Free Ration Stop: বিনামূল্যে রেশন এবার বন্ধ করতে চলেছে কেন্দ্র । তবে সবার বিনামূল্যে রেশন বন্ধ হবে না । ৭ লক্ষের মতো রেশন কার্ডধারীদের সম্পূর্ণ বিনামূল্যে রেশন বন্ধ করলেন কেন্দ্র । তবে বিষয় হচ্ছে লিস্টে আপনার নাম আছে কিনা কীভাবে দেখবেন ॥
রেশন কার্ড এখন কার সময়র সবার জন্য খুবি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । কারন রেশন কার্ড একটি ডকুমেন্ট হিসেবেও ব্যবহার করা যাই । আবার এই রেশন কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রেশনও পাওয়া যাই । তাই এই বিনামূল্যে রেশন নিয়ে একটি বড়ো সমস্যা আমজনাতার সামনে ॥
Free Ration Stop ?
এখন খবর অনুযায়ী জানা গিয়েছে এক দুই নয় ৬.৫ লক্ষ থেকে ৭ লক্ষের মতো মানুষদের বিনামূল্যে রেশন বন্ধ করলেন কেন্দ্র । তবে ঠিক কোন কারনে এই মানুষদের বিনামূল্যে রেশন কেন্দ্র বন্ধ করলেন । এই বিষয়ে অনেকে চিন্তায় রয়েছেন ॥
WBPSC PDF 2024: মিসলেনিয়াস এর পরিক্ষার প্রশ্ন ডাউনলোড করুন !
বিনামূল্যে রেশন বন্ধ হবার কারন ?
বিনামূল্যে রেশন বন্ধ হবার সব থেকে একটি বড়ো কারন হচ্ছে । রেশন কার্ডে আধার লিংক না থাকা । রেশন কার্ডে আধার লিংক না থাকার কারনে রেশন কার্ড গুলো বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্র ॥
কারন কয়েক বছর ধরে সরকার একি ভাবে বলে আসছেন রেশন কার্ডে আধার লিংক করার জন্য । আর এতোবার বলার পরেও এখনও অনেকেই আধার লিংক করেনি । মনে রাখবেন যাদের আধার লিংক নেই । সেই সমস্ত রেশন কার্ড গুলো ইতিমধ্যে বন্ধ করা শুরু করছে কেন্দ্র ॥
Aadhaar New Update: বিনামূল্যের আধার আপডেটের পরিষেবা আরো ৩ মাস বাড়োলো UIDAI !
আপনার বন্ধ আছে না চালু আছে দেখুন ?
এবার কথা হচ্ছে আপনার বিনামূল্যে রেশন চালু আছে নাকি বন্ধ হয়ে গিয়েছে । আর এটি আপনি অনলাইনে কীভাবে দেখবেন বা চেক করবেন ॥
১) প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥
২) হোম পেজে নিচের দিকে দেখবেন ভেরিফাই রেশন কার্ড ॥
৩) ভেরিফাই রেশন কার্ড অপশেনে ক্লিক করলে রেশন কার্ড নম্বর বসানোর জাইগা চলে আসবে ॥
৪) এখানে রেশন কার্ড নম্বর বসিয়ে দিবেন এবং ক্যাপচার কোড বসিয়ে দিবেন ॥
৫) এর সার্চ অপশেনে ক্লিক করবেন । তাহলে সমস্ত তথ্য দেখতে পাবেন ॥
উপরের পদ্ধতি ব্যবহার করে আপনাকে দেখতে হবে যে আপনার রেশন কার্ড চালু আছে নাকি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে । সমস্ত কিছু দেখতে পাবেন ॥
বিনামূল্যে রেশন বন্ধ হলে কি করতে হবে ?
যদি ইতিমধ্যে আপনার বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাই । তাহলে আপনকে অবশ্যই আপনার রেশন কার্ডে আধার লিংক করতে হবে । আর আধার লিংক করতে পারলে । আপনার রেশন কার্ড চালু হয়র যাবে সাথে বিনামূল্যে রেশন চালু হয়ে যাবে ॥
Lakshmir Bhandar: লক্ষী ভান্ডার কিভাবে চেক করব আর 12000 টাকা কীভাবে নিবো !
Free Ration Stop 2024
Free Ration Stop: বিনামূল্যে রেশন এবার বন্ধ করতে চলেছে কেন্দ্র । তবে সবার বিনামূল্যে রেশন বন্ধ হবে না । ৭ লক্ষের মতো রেশন কার্ডধারীদের সম্পূর্ণ বিনামূল্যে রেশন বন্ধ করলেন কেন্দ্র
গুরুত্বপূর্ণ লিংক
Link | Apply Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |