kisok bondhu payment: আর নয় অপেক্ষা, এবারে অপেক্ষার দিন শেষ করলো রাজ্য সরকার । ফাইনালো আজ থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো । তবে আপনার নাম যদি এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকে । তাহলে আপনি কবে পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা । এছাড়াও আপনি কত টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক ॥
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের প্রতি বছর সর্বনিম্ন ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা দিয়ে সাহায্য করে থাকেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে । কিন্তু রাজ্য সরকার ২০২৪ সালে এখনও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেইনি । আর এই বিষয়টি কৃষকদের অনেকটা চিন্তায় রেখেছেন । তবে এখন আর চিন্তার কোনো কারন নেই ॥
Table
kisok bondhu payment দেওয়া শুরু হয়েছে ?
তবে আপনারা কি জানেন যে রাজ্য সরকার এর তরফ থেকে এবারে ২০২৪ সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের দেওয়া শুরু করে দিয়েছেন । সরকার গত কালকে অর্থাৎ ১২ই জুন বিকেল ৪টা সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের দেওয়া শুরু করে দিয়েছেন । আর এবার কোনো অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা দেওয়া হয়নি । টাকা দেবার একটি টুইট করে রাজ্য সরকার ॥
kisok bondhu payment – রাজ্য সরকার টুইটর বলেছেন – এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যজুড়ে ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদারকে ২ হাজার ৯০০ কোটি টাকা সহায়তা প্রদান করলাম আজকে । মানে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের নতুন পুরাতন সমস্ত কৃষকদের টাকা সরকার দিয়ে দিয়েছেন । তবে এখানে একটি বিষয় হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের কৃষকরা এক দিনে বা এক সাথে এই প্রকল্পের টাকা পাবে না ॥
কবে কৃষক বন্ধু টাকা আপনি পাবেন ?
যেহুতো ১ কোটিরও বেশি কৃষকদের নাম এই প্রকল্পের নথিভুক্ত রয়েছে । সেই কারনে ২ থেকে ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে সমস্ত কৃষকদের টাকা পেতে । তাই ১২ তারিখে টাকা দেওয়া শুরু হয়েছে এখন অপেক্ষা করুন ঠিক আপনার সময় হলে আপনিও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন ॥
কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে ১ মাসের মতো সময় লাগে । তাই অপেক্ষা করুন ১ মাসের মধ্যে যে কোনো দিন আপনি টাকা পেয়ে যাবেন । এই সময় লাগার পিছোনে একটি কারন হচ্ছে । রাজ্য সরকার এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে । DBT এর মাধ্যমে দিলে এতো সময় লাগতো না । তবে যাই হোক টাকা ছেড়ে দিয়েছে এখন শুধু অপেক্ষা করুন ॥
kisok bondhu payment দেওয়া শুরু হয়েছে ?
তবে আপনারা কি জানেন যে রাজ্য সরকার এর তরফ থেকে এবারে ২০২৪ সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের দেওয়া শুরু করে দিয়েছেন । সরকার গত কালকে অর্থাৎ ১২ই জুন বিকেল ৪টা সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের দেওয়া শুরু করে দিয়েছেন । আর এবার কোনো অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা দেওয়া হয়নি । টাকা দেবার একটি টুইট করে রাজ্য সরকার ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- Ration Card Big Update: চিন্তার দিন শেষ, রেশন কার্ড নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের ! রেশন কার্ড থাকলেই দেখুন
- Krishak Payment Update: প্রত্যেক কৃষকদের আজ 5,000 টাকা দিলো ! কৃষক হলে অবশ্যই দেখুন
- Krishak Bandhu Payment Date: কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে 2024?
- PM Kisan 17th Instalment Final Date: পিএম কিষাণ প্রকল্পের ২,০০০ টাকা ১৮ই জুন দেওয়া হবে ?
- PMAYG – PM Awas Yojana: ৩ কোটি নয়া ঘর তৈরি হবে ! সিলমোহর মারলেন মোদি