Free Aadhaar Update: 14ই জুন শেষ নয়, বিনামূল্যে আধার আপডেট সময় বাড়ালো সরকার

Free Aadhaar Update Date extended
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Free Aadhaar Update Date extended Again 2024: এখন আর নয় ১৪ই জুন । এবার আরো একবার সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময় বাড়ালো সরকার । তবে বিনামূল্যে আধার আপডেট করার শেষ সময় কত । এর সাথে কাদের এই আপডেট করাতে হবে এবং কীভাবে করাতে হবে । চলুন ফালতু না বকে সঠিক জেনে নেওয়া যাক ॥

আজ ১৩ই জুন । কিন্তু কালে ১৪ই জুন । আর কালকে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার লাস্ট সময় । ১৪ই জুনের মধ্যে এই আপডেট আধারে না করালে সম্পূর্ণ ভাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে আমজনাতদের । কিন্তু ইতিমধ্যে UIDAI আমজনতার মুখে ফুটালো হাসি । আবরো বিনামূল্যে আধার আপডেট করার সময় বাড়ালো UIDAI ॥

Free Aadhaar Update Date extended ?

Free Aadhaar Update – UIDAI সাধারন মানুষদের কথা মাথাই রেখে তাদের মুখে হাসি ফুটাতে আবারো নিলো এক বড়ো পদক্ষেপ । আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার সময় ১৪ই জুন ছিলো লাস্টা ডেট । কিন্তু এখন UIDAI সেই সময় আর ৩ মাস বাড়িয়ে ১৪ই সেপ্টেম্বর করলেন লাস্ট ডেট । বিনামূল্যে আধার আপডেটের আর ৩ মাস সময় বাড়ানো হলো ॥

Free Aadhaar Update – তবে এখনও যারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে পারেনি । সেই সমস্ত আধার হোল্ডারদের জন্য দারুন একটি সুখবর। কারন ওই সমস্ত আধার হোল্ডাররা আবারো ৩মাস সময় পেলো । মানে আপনারা আগামী ১৪ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন । আর কোনো চিন্তা নেই । আধার কার্ডে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করার সময় বাড়ানো হয়েছে ॥

Free Aadhaar Update

আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে কত টাকা লাগবে ?

দেখুন আপনি যদি অনলাইন থেকে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করান । তাহলে তো আপনি সম্পূর্ণ বিনামূল্যে ১৪ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত করতে পারবেন । কিন্তু এই সময়ের মধ্যে আপনি যদি আধার সেন্টারে গিয়ে করান । তাহলে কিন্তু আপনার কাছে থেকে টাকা নেওয়া হবে । সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র আপনারা অনলাইনে পাবেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কাদের এই আপডেট করতে হবে ?

যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড গত ১০ বছরের মধ্যে একবারের জন্যে হলেও আপডেট করানো হয়নি । সেই সমস্ত ব্যক্তিদের তাদের নিজেদের আধার কার্ডে এই ডকুমেন্ট আপডেট করাতে হবে । তা না হলে যে কোনো সময়ে আধার কার্ড বাতিক বলে ঘোষণা করে দিবে UIDAI । তাই এখনও না করে থাকলে । সময় যেহুতো এখন আবারো বাড়ানো হয়েছে । তাই অসর দেরি না করে এখনি আপনি কাজটি করে ফেলুন ॥

অনলাইনে কীভাবে আধারে ডকুমেন্ট আপডেট করবেন ?

১) সর্বপ্রথম আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনি নিচে পেয়ে যাবেন ॥

২) এবার আপনি এই ওয়েব সাইটে আধার ওটিপি দিয়ে লগিন হয়ে নিবেন ॥

৩) লগিন হবার পরে আপনি ডকুমেন্ট আপডেট অপশেনে ক্লিক করবেন ॥

৪) এবার আপনার সামনে কয়েকটি স্টেপে next অপশেন আসবেন । সেগুলোই ক্লিক করে সামনে এগিয়ে যাবেন ॥

৫) এবার আপনার সামনে আপনার আধার কার্ডে কিছু তথ্য দেখাবে । সেই তথ্য গুলো দেখে নিবেন । তার পরে Next অপশেনে ক্লিক করবেন ॥

৬) এবার আপনার সামনে ডকুমেন্ট সিলেট করতে বলবে । এখানে আপনাকে POI এবং POA ডকুমেন্ট সিলেট করে আপলোড করতে হবে ॥

৭) ডকুমেন্ট গুলো সিলেট করে নেবার পরে আপনি Next অপশেনে ক্লিক করবেন ॥

৮) তার আগে আপনি ভালো করে দেখে নিবেন আপনার ডকুমেন্ট গুলো ॥

৯) এবার আপনার সামনে প্রিভিউ পেজ খুলে যাবে । সেটি দেখে নেবার পরে সাবমিট অপশেনে ক্লিক করবেন ॥

১০) সাবমিট অপশেনে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে এখন শুধু অপেক্ষা করতে হবে ॥

কত দিন লাগবে approved হতে ?

এই ডকুমেন্ট আপডেট অনলাইন থেকে যদি করেন উপরের পদ্ধতি ব্যবহার করে । তাহলে আপনি হাতে ধরে রাখুন মোটামুটি ১ থেকে ৩ দিন বা ১ সপ্তাহ আপনি হাতে ধরে রাখুন । কারন কারোর ১ দিনে হয়, ২ দিনে হয়, ৩ দিনে হয়, ৪ দিন বা ৫ থেকে ৭ দিনে আপনার এই কাজটি হয়ে যাবে । তবে অধিকাংশ সময় ২৪ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে ॥

Free Aadhaar Update Date extended ?

সেই সমস্ত আধার হোল্ডারদের জন্য দারুন একটি সুখবর। কারন ওই সমস্ত আধার হোল্ডাররা আবারো ৩মাস সময় পেলো । মানে আপনারা আগামী ১৪ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment