PAN Aadhaar Link Check: মাত্র ১ মিনিটে আধার প্যান কার্ড লিঙ্ক স্টেটাস চেক করুন

PAN Aadhaar link check
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PAN Aadhaar Link Check: প্রতিটা প্যান কার্ডে আধার লিংক করা বাধ্যতামূলক । যদি প্যান কার্ডে আধার কার্ড নম্বর লিংক করা না থাকে । তাহলে আপনি কোনো ভাবে আপনার ওই প্যান দিয়ে কোনো কাজ করতে পারবেন না । তবে এখন প্যান কার্ডে আধার লিংক করার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে ॥

১০০০ টাকা জরিমানা না দিয়ে আপনি কোনো ভাবে আপনার প্যান কার্ডে আধার লিংক করতে পারবেন না । প্যান কার্ডে আধার কার্ড লিংক করার জন্য জরিমানা দেওয়া বাধ্যতামূলক । জরিমানা দেওয়ার পরে আপনি আপনার প্যান কার্ডে আধার নম্বর লিংক করাতে পারবেন ॥

প্যান কার্ডে আধার লিংকের কাজ কি ?

প্যান কার্ডে আধার লিংক করা থাকলে আপনি আপনার ওই প্যান কার্ড দিয়ে নানা রকম কাজ করতে পারবেন । আর প্যান কার্ডে আধার লিংক না থাকলে আপনি নানা রকম সমস্যায় পড়বেন । তাই সমস্যায় পড়ার আগে আপনি অবশ্যই আপনার প্যান কার্ডে আধার লিংক করিয়ে নিন ॥

প্যান কার্ডে আধার লিংক কত টাকা লাগবে ?

আগে প্যান কার্ডে আধার লিংক করার জন্য কোনো টাকা পয়সা লাগতো না । সম্পূর্ণ বিনামূল্যে প্যাব কার্ডে আধার লিংক করা যেত । কিন্তু তার পরে প্যান কার্ডে আধার লিংক করার জন্য ৫০০ টাকা জরিমানা করা হয়েছিলো । এর পরে আবারো প্যান কার্ডে আধার লিংক করার জন্য ১০০০ টাকা জরিমান করা হয়েছে আর এখন এই ১০০০ টাকা জরিমানা চলছে ॥

১) প্যান কার্ডে আধার লিংক আছে কিনা সেটি দেখার জন্য প্রথমে আপনি Imcome Tax ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) এই ওয়েব সাইটের হোম পেজে দেখবেন Pan Aadhar Link Status অপশেনে দেওয়া থাকেব ॥

৩) আপনি সেখানে ক্লিক করবেন । তাহলে আপনার সামনে নতুন পেজ খুলে যাবে ॥

৪) এবার আপনি আপনার বা যে প্যান কার্ডে আধার লিংক স্টাটাস দেখতে চান । সেই প্যান কার্ড নম্বর এই ওই ব্যক্তির আধার কার্ড নম্বর বসিয়ে দিবেন ॥

৫) আধার এবং প্যান কার্ড নম্বর বসিয়ে দেবার পরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন ॥

৬) তাহলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন । যে আপনার প্যান কার্ডে আধার লিংক রয়েছে কিনা ॥

প্যান কর্ডে আধার লিংক ?

যদি আপনি দেখেন আপনার প্যান কার্ডে আধার লিংক করা নেই । তাহলে আপনি এই ওয়েব সাইটে এসে পুনরায় জরিমানার টাকা জনা করে প্যান কার্ডে আধার নম্বর লিংক করাতে পারবেন । তাহলে আপনি প্রথমে জরিমানর ১০০০ টাকা জমা করে প্যান কার্ডে আধার লিংক করিয়ে নিন ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
ডাইরেক্ট স্টাটাস দেখার লিংক – Click Now

PAN Aadhaar link check Online ?

১) প্যান কার্ডে আধার লিংক আছে কিনা সেটি দেখার জন্য প্রথমে আপনি Imcome Tax ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥
২) এই ওয়েব সাইটের হোম পেজে দেখবেন Pan Aadhar Link Status অপশেনে দেওয়া থাকেব ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top