Lakshmir Bhandar New Update2024: আর নিবো না লক্ষীর ভান্ডার টাকা ! একের বদলে দুই আর বারোর বদলে চব্বিশো টাকা

Lakshmir Bhandar New Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Lakshmir Bhandar New Update – আর নিবো না লক্ষীর ভান্ডারের টাকা । আজ জুন মাসের ২১ তারিখ হয়ে গেলো কিন্তু লক্ষীর ভান্ডারের টাকা ঢুকেনি । এছাড়াও ১,০০০ এর বদলে ২,০০০ টাকা এবং ১,২০০ এর বদলে ২,৪০০ টাকা, ডবল টাকা ডুকবে মহিলাদের অ্যাকাউন্টে । তাই লক্ষীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা এবং আগামী মাস থেকে টাকা পেতে এবং আরো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের WhatsApp এবং Telegram চ্যানেল ফলো করুন ॥

দেখুন পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ড‍ার খুবি জনপ্রিয় একটি প্রকল্প । এই প্রকল্পটি খুবি জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে । এই প্রকল্পের মাধ্যমে এখন সরকার দিচ্ছে ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা । কিন্তু আর নয় এবার ডবল টাকা দিবে এই প্রকল্প । ১,০০০ এর বদলে ২,০০০ টাকা এবং ১,২০০ এর বদলে মিলবে ২,৪০০ টাকা । এছাড়াও আর নিবো না লক্ষীর ভান্ডার । আসল বিষয় চলুন জেনে নেওয়া যাক ॥

আর নিবো না লক্ষীর ভান্ডার টাকা ?

লক্ষীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে খুবি জনপ্রিয় একটি প্রকল্প । আর এবারে জুন মাসে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেনি । বলতে পারেন অনেক মহিলা জুন মাসের টাকা পাইনি । আর যে সমস্ত মহিলারা ১ থেকে ২ বা ৩ মাস ধরে টাকা পাচ্ছে না । তাদের মুখে একটাই কথা । আর নিবো না লক্ষীর ভান্ডারের টাকা ॥

কারনটি কি জানেন । যে দুয়ারে সরকার ক্যাম্পে বা এক কথায় বলতে পারেন । লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় সমস্ত কিছু সঠিক ভাবে দিচ্ছে । কিন্তু সমস্ত কিছু সঠিক ভাবে দেবার পরেও প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না । তবে যারা টাকা পাইনি বা পাচ্ছেন না । তাদের বলতে চাই একবার হলেও স্টাটাস দেখেনিন । কোন কারনের জন্য টাকা আপনি পাচ্ছেন না সেটা আগে দেখুন আর তার পরে সমাধান করুন । তাহলে পরের মাস থেকে টাকা পেতে লাগবেন ॥

Lakshmir Bhandar New Update

লক্ষীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা ?

Lakshmir Bhandar New Update – এখন নানা রকম YouTube চ্যানেল বা অন্যান্য জাইগায় থেকে শুনা যাচ্ছে যে এবার নাকি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল করা হচ্ছে । আর এই বিষয়টি কাজে লাগিয়ে প্রতিদিন তারা ইনকাম করে চলেছেন । তবে আপনাদের সত্য জানানো হচ্ছে আমাদের কাজ । তাহলে চলুন এবার সত্য বিষয়টি জেনে নেওয়া যাক ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দেখুন পশ্চিমবঙ্গ সরকার তথ্যা মমতা ব্যানার্জী এখনও সে রকম কোনো ঘোষণা করেনি । বা রাজ্য সরকার বলেনি যে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল করা হবে । তবে এতে একটি বিষয় জানা যাচ্ছে খবর মারফত । যে ধরুন আপনি জুন মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেন না কোনো একটি সমস্যার জন্য । এবার পরের মাসে আপনি সেই সমস্যাটির সমাধান করলেন ॥

তাহলে খবর অনুযায়ী এই টাকা না পাওয়া ২ মাসের টাকা উপভোক্তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে । মানে জুন মাসের ১,০০০ টাকা বা ১,২০০ টাকা আর পরের মাসের মানে জুলাই মাসের ১,০০০ টাকা বা ১,২০০ টাকা । ২ মাসের মিলিয়ে সর্বমোট এক সঙ্গে ২,০০০ বা ২,৪০০ টাকা পাবে মহিলারা । তবে এই কথার উপর আমি বিশ্বাস করতে পারছিনা । যদি আপনারা কেও এই ভাবে ২ বা ৩ মাসের লক্ষীর ভান্ডার টাকা এক সাথে পেয়ে থাকেন । তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে ॥

অনলাইন স্টাটাস দেখার পদ্ধতি ?

১) প্রথমে আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনি নিচে পেয়ে যাবেন ॥

২) এবার আপনি হোম পেজে দেখতে পাবেন Track Application Status অপশেনে । সেখানে ক্লিক করবেন ॥

৩) এবার আপনি স্বাস্থ্য সাথী, আধার অথবা মোবাইল নম্বর বসিয়ে দিবেন ॥

৪) পাশের ক্যাপচার কোড জাইগা মতো বসিয়র দিবেন এবং সার্চ অপশেনে ক্লিক করবেন ॥

৫) তাহলে আপনি সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন । আর এগুলো দেখে নেবার পরে সমস্যা থাকলে সমাধান করে নিন ব্লক লেবেল অফিসে গিয়ে ॥

Lakshmir Bhandar New Update

তাহলে খবর অনুযায়ী এই টাকা না পাওয়া ২ মাসের টাকা উপভোক্তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে । মানে জুন মাসের ১,০০০ টাকা বা ১,২০০ টাকা আর পরের মাসের মানে জুলাই মাসের ১,০০০ টাকা বা ১,২০০ টাকা । ২ মাসের মিলিয়ে সর্বমোট এক সঙ্গে ২,০০০ বা ২,৪০০ টাকা পাবে মহিলারা । তবে এই কথার উপর আমি বিশ্বাস করতে পারছিনা । যদি আপনারা কেও এই ভাবে ২ বা ৩ মাসের লক্ষীর ভান্ডার টাকা এক সাথে পেয়ে থাকেন । তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment