PM Kisan 17th Instalment Credit: আজ পিএম কিষাণের ২০০০ টাকা ঢুকলো ! আপনার ঢুকেছে কিনা দেখুন

PM Kisan 17th Instalment Credit
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan 17th Instalment Credit Today – PM Kisan Taka Ajke Duklo Dekun: ফাইনালি কেন্দ্রীয় সরকার আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলো । তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকেছে কিনা এবং আজকে প্রকল্পের টাকা দেওয়া হলো তার Live প্রমান সহ আপনাদের দেখানো হবে আজকের প্রতিবেদনে ॥

কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের সরাসরি প্রতি বছরে ৬০০০ টাকা করে দিয়ে থাকেন । আর এই টাকা কেন্দ্রীয় সরকার ৩টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন । তবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ১৬টি কিস্তি দিয়ে দিয়েছেন । আর আজকে মানে ১৮ই জুন কেন্দ্রীয় সরকার ১৭তম কিস্তির ২০০০ টাকা কৃষক দিলেন ॥

PM Kisan 17th Instalment Credit ?

PM Kisan 17th Instalment Credit – আজকে মানে ১৮ই জুন ২০২৪ তারিখে কেন্দ্রীয় সরকার বিকেল ৫ লাগাত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন । তবে এই প্রকল্পের টাকা পাঠানোর সাথে সাথে কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে । আর কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগবে ॥

কখন ঢুকবে অ্যাকাউন্ট টাকা ?

দেখুন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন । আর এই ১৭তম কিস্তিতে প্রায় ৯ কোটির কিছু বেশি কৃষকদের টাকা দিলেন । তাই ৯ কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটি সময় লাগবে । মোটামুটি ১২ থেকে ২৪ ঘন্টা মতন ধরুন । এই সময়ের মধ্যে সমস্ত নথিভুক্ত কৃষকরা প্রকল্পের টাকা পেয়ে যাবে ॥

আপনার টাকা ঢুকেছে কিনা সেটি কীভাবে দেখবেন ?

এবার কথা হচ্ছে যে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটি আপনি কীভাবে দেখবেন । আপনার টাকা ঢুকেছে কিনা সেটি দেখার জন্য আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করাতে হবে । তার পরেই আপনি এই প্রকল্পের টাকা ঢুকেছে কিনা সেটি বুঝতে পারবেন । আর প্রকল্পের স্টাটাসে আপডেট হতে সময় ল‍গবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পিএম কিষাণ প্রকল্পের স্টাটাস দেখুন ?

তবে আপনি প্রকল্পের টাকা পাবেন কিনা সেটি শুধুমাত্র স্টাটাস এর মাধ্যমে জানতে পারবেন । তাই আপনি অবশ্যই একবার হলেও স্টাটাস দেখেনিন । আর সেখানে দেখুন যে আপনার সমস্ত কিছু সঠিক রয়েছে কিনা ॥

১) প্রথমে আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) অফিসিয়াল লিংক আপনি নিচে পেয়ে যাবেন ॥

৩) এবার আপনি হোম পেজে বেনিফিসিয়ারী স্টাটাস অপশেনে ক্লিক করবেন ॥

৪) আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন ॥

৫) এবার ক্যাপচার কোড বসিয়ে ওটিপি পাঠাও অপশেনে ক্লিক করবেন ॥

৬) আপনার মোবাইলে ওটিপি যাবে । সেই ওটিপি জাইগা মতো বসিয়ে সাবমিট করে দিবেন । তাহলে সমস্ত কিছু দেখতে পাবেন ॥

PM-KISAN 17th Instalment release by Hon’ble Prime Minister ?

Digital transfer of 17th installment by single press of a button to more than 9 crore PM-KISAN beneficiaries by Hon’ble Prime Minister

Live on PM Kisan 17th Instalment Release 2024

PM Kisan 17th Instalment Credit ?

আজকে মানে ১৮ই জুন ২০২৪ তারিখে কেন্দ্রীয় সরকার বিকেল ৫ লাগাত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন । তবে এই প্রকল্পের টাকা পাঠানোর সাথে সাথে কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে । আর কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগবে ॥

LIVE Watching Link – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment