এখানে আপনারা পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস । ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে ॥

১২) তারপর এখানে একটি ভ্যালিড ইমেইল আইডি বসাবেন । তারপর এখানে এন্টার ইউর মাদারস নেম আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন আপনার বাপের নাম এখানে বসিয়ে দেবেন ॥

১৩) তারপর এখানে স্পাউস নাম যদি ম্যারিড হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকে্যান্টের স্বামী অথবা অ্যাপ্লিকে্যান্টের স্ত্রীর নাম আপনারা এখানে বসিয়ে দেবেন ॥

১৪) এরপরে এখানে ফ্যামিলির রেফারেন্স ডিটেইলস দিতে হবে । আপনার ফ্যামিলির যেকোনো একটি ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর এখানে বসাবেন ॥

১৫) সেটি আপনার ভাই হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, যেই হোক না কেন রেফারেন্স হিসেবে কিন্তু তার ডিটেইলস আপনাকে এখানে দিতে হবে ॥

১৬) এখানে আপনি নাম বসিয়ে দেবেন এবং মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন তবে এখানে যে মোবাইল নম্বরটি আপনি বসাবেন । সেই মোবাইল নম্বরে কিন্তু কল করা হতে পারে । এবং সেখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য কলটি করা হবে এবং তাকে কিন্তু বলতে হবে যে হ্যাঁ এই ব্যক্তিকে আমি চিনি । এভাবেই কিন্তু ভেরিফিকেশনটি আপনাকে করাতে হবে ॥

১৭) এখানে যে এজেন্ট আইডি বলা হচ্ছে তো এটি কিন্তু শুধুমাত্র ব্যাংকস ইউজ করবে এটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না । এটি আপনি স্কিপ করবেন । এখানে আপনাকে কিছুই বসাতে হবে না ডাইরেক্ট আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ॥

১৮) কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে দ্বিতীয় স্টেপ চলে আসবে । এবং এখানে কিন্তু ফাস্ট আপনাকে আপনার যে অ্যাড্রেস সেটি বসাতে হবে । এবং এখানে যে অ্যাড্রেস সেটি কিন্তু আপনার আধার কার্ডে যেটা থাকবে সেটা থেকেই অটোমেটিক নিয়ে নেবে ॥

১৯) মানে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে । সেটি সেম টু সেম কপি করে এখানে নিয়ে নেবে আপনাকে এটি ম্যানুয়ালি বসাতে হবে না ॥

২০) তার নিচে কিন্তু এখানে একটি বক্স দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাকে আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেটি কনফার্ম করতে হবে । উপরে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি অটোমেটিক নিয়েছি সেই অ্যাড্রেস যদি আপনার কারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন । আদারওয়াইজ আপনি নো অপশনে ক্লিক করে আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেটি আপনি এখানে ইনপুট করে দেবেন ॥

২১) তারপর এখানে বলা হচ্ছে অফিশিয়ালি অ্যাড্রেস । তো এখানে আপনাকে অফিশিয়ালি অ্যাড্রেস দিতে হবে । তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ তো এখান থেকে আপনি স্যালারি নাকি সেলফ এমপ্লয় সেটি সিলেক্ট করতে হবে ॥

Apply Now

২২) যদি আপনি কোন জব করে থাকেন তাহলে আপনি এখানে স্যালারি সিলেক্ট করবেন আর যদি আপনি নিজের কোন ব্যবসা করে থাকেন । তাহলে আপনি এখানে সেলফ এমপ্লয় সিলেক্ট করবেন ॥

২৩) তারপরে এখানে যে অকুপেশন সেটি সিলেক্ট করবেন । এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো সিলেক্ট করে নিয়ে অফিশিয়ালি যে মেইল আইডি । মানে ওইখানে যে বলা হচ্ছে অফিশিয়াল ইমেইল আইডি তো এখানে আপনি আপনার অফিসের যে ইমেইল আইডি সেটি এখানে ইনপুট করবেন ॥

২৪) যদি অফিসের কোন ইমেইল আইডি না থাকে । তাহলে সেম টু সেম সেই রকমই একটি ইমেইল আইডি আপনি বানিয়ে আপনি সেই ইমেইল আইডিটিও এখানে ইনপুট করবেন ॥

২৫) কারণ এখানে যে ইমেইল আইডি ইনপুট করবেন সেখানে একটি ভেরিফিকেশন করা হবে সেই ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু আপনি কার্ডটি পেয়ে যাবেন বা এপ্রুভড হবে ॥

২৬) তারপর এখানে ক্রস অ্যামাউন্ট ইনকাম তো এখানে আপনাকে এটি সিলেক্ট করতে হবে । তারপরে কোম্পানির নেম আপনারা এখান থেকে ইনপুট করে দেবেন ॥

২৭) তারপরে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেওয়ার পরে এখানে ট্রাম এন্ড কন্ডিশন দুটো টিকশন দেওয়ার ঘর দেখতে পেয়ে যাবেন । তো আপনি এখানে দুটোতেই ক্লিক করে দেবেন দুটোতে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা এখানে কন্টিনিউ অপশন দেখতে পেয়ে যাবেন । তো আপনারা যখনই টাইম এন্ড কন্ডিশন গুলো এক্সেপ্ট করবেন । তারপর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ॥

Amazon ICICI Credit card apply
Amazon ICICI Credit card apply

২৮) কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে দুইটি অপশন আসবে । এক হচ্ছে অফিস অ্যাড্রেস আরেকটি হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস । তো এবার আপনি আপনার এই ক্রেডিট কার্ডটি যে অ্যাড্রেসে নিতে চান । যদি আপনি অফিস অ্যাড্রেসে নিতে চান । তাহলে আপনারা এখান থেকে অফিস অ্যাড্রেস সিলেক্ট করবেন ॥

২৯) আর যদি আপনি রেসিডেন্ট অ্যাড্রেসে নিতে চান । তাহলে আপনি এখান থেকে রেসিডেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন । তারপরে আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ॥

৩০) কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে । এবং এখানে বলা হবে ভিডিও কেওয়াইসি করতে । এবার আপনি এখানে যে ভিডিও কেওয়াইসি এটি সিলেক্ট করবেন ॥

৩১) এই ভিডিও কেওয়াইসি সিলেক্ট করে আপনাকে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে । তারপরে কিন্তু আপনার যে কার্ড সেটি এখানে সম্পূর্ণ ভাবে অ্যাক্টিভ হবে । তো ভিডিও কেওসির মাধ্যমে ভেরিফিকেশন করার জন্য আপনারা কি করবেন । ভিডিও কেওয়াইসি সিলেক্ট করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ॥

৩২) কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে । তবে এখানে কিন্তু আপনাকে এই ভিডিও কেওয়াইসি করার জন্য কয়েকটি স্টেপ লক্ষ্য করতে হবে বা কয়েকটি জিনিস ফলো করতে হবে । তো এখানে কিন্তু আপনাকে একটি ব্ল্যাঙ্ক পেপার নিতে হবে এবং সেখানে সিগনেচার করতে হবে ॥

৩৩) তারপর আপনার যে প্যান কার্ড সেটিও কিন্তু আপনাকে রাখতে হবে । এই সমস্ত তথ্যগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন । তারপরে আপনি যেখানে বসে এই ভিডিও কলটি করবেন সেই জায়গাটিতে একদম যেন ক্লিয়ার হয় ॥

ভিডিও কেওইসি অনলাইন ?

Amazon ICICI Credit card apply – তারপরে আপনারা এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন । প্রসিড অপশনে ক্লিক করার পরেই কিন্তু এবার আপনার সঙ্গে একটি icicআই ব্যাংকের যে এজেন্ট তার সঙ্গে কানেকশন হবে । তো কানেকশনটি কমপ্লিট হবে । তারপরেই কিন্তু আপনার ভিডিও কেআইসি সেটি কমপ্লিট করতে হবে । তো আপনি অবশ্যই ভিডিও কেআরসিটি কমপ্লিট করে নেবেন ॥

সেখানে আপনার প্যান কার্ড শো করাবেন । আপনি সিগনেচার করবেন । সেটিও আপনাকে শো করাতে হবে । তো এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করে নেবার পরে ভিডিও কেআরসি কমপ্লিট করে নেবার পরেই আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে । এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ফাস্ট অ্যাপ্লিকেশন রিসিভ ॥

Amazon ICICI Credit card apply ?

Amazon ICICI Credit card apply Just 1 Click Bangli: আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই কিভাবে করবেন । এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাবেন । আর এই ক্রেডিট কার্ড এপ্লাই করার সময় কোন কোন জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে । তাহলে আপনার ক্রেডিট কার্ডটি এপ্রুভড হবে ॥

গুরুত্বপূর্ণ লিংক

Amazon ICICI Credit Card ApplyApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Amazon ICICI Credit card apply ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top