Lost Aadhar Update: হারিয়ে গিয়েছে Aadhaar Card ! আধার নম্বর একেবারে মনে নেই ! কি করতে হবে দেখুন

Lost Aadhar Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Lost Aadhar Update 2024: হারিয়ে গিয়েছে আপনার Aadhaar Card । কিন্তু আপনার Aadhaar Card নম্বর মনে নেই । তাহলে আপনি এখন কীভাবে আপনার ওই আধার কার্ড ফিরে পাবেন বা আপনার আধার কার্ড হারিয়ে গেলে আপনার করনীয় কি । এখন আপনাকে কি করতে হবে । চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥

দেখুন আধার কার্ড এখন সাধারন মানুষদের কাছে খুবি গুরুত্বপূর্ণ একটি নথী । আর এখন আপনি যদি সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো চাকরি এছাড়াও যদি আপনি সরকারি কোনো প্রকল্পে আবেদন করতে চান তাহলে আধার কার্ড বাধ্যতামূলক । এক কথায় বলতে পারেন যে কোনো কাজের জন্য এখন আধার কার্ড বাধ্যতামূলক ॥

Lost Aadhar Update 2024 ?

আর যদি আপনি আপনার আধার কার্ড হারিয়ে ফেলেন সাথে যদি আধার কার্ড নম্বরটি আপনার মনে না থাকে । তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার ওই হারিয়ে যাওয়া আধার কার্ডটি ফিরে পাবেন । আর এই সমস্যায় রয়েছে অনেকে । তবে চলুন এবার সমস্ত তথ্য গুলো এবার জেনে নেওয়া যাক ॥

হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পাবার উপায় ?

Lost Aadhar Update – যদি আপনাত Aadhaar Card হারিয়ে যাই । আর যদি Aadhaar Card নম্বরটি মনে না থাকে । তাহলে সেক্ষেত্রে আপনি কয়েক প্রকারে আপনার আধার কার্ড ফিরে পেতে পারেন । যেমন আপনি আধার অফিস থেকে আপনি খুব সহজে আপনার অন্যান্য ডকুমেন্ট এর মাধ্যমে আধার কার্ড ফিরে পেতে পারেন ॥

এছাড়াও অনলাইনে একটি পদ্ধতি চালু রয়েছে । যেটির মাধ্যমে আপনি খুব সহজে আধার কার্ড ফিরেতে পারেন । আর এর জন্য একটি কাজ আপনাত জন্য বাধ্যতামূলক । তবে কি বাধ্যতামূলক এবং কত টাকা খরচ হবে । চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥

হারিয়ে যাওয়া আধার অনলাইনে ফেরত পাবার জন্য বাধ্যতামূলক ?

যদি আপনি অনলাইন থেকে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডটি ফিরে পেতে চান । তাহলে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক । যদি আধার কার্ডে মোবাইল লিংক থাকে । তাহলেই আপনি অনলাইন থেকে আধার কার্ড খুব সহজে খুজে নিতে পারবেন বা পাবেন ॥

কত টাকা খরচ হবে অনলাইনে ?

Lost Aadhar Update – আপনি যদি অনলাইন থেকে হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত নিতে চান । তাহলে আোনার একটিও টাকা খরচ হবে না । আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত নিতে পারবেন । তবে মনে রাখবেন যদি আধার অফিসে গিয়ে ফেরত নিতে চান । তাহলে কিছু টাকা খরচ হবে ॥

অনলাইনে আধার কার্ড ফেরত নেবার পদ্ধতি ?

১) প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবে হবে ॥

২) এবার আপনি Retrieve EID / Aadhaar number অপশেন দেখতে পাবেন ॥

৩) আপনি এবার এই Retrieve EID / Aadhaar number অপশেনে ক্লিক করবেন ॥

৪) এবার আপনি আধার নম্বর সিলেট করবেন ॥

৫) এখন যে আধার কার্ডটি হারিয়ে গিয়েছে । সেই আধার কার্ড হোল্ডার এর নাম বসিয়ে দিবেন । মনে রাখবেন সেম আধার কার্ডে যে বানান রয়েছে ঠিক তেমন বানান লিখতে হবে ॥

৬) এবার ওই আধার কার্ডে লিংক থাকা মোবাইল অথবা ইমেল আইডি বসিয়ে দিবেন ॥

৭) ক্যাপচার কোড ফিল করে ওটিপি পাঠিয়ে দিবেন । এবার ওটিপি বসিয়ে সাবমিট করবেন ॥

৮) সাবমিট করলে আপনার রেজিস্ট্রার মোবাইল অথবা ইমেলে আধার নম্বর UIDAI পাঠিয়ে দিবে ॥

এবার যখন UIDAI আপনাকে আধার নম্বর পাঠিয়ে দিবে । ঠিক তখন আপনি নতুন PVC কার্ডের জন্য অডার করবেন । কিন্তু মনে রাখতে হবে যে PVC কার্ড নিতে গেলে আপনাকে ৫০ টাকা দিতে হবে । শুধুমাত্র এই PVC Aadhaar এর জন্য ৫০ টাকা খরচ হবে । আর অন্য কোনো খরচ নেই ॥

PVC Aadhaar অনলাইনে অডার পদ্ধতি ?

১) সর্বপ্রথম আপনি আধারের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) হোম পেজে দেখতে পাবেন অডার পিভিছি কার্ড অপশেন । আপনি সেখানে ক্লিক করবেন ॥

৩) এবার আধার নম্বর সিলেট রাখবেন । এর পরে রেজিস্টার মোবাইল অথবা ইমেলে UIDAI যে আধার নম্বর পাঠিয়েছে সেই আধার নম্বর বসিয়ে দিবেন ॥

৪) এবার ক্যাপচার দিয়ে ওটিপি পাঠিয়ে দিবেন । আপনার মোবাইলে যাওয়া ওটিপি দিয়ে ভেরিফাই করে নিবেন ॥

৫) এর পরে ৫০ টাকা পেমেন্ট করে দিবেন । তাহলেই হয়ে যাবে ॥

Lost Aadhar Update 2024

Lost Aadhar Update 2024: হারিয়ে গিয়েছে আপনার Aadhaar Card । কিন্তু আপনার Aadhaar Card নম্বর মনে নেই

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েব সাইটClick Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Lost Aadhar Update

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top