e-Paddy Procurement2024: ধান বিক্রির দিন কি কৃষককে নিজে ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত থাকতেই হবে ?

e-Paddy Procurement 2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

e-Paddy Procurement 2024: চলে আসলো ধানের সিজিন । এবার চাষিদের কাছ থেকে সরকার ধান কিনবেন । তবে অনেকের মনে একটি প্রশ্ন উঠেছে । এবার কি সরকারি দপ্তরে ধার বিক্রয় করার সময় চাষি কে কি দপ্তরে যেতে হবে । চাষি না গিয়ে কি ধান বিক্রি করতে পারবে না । তবে এর সত্য কি । সত্যি কি চাষিদের নিজেদের গিয়ে ধান বিক্রি করতে হবে । তাহলে চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥

আজকের খবরধান বিক্রি করতে কৃষকে উপস্থিত হতে হবে কিনা ? ( e-Paddy Procurement )
বিক্রি ফসলধান
কাদের জন্যশুধুমাত্র কৃষকদের জন্য
দাম কতএই বছরের দাম নির্ধারিত হয়নি এখনও
সর্বোচ্চ বিক্রি৯০ কুইন্টাল একটি কার্ডে
e-Paddy Procurement

e-Paddy Procurement 2024 ?

দেখুন রাজ্য সরকার প্রতিটা ধানের সিজিনে । কৃষকদের থেকে ভালো একটি পরিমানে টাকা দিয়ে ধান কিনেনেন । আর এতে চাষিদের যেমন সুবিধা হচ্ছে ধান বিক্র করার জন্য । ঠিক তেমনি সরকারেরও ভালো হচ্ছে কৃষকদের সাহায্য করা । আর সরকার কৃষকদের ইতিমতো ধানের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে থাকেন ॥

ধান বিক্রি করার সময় কৃষকে উপস্থিত থাকতে হবে কিনা ?

হ্যাঁ, ধান বিক্রির সময়ে কৃষকের শনাক্তকরণ আধার প্রমাণীকরণের (আঙুলের ছাপ স্ক্যান/চোখের মণি স্ক্যান/ওটিপি থেকে আধার-সংযুক্ত মোবাইল নম্বর) মাধ্যমে বাধ্যতামূলক। এই কাজটি ePoP যন্ত্রের মাধ্যমে করা হবে । আর এটি আমি বা আমরা বলছি না । খাদ্য দপ্তর নিজে টুইট করে জানিয়েছে । নিজে দেখুন ॥

আপনি সরকারকে ধান বিক্র করতে চান ?

আর যদি আপনি সরকার কে ধান বিক্রি করতে চান । তাহলে আপনাকে প্রথমে ধার বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে । তার পরে সমস্ত ভেরিফিকেশন হবার পরে আপনি ধান বিক্রি করতে পারবেন ॥

তবে মনে রাখবেন ধান বিক্রি করার জন্য আপনাকে একটি কার্ড দেওয়া হবে । আর সেই ধান বিক্রির একটি কার্ডে আপনি সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন । আর সরকার যে ধানের দান বেধে দিবে । সেই দামে আপনাকে সরকারকে ধান বিক্র করতে হবে ॥

ধার বিক্রি করার টাকা কীভাবে পাবেন ?

আপনি যদি সরকারকে ধান বিক্রি করেন । তাহলে ৩ কাজের দিনের মধ্যে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌছে দিবে সরকার । যদি আপনি শুক্রবারে ধান বিক্রি করেন । তাহলে শনিবার হাফডে রবিবার ছুটি । তাহলে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে ॥

e-Paddy Procurement

e-Paddy Procurement 2024: চলে আসলো ধানের সিজিন । এবার চাষিদের কাছ থেকে সরকার ধান কিনবেন । তবে অনেকের মনে একটি প্রশ্ন উঠেছে । এবার কি সরকারি দপ্তরে ধার বিক্রয় করার সময় চাষি কে কি দপ্তরে যেতে হবে

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েব সাইটClick Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
e-Paddy Procurement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top