Lakshmir Bhandar New Update: লক্ষীর ভান্ডারে বড়ো চমক ! লক্ষ লক্ষ মহিলাদের মুখে হাসি ফুটালো ( 2024 )

Lakshir Bhandar New Update Today
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Lakshmir Bhandar New Update – Lakshmir Bhandar Online Application: এবারে রাজ্য সরকার এর তরফ থেকে লক্ষীর ভান্ডার নিয়ে আরো একটি বড়ো চমক দেওয়া হলো রাজ্যের মহিলাদের জন্য । গত ২১শে জুলাই কলকাতার মঞ্চে লোকসভা ভোটে জিতা নিয়ে এবং শহিদ স্মরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন তার সাথে লক্ষীর ভান্ডার এবং আবাস যোজনা নিয়েও বিরাট বড়ো ঘোষণা বা বড়ো চমক দিলেন রাজ্যের মহিলাদের ॥

আজকের খবরলক্ষীর ভান্ডারে বড়ো চমক/ঘরের টাকা দিচ্ছে
সরকারপশ্চিমবঙ্গ সরকার
প্রকল্পলক্ষীর ভান্ডার / আবাস যোজনা
সুবিধামহিলা এবং পুরুষ মহিলা উভয়ে
সাহায্যের পরিমান১০০০+১২০০/ ১ লক্ষ ২০ এবং ৩০ লক্ষ টাকা
সুবিধার সময়ডিসেম্বর ২০২৪
Lakshmir Bhandar New Update

Lakshir Bhandar New Update Today ?

রাজ্যের মহিলাদের জন্য সরকার চালু করেছেন এই লক্ষীর ভান্ডার প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে এক দুই লক্ষ নয় ১ কোটিরও বেশি মহিলাকে প্রতি মাসে এখন ১০০০ টাকা এবং ১২০০ করে টাকা দিয়েচ্ছেন সরকার । তবে সরকার জানিয়েছেন । ত‍দের কাছে এমনও অনেক রিপোর্ট গিয়ে পৌছে গিয়েছে ॥

যে রাজ্যে এখনও এমন অনেক মহিলা রয়েছে । যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা নেওয়ার সম্পূর্ণ ভাবে যোগ্য আর শুধু যোগ্য নয় সেই সমস্ত মহিলা গুলো ইতিমতো প্রকল্পে আবেদনও করেছেন । তবে আবেদন করার পরেও সেটি Approved না হয়ে pending এ পড়ে রয়েছে । আর অনেকেই এখন এই প্রকল্পের মাধ্যমে কোনো সুবিধা বা টাকা পাইনা ॥

তবে ২১শে জুলাই রাজ্য সরকার পরিস্কার ভাবে জানিয়েছে । এবারে পুনরায় লক্ষীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু করা হবে । যাদের কোনো কিছু ভুল রয়েছে । সেগুলো ঠিক করানো হবে । যাদের pending আছে তাদের approved হবে । যারা আবেদন করেনি তাদের আবেদন জমা নেওয়া হবে এক কথায় লক্ষীর ভান্ডার প্রকল্পের যাবতীয় কাজ এবার শুরু হতে চলেছে ॥

আবাস যোজনা নিয়ে রাজ্যের বড়ো সিদ্ধান্ত ?

এই ২১শে জুলাই মুখ্যমন্ত্রী আরো বলেছেন । যে কেন্দ্রীয় সরকার বাড়ি বানাতে টাকা দিতে দিতে বন্ধ করে দিয়েছে । এখন হিসেবে প্রায় ১১ লক্ষের মতো বাড়ি বাকি রয়েছে । তবে এবার ডিসেম্বর মাস থেকে ওই বাকি থাকা ১১ লক্ষ বাড়ি দেবার কাজও শুরু করা হবে । এবার রাজ্যের মানুষরাও পাবে বাড়ি ॥

আগের টাটকা খবর ?

রাজ্য সরকার এর তরফ থেকে লোকসভা ভোটের আগেই এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে । কেও কেওনে করছেন । এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোতে লকোসভা ভোটে অনেকটাই কার্যকর হয়েছে । আর আর ঠিক সেই সময়তে সরকার জানিয়েছে । কেন্দ্রীয় সরকার যাদের বাড়ি বানাতে টাকা দেইনি । তাদের বাড়ি বানাতে আমাদের TMC সরকার টাকা দিবে । আর এখন সেটি কার্যকর করতে চলেছে সরকার ॥

অফিসিয়াল ওয়েব সাইটClick Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Lakshmir Bhandar New Update

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top