Karmashree New Protal launch – 2024-25 এর বাজেটে কর্মশ্রী নামোক নতুন প্রকল্পের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার । আর ৮ দিন পরেই প্রকল্পের সুবিধা আমজনতাদের কাছে । কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা কি এবং কীভাবে নিবেন । সমস্ত তথ্য জানতে পারবেন প্রতিবেদনে । তাই যদি আপনি সমস্ত তথ্য একদম সঠিক ভাবে জানতে চান এবং কর্মশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইট পেতে চান । তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ॥
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের জন্য নানা রকম প্রকল্প চালু করে চলেছেন । মহিলাদের জন্য আলাদা প্রকল্প । ছেলেদের জন্য আলাদা প্রকল্প । ছাত্রছাত্রীদের জন্য আলাদা প্রকল্প । মানে যে যেমন মানুষ তাকে তেমন প্রকল্পের সুবিধা দেওয়া প্রচেষ্টাতে নানা রকম প্রকল্প চালু ক্র চলেছেন পশ্চিমবঙ্গ সরকার । আর ঠিক এমনি নতুন আরো একটি কর্মশ্রী নামে নতুন প্রকল্প চালু করেছেন ॥
Table
কর্মশ্রী প্রকল্প কি এবং কাদের জন্য ?
কর্মশ্রী একটি পশ্চিমবঙ্গ সরকার দারা রাজ্যের মানুষদের পাশের দাড়ানোর জন্য চালু করা নতুন প্রকল্প । এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার ২০২৪-২৫ এর বাজেটে ঘোষণা করেছেন । আর সেখানে জানানো হয়েছে যে মে মাস থেকে প্রকল্পের সুবিধা রাজ্যে চালু হয়ে যাবে । তবে এই প্রকল্পের সুবিধা কাদের জন্য এবং বাজেটে কি বলেছে চলুন জেনে নেওয়া যাক ॥
বাজেটে রাজ্য সরকারের ঘোষণা ?
Karmashree New Protal launch – কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে MGNREGA-র টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। গত দুবছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে ৮,২৯৭ কোটি টাকা ব্যয়ে ৩৯ কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে ॥
আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সঙ্গতিতে ‘কর্মশ্রী’ নামে একটি সুসংহত প্রকল্প চালু করছে । এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জবকার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে ২০২৪ মাস থেকে শুরু হবে ॥
Karmashree New Protal launch 2024
Karmashree New Protal launch – আজ মানে ২২ই জুন ২০২৪ তারিখ পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে মাত্র কয়েকটি অপশেনে কাজ করছে । আর এখানে বেশ কয়েকটি অপশেনে দেওয়া হয়েছে । তার মধ্যে ‘Total no of Funding Depts’ অপশেন । ‘Total no of District’ অপশেনে । ‘Total no of Sectors’ অপশেন । ‘Worker Engaged for no of Days’ অপশেন । ‘Total Wages Paid (Cr)’ অপশেনে । ‘Total no of Workers’ অপশেনে ॥
এই ৬টি অপশেন এখন পর্যন্ত প্রটালে বা ওয়েব সাইটে দেওয়া হয়েছে । আর এর সাথে লগিন অপশেনও দেওয়া হয়েছে । তবে লগিন অপশেন সাধারন আমজনতাদের বা মানুষদের জন্য নয় । এই লগিন অপশেন শুধুমাত্র অফিসিয়াল ব্যবহারকারীদের জন্য । শুধুমাত্র এখানরে দপ্তরের অফিসাররা লগিন হয়ে কাজ করতর পারবে বা ব্যবহার করতে পারবে । অফিসিয়াল ওয়েব সাইট লিংক আপনারা আমাদের Telegram এবং WhatsApp চ্যানেলে পেয়ে যাবেন । যুক্ত হয়ে সাইট লিংক পাবেন ॥
Karmashree New Protal launch 2024
আজ মানে ২২ই জুন ২০২৪ তারিখ পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে মাত্র কয়েকটি অপশেনে কাজ করছে । আর এখানে বেশ কয়েকটি অপশেনে দেওয়া হয়েছে । তার মধ্যে ‘Total no of Funding Depts’ অপশেন । ‘Total no of District’ অপশেনে । ‘Total no of Sectors’ অপশেন । ‘Worker Engaged for no of Days’ অপশেন । ‘Total Wages Paid (Cr)’ অপশেনে । ‘Total no of Workers’ অপশেনে ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Also Read:
- Ration card family alada 2024: 100% মাত্র ৫ সেকেন্ড সময়ে রেশন কার্ডের পরিবার ভাগ/আলাদা হবে
- How to lock/unlock Aadhaar biometrics: মাথা খারাপ হয়ে গেলো ! আধার আনলক হচ্ছে না
- Lakshmir Bhandar New Update2024: আর নিবো না লক্ষীর ভান্ডার টাকা ! একের বদলে দুই আর বারোর বদলে চব্বিশো টাকা
- PM Kisan Balance Check 2024: পিএম কিষান ১৭তম কিস্তির টাকা কীভাবে দেখবেো !
- krishak bandhu next installment date 2024