মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস দেখার একদম সহজ পদ্ধতি আপনাদের জানাবো আজকের প্রতবেদনে । যদি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনার নাম প্রকল্পে নথিভুক্ত বা approved হয়েছে কিনা দেখতে চান শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে । তাহলে কীভাবে দেখবেন ॥
দেখুন পশ্চিমবঙ্গে খুবি জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হচ্ছে লক্ষীর ভান্ডার । আর এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের প্রতিটা মহিলাদের এবার মাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে দিয়ে সাহায্য করে থাকেন । তবে এই প্রকল্পের বাড়তি টাকা আগামী মাসে থেকে দেওয়া লাগু হবে ॥
Table
এবার অনেকে এই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছে । কিন্তু এই প্রকল্পে আবেদন করার পরে বুঝা বড়ো কঠিন যে এই প্রকল্পে নাম নথিভুক্ত বা Approved হলো কিন । আর রাজ্য সরকার সাধারন মানুষদের হয়রানির কথা মাথায় রেখে অনলাইনে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টাটাস দেখার পদ্ধতি চালু করেছেন ॥
আর অনলাইন থেকে আপনারা খুব সহজে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এমনকি আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন । সেই মোবাইল নম্বর দিয়েও এই লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টাটাস চেক করতে পারবেন ॥
মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস দেখুন ?
১) সবার প্রথম লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল প্রোটালে চলে আসবেন ॥
২) লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে আসার পরে আপনি হোম পেজে দেখতে পাবেন track application অপশেন এখানে ক্লিক করবেন ॥
৩) এবার আপনার সামনে নতুন আরো একটি পেজ খুলে যাবে । সেই পেজে একদম উপরের দিকে দেখবেন আধার নম্বর, স্বাস্থ্য সাথী কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এমন কি মোবাইল নম্বর বসানোর জানগা দেওয়া অছে ॥
৪) এখানে আপনি আপনার আধার নম্বর, স্বাস্থ্য সাথী কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এমন কি মোবাইল নম্বর বসিয়ে দিবেন ॥
৫) এবার পাশে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন । সেখানে যে ক্যাপচার কোড দেওয়া আছে । সেটি তার জাইগা মতো বসিয়ে সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
তাহলে আপনি এখানে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টাটাস দেখতে পেয়ে যাবেন । আর এখানে আপনি শুধুমাত্র কত মাসের টাকা পেয়েছেন । চলতি মাসের টাকা পাবেন কিনা । তার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর ভেরিফিকেশন সঠিক ভাবে হয়েছে কিনা । এহুলো এখানে দেখতে পেয়ে যাবেন ॥
Status Check Online Link – Click Now
- Free Ration Card Correction Online: 100% গ্যারান্টি ১ সেকেন্ডের মধ্যে সংশোধন হবেই !
- How do I activate DBT online 2024 easy method?
মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস দেখুন ?
আর অনলাইন থেকে আপনারা খুব সহজে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এমনকি আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন । সেই মোবাইল নম্বর দিয়েও এই লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টাটাস চেক করতে পারবেন ॥