MSP Increase 2024: কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে দেশের কৃষকদের জন্য বড়ো সুখবর । প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ( PM Kisan Samman Nidi Yojana ) প্রকল্পের পাশাপাশি এবার কৃষকদের নূন্যতম সহায়ল মূল্য ( MSP ) বাড়িয়ে কৃষকদের এবার দুইগুন টাকা ইনকাম করার এক বিরাট বড়ো সুযোগ দিচ্ছেন কেন্দ্র । আর এর উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে ॥
MSP Increase 2024
MSP কি ?
MSP হচ্ছে ফসলের মূল্য নির্ধারিত করা । আর এই এমএসপি হলো নূন্যতম সহায়ক মূল্য হল একটি কৃষি নীতির অংশ । আর কৃষকদের ফসলের উপরে গণতানুকূল মূল্য নির্ধারিত করা হয়ে থাকে । সরকার এই MSP এর মাধ্যমে বিভিন্ন ফসলের দাম নির্ধারিত করে থাকেন । আর তাদের ন্যায্য মূল্য অবলম্বন করে থাকেন । আর এর মাধ্যমে কৃষকরা অধিক প্রতিফলন অর্জন করে থাকে ॥
Table
MSP কি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ?
কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে বুধবার পুরো ১৪টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার । মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ফসল তৈরি করার খরেচের তুলনায় এর থেকে দেড় বা দুইগুন বেশি দামে কৃষকরা তাদের নিজদের ফসল বিক্রি করতে পারবেন । কেন্দ্রের এই সিদ্ধান্তে ফসলের দামের সাথে সাথে অতিরিক্ত লাভও পাওয়ার নিশ্চিত করতে পারবেন ॥
MSP কোন ফসলে বাড়ানো হলো ?
সর্বমোট ১৪টি ফসলের উপরে বৃদ্ধি পেলো MSP । তার মধ্যে ধানে ১১৭ টাকা বাড়িয়ে ২৩০০ টাকা প্রতি কুইন্টালে করা হয়েছে । এছাড়াও তুলো, মিলেট, জোয়ার, বাজরা, রাগী, মুগডাল, তুর ডাল, উরাদ ডালের নূন্যতম সহায়ক বাড়িয়েছে কেন্দ্র । কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে সূর্যমুখী এবং কাঠবাদামের MSP ও বাড়ানো হয়েছে ॥
কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা ?
কেন্দ্র সরকার দেশের কৃষকদের দিকে অনেকটা তাকিয়েছে । শ্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম কৃষকদের চিন্তা মাথায় নিয়েছেন । তৃতীয়বার ক্ষমতায় আসার পরে পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা দেবার অডারে সিলমোহর দিয়েছেন মোদি সরকার । আর খরিফ সিজিনের শুরুতেই কেন্দ্র ১৪টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোর অনুমোদন দেওয়া হলো ॥
MSP বাড়ানোর প্রভাব ?
এই MSP বৃদ্ধি হবার পরে এক দুই নয় ৯.৩ কোটি কৃষক উপকৃত হবেন । আর এই কৃষকদের ন্যায্য মূল্য ফসলের দামও দেওয়া হবে । তার সাথে ৫০% লাভ নিশ্চিত করতে পারবেন কৃষকরা । কেন্দ্রে এই পদক্ষেপ কৃষকদের আর্থিক অবস্থায় উন্নতির সাথে সাথে জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ॥
MSP Increase 2024
MSP Increase 2024: কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে দেশের কৃষকদের জন্য বড়ো সুখবর । প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ( PM Kisan Samman Nidi Yojana ) প্রকল্পের পাশাপাশি এবার কৃষকদের নূন্যতম সহায়ল মূল্য ( MSP ) বাড়িয়ে কৃষকদের এবার দুইগুন টাকা ইনকাম করার এক বিরাট বড়ো সুযোগ দিচ্ছেন কেন্দ্র । আর এর উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Also Read:
- Krishak Bandhu Payment 2024: ব্যাঙ্কে না গিয়ে দেখুন কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা ?
- PM Kisan Yojana Amount Increase: কৃষকদের 6,000 বদলে 8,000 মিলবে ! ঘোষণা মোদি সরকারের
- Karmashree New Protal launch: কর্মশ্রী প্রকল্পের অফিসিয়াল প্রোটাল চালু ! দেখুন সুবিধা ও কারা পাবে
- Ration card family alada 2024: 100% মাত্র ৫ সেকেন্ড সময়ে রেশন কার্ডের পরিবার ভাগ/আলাদা হবে
- How to lock/unlock Aadhaar biometrics: মাথা খারাপ হয়ে গেলো ! আধার আনলক হচ্ছে না