Lost Aadhar Update: হারিয়ে গিয়েছে Aadhaar Card ! আধার নম্বর একেবারে মনে নেই ! কি করতে হবে দেখুন

Lost Aadhar Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Lost Aadhar Update 2024: হারিয়ে গিয়েছে আপনার Aadhaar Card । কিন্তু আপনার Aadhaar Card নম্বর মনে নেই । তাহলে আপনি এখন কীভাবে আপনার ওই আধার কার্ড ফিরে পাবেন বা আপনার আধার কার্ড হারিয়ে গেলে আপনার করনীয় কি । এখন আপনাকে কি করতে হবে । চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥

দেখুন আধার কার্ড এখন সাধারন মানুষদের কাছে খুবি গুরুত্বপূর্ণ একটি নথী । আর এখন আপনি যদি সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো চাকরি এছাড়াও যদি আপনি সরকারি কোনো প্রকল্পে আবেদন করতে চান তাহলে আধার কার্ড বাধ্যতামূলক । এক কথায় বলতে পারেন যে কোনো কাজের জন্য এখন আধার কার্ড বাধ্যতামূলক ॥

Lost Aadhar Update 2024 ?

আর যদি আপনি আপনার আধার কার্ড হারিয়ে ফেলেন সাথে যদি আধার কার্ড নম্বরটি আপনার মনে না থাকে । তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার ওই হারিয়ে যাওয়া আধার কার্ডটি ফিরে পাবেন । আর এই সমস্যায় রয়েছে অনেকে । তবে চলুন এবার সমস্ত তথ্য গুলো এবার জেনে নেওয়া যাক ॥

হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পাবার উপায় ?

Lost Aadhar Update – যদি আপনাত Aadhaar Card হারিয়ে যাই । আর যদি Aadhaar Card নম্বরটি মনে না থাকে । তাহলে সেক্ষেত্রে আপনি কয়েক প্রকারে আপনার আধার কার্ড ফিরে পেতে পারেন । যেমন আপনি আধার অফিস থেকে আপনি খুব সহজে আপনার অন্যান্য ডকুমেন্ট এর মাধ্যমে আধার কার্ড ফিরে পেতে পারেন ॥

এছাড়াও অনলাইনে একটি পদ্ধতি চালু রয়েছে । যেটির মাধ্যমে আপনি খুব সহজে আধার কার্ড ফিরেতে পারেন । আর এর জন্য একটি কাজ আপনাত জন্য বাধ্যতামূলক । তবে কি বাধ্যতামূলক এবং কত টাকা খরচ হবে । চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

হারিয়ে যাওয়া আধার অনলাইনে ফেরত পাবার জন্য বাধ্যতামূলক ?

যদি আপনি অনলাইন থেকে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডটি ফিরে পেতে চান । তাহলে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক । যদি আধার কার্ডে মোবাইল লিংক থাকে । তাহলেই আপনি অনলাইন থেকে আধার কার্ড খুব সহজে খুজে নিতে পারবেন বা পাবেন ॥

কত টাকা খরচ হবে অনলাইনে ?

Lost Aadhar Update – আপনি যদি অনলাইন থেকে হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত নিতে চান । তাহলে আোনার একটিও টাকা খরচ হবে না । আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত নিতে পারবেন । তবে মনে রাখবেন যদি আধার অফিসে গিয়ে ফেরত নিতে চান । তাহলে কিছু টাকা খরচ হবে ॥

অনলাইনে আধার কার্ড ফেরত নেবার পদ্ধতি ?

১) প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবে হবে ॥

২) এবার আপনি Retrieve EID / Aadhaar number অপশেন দেখতে পাবেন ॥

৩) আপনি এবার এই Retrieve EID / Aadhaar number অপশেনে ক্লিক করবেন ॥

৪) এবার আপনি আধার নম্বর সিলেট করবেন ॥

৫) এখন যে আধার কার্ডটি হারিয়ে গিয়েছে । সেই আধার কার্ড হোল্ডার এর নাম বসিয়ে দিবেন । মনে রাখবেন সেম আধার কার্ডে যে বানান রয়েছে ঠিক তেমন বানান লিখতে হবে ॥

৬) এবার ওই আধার কার্ডে লিংক থাকা মোবাইল অথবা ইমেল আইডি বসিয়ে দিবেন ॥

৭) ক্যাপচার কোড ফিল করে ওটিপি পাঠিয়ে দিবেন । এবার ওটিপি বসিয়ে সাবমিট করবেন ॥

৮) সাবমিট করলে আপনার রেজিস্ট্রার মোবাইল অথবা ইমেলে আধার নম্বর UIDAI পাঠিয়ে দিবে ॥

এবার যখন UIDAI আপনাকে আধার নম্বর পাঠিয়ে দিবে । ঠিক তখন আপনি নতুন PVC কার্ডের জন্য অডার করবেন । কিন্তু মনে রাখতে হবে যে PVC কার্ড নিতে গেলে আপনাকে ৫০ টাকা দিতে হবে । শুধুমাত্র এই PVC Aadhaar এর জন্য ৫০ টাকা খরচ হবে । আর অন্য কোনো খরচ নেই ॥

PVC Aadhaar অনলাইনে অডার পদ্ধতি ?

১) সর্বপ্রথম আপনি আধারের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) হোম পেজে দেখতে পাবেন অডার পিভিছি কার্ড অপশেন । আপনি সেখানে ক্লিক করবেন ॥

৩) এবার আধার নম্বর সিলেট রাখবেন । এর পরে রেজিস্টার মোবাইল অথবা ইমেলে UIDAI যে আধার নম্বর পাঠিয়েছে সেই আধার নম্বর বসিয়ে দিবেন ॥

৪) এবার ক্যাপচার দিয়ে ওটিপি পাঠিয়ে দিবেন । আপনার মোবাইলে যাওয়া ওটিপি দিয়ে ভেরিফাই করে নিবেন ॥

৫) এর পরে ৫০ টাকা পেমেন্ট করে দিবেন । তাহলেই হয়ে যাবে ॥

Lost Aadhar Update 2024

Lost Aadhar Update 2024: হারিয়ে গিয়েছে আপনার Aadhaar Card । কিন্তু আপনার Aadhaar Card নম্বর মনে নেই

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েব সাইটClick Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Lost Aadhar Update

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment