November Lakshmir Bhandar Update 2024: লক্ষীর ভান্ডার টাকা কবে ঢুকবে । মহিলাদের অ্যাকাউন্টে কবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে । এছাড়াও নভেম্বর মাসে ডবল টাকা দেবার খুশির খবর ॥
রাজ্যের পিছিয়ে থাকা মহিলাদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন এই লক্ষীর ভান্ডার । এবার অক্টোবর মাস তো শেষের দিকে তবে নভেম্বর মাসের টাকা কবে ঢুকবে । এছাড়াও নভেম্বর মাসে মিলবে ডবল টাকা ॥
Table
তাই চলুন ফালতু কথা না খরচ করে আজকের প্রতিবেদন এর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য জানিয়ে দেওয়া যাক । তবে যদি প্রতিবেদনটি সম্পূর্ণ না পড়েন । তাহলে হয়তো আপনি সমস্ত কিছু জানতে পারবেন না ॥
লক্ষীর ভান্ডার টাকা কবে ঢুকবে 2024 ?
যদি আপনারা একটু লক্ষ করেন । তাহলে দেখতে পাবেন বা জানতে পারবেন । যে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরকার প্রথমে ৫০০ এবং ১০০০ টাকা করে দেওয়া হতো । কিন্তু এই টাকার পরিমান ২০২৪ এর বাজেটে বাড়িয়েছেন ॥
২০২৪ সালের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ৫০০ থেকে ১০০০ টাকা করা হয়েছে আর ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করা হয়েছে । তবে এবার শুনা যাচ্ছে নাকি আবার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে । কথাটি কতটা সত্য ॥
November Lakshmir Bhandar Update ?
লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কম বেশি সবাই জানেন যে মাসের ১ থেকে ৫ বা ১০ তারিখের মধ্যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকে যাই । আর এই টাকা দেবার অফিসিয়াল কাজ শুরু হয়ে ২৫ তারিখ থেকে ॥
যেমন ধরুন এখন চলছে অক্টোবর মাস । তো এই অক্টোবর মাস থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেবার অফিসিয়াল কাজ শুরু হয়ে যাই । মানে যে মাসের টাকা দিবে । তার আগের মাস থেকে টাকা দেবার অফিসিয়াল কাজ শুরু হয় ॥
এবার আপনারা যদু একটু লক্ষ করেন । তাহলে আপনারা দেখতে পাবেন যে আগামী নভেম্বর মাসের টাকা দেবার কাজ এখনও শুরু হয়নি । যদিও চলতি মাসের আজ ২৯ তারিখ । তাই স্টাটাসে আপডেট যেহুতো এখনও আসেনি । সেই অনুপাতে বুঝা যাচ্ছে যে নভেম্বর মাসের ২ থেকে ৮ তারিখ এর মধ্যে প্রকল্পের টাকা মহিলাদের দেওয়া হতে পারে ॥
লক্ষীর ভান্ডারের টাকা পাবেন কিনা দেখুন ?
এবার কথা হচ্ছে আপনি এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা । সে বিষয়ে কিভাবে জানবেন বা দেখবেন । আর এর জন্য নিচের পদ্ধতি অনুযায়ী দেখেনিন ॥
১) অফিসিয়াল ওয়েব সাইটে চলে অসুন । এবার ট্রাক অ্যাপ্লিকেশন স্টাটাস এ ক্লিক করুন ॥
২) এবার আপনি কি দিয়ে দেখতে চান । সেটি সিলেট করে নিবেন ॥
৩) যেটি সিলেট করবেন । সেই নম্বর বসিয়ে দিবেন । এর পরে ক্যাপচার বসিয়ে দিবেন ॥
৪) তার পরে ফাইনালি আপনি সাবমিট করে দিবেন । তাহলে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন ॥
এখানে আপনি চলতি মাসের টাকা পাবেন কিনা বা আপনি পরের মাসের টাকা পাবেন কিনা । এই সমস্ত তথ্য গুলো দেখতে পাবেন । এছাড়াও আপনি দেখতে পাবেন যে আপনার নাম এই প্রকল্পে উঠেছে কিনা । সমস্ত কিছু দেখে নিবেন ॥
লক্ষীর ভান্ডারে আবেদন কীভাবে করবেন ?
যদি স্টাটাসে দেখেন যে আপনার নাম লক্ষীর ভান্ডারে নাই । তাহলে আপনি কীভাবে আবেদন করবেন । এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে । এছাড়াও ব্লক অফিসে গিয়েও আবেদন করতে পারবেন তবে সব সয়ম ব্লক অফিসে এই ফর্ম জমা নেই না ॥
আবেদন করার জন্য জরুলি ডকুমেন্ট ?
এই লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য ঠিক কি কি ডকুমেন্ট লাগবে । তাহলে চলুন এবার ডকুমেন্ট গুলো দেখে নেওয়া যাক ॥
- আধার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- মোবাইল নম্বর
- স্বাস্থ্য সাথী
- আবেদন ফর্ম
- ভোটার কার্ড
নভেম্বর মাসে লক্ষীর ভান্ডারে ডবল টাকা ?
চলতি ২০২৪ সালের বাজেটে সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন । আর নভেম্বর মাসে যে প্রকল্পে টাকা বাড়িয়ে ডবল দেওয়া হবে এমনটা কিন্তু নয় । এ বিষয়ে সরকারি ভাবে কোনো আপডেট নেই । ফালতু অযথা বিভ্রান্ত হবেন না ॥
November Lakshmir Bhandar Update
November Lakshmir Bhandar Update 2024: লক্ষীর ভান্ডার টাকা কবে ঢুকবে । মহিলাদের অ্যাকাউন্টে কবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে । এছাড়াও নভেম্বর মাসে ডবল টাকা দেবার খুশির খবর ॥
Official Web Link | Apply Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |