PM Kisan 18th Instalment Date: কেন্দ্রীয় সরকার কবে দিবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৮তম কিস্তির টাকা । এছাড়াও মনে রাখবেন এই ১৮তম কিস্তির টাকা কিন্তু পাবেনা কোটি কোটি কৃষক । কৃষকদের বিশেষ কিছু কাজ করতে হবে নথিভুক্ত কৃষকদের । আর সমস্ত তথ্য প্রতিবেদনেটি সম্পূর্ণ পড়ুন ॥
দেশের কৃষকদের কেন্দ্র এতো পরিমানে ভালোবাসে যে তৃতীয় বার প্রধানমন্ত্রীর চিয়ারে আসার শপত নেবার সাথে সাথে সিলমোর দিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির আডারে । আর এই ১৭তম কিস্তির টাকা পেয়ে গেলে ৯ কোটিরও বেশি কৃষক । কিন্তু এবার কৃষকরা রয়েছেন ১৮তম কিস্তির অপেক্ষায় ॥
Table
পিএম কিষানের টাকা কারা পাবে না ?
পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে না বেশ কিছু কৃষক । যদি আপনারা একটু লক্ষ করেন । তাহলে দেখতে বা বুজতে পারবেন । DBT তে টাকা দেবার আগে পর্যন্ত প্রায় ১২ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের টাকা পেয়েছে বা সুবিধা পেয়েছে । আর এখন ৩ কোটি কৃষকের নাম বাদ গিয়ে দাড়িয়েছে ৯ কোটি ॥
গত ১৮ই জুন ১৭তম কিস্তির টাকা এই ৯ কোটি কৃষকদের দিয়েছেন । তাহলে আর যে ৩ কোটি কৃষক ছিলো তারা কোথায় গেলো । মনে রাখবেন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবার জন্য EKYC, AADHAAR DBT, Bank Account Aadhaar Link সহ আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য গুলো নথিভুক্ত প্রত্যেক কৃষকদের থাকতে হবেই । তবেই এই প্রকল্পের টাকা বা সুবিধা নিতে পারবেন ॥
PM Kisan 18th Instalment Date ?
গত ১৮ই জুন ২০২৪ তারিখে কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা দেশবাসীদের বা দেশের কৃষকদের ট্রান্সফার করে দিয়েছেন । এবার যেহুতো এই মাত্র কয়েক দিন হলো প্রকল্পের টাকা দেওয়া । তাই আপনারা অপেক্ষা করুন যদি নাম এই প্রকল্পে নথিভুক্ত থাকে । ১৮তম কিস্তি দেবার কোনো তারিখ বা সময় ঘোষণা করেনি কেন্দ্র ॥
পিএম কিষাণ টাকা ঢুকেছে কিনা কীভাবে দেখবেন ?
পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটি দেখার জন্য আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করাতে হবে । অনেকেই বলছেন অ্যাকাউন্ট আপডেট করিয়েও দেখা যাচ্ছে না । তাদের বলতে চাই যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT লিংক রয়েছে । দয়া করে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করান । তাহলে আপনি পিএম কিষাণের ১৭তম কিস্তির টাকা অপডেট পেয়ে যাবেন ॥
PM Kisan 18th Instalment Date ?
গত ১৮ই জুন ২০২৪ তারিখে কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির টাকা দেশবাসীদের বা দেশের কৃষকদের ট্রান্সফার করে দিয়েছেন । এবার যেহুতো এই মাত্র কয়েক দিন হলো প্রকল্পের টাকা দেওয়া । তাই আপনারা অপেক্ষা করুন যদি নাম এই প্রকল্পে নথিভুক্ত থাকে । ১৮তম কিস্তি দেবার কোনো তারিখ বা সময় ঘোষণা করেনি কেন্দ্র ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Also Read:
- Annadata Sukhibhava Scheme – রাজ্যে অন্নদাতা সুখীভাব প্রকল্প, সম্পূর্ণ বিনামূল্যে , চাষের জমিতে সেচ দিবে সরকার
- Krishak 10000 Rupees: কৃষকদের ১০,০০০ টাকা কৃষক বন্ধু টাকা কবে থেকে পাওয়া যাবে
- Danger with Aadhaar2024 – সামনে আধার নিয়ে বিপদ – বিপদে পড়ার আগে আধার কার্ড মোবাইল নম্বর চেক করে নিন !
- Aadhaar Mobile Link: শুধু ২ মিনিটে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে?
- Lakshmir Bhandar 2024 – লক্ষী ভান্ডার টাকা না ঢুকলে কি করতে হবে?
- pension রাজ্যের ৫০,০০০ মানুষকে ১০০০ টাকা সহায়তা, আপনি পাবেন কী ?
- ration card ekyc: হাতে সময় কম, বন্ধ হবে বিনামূল্যে রেশন ! 21 থেকে 25 জুনের মধ্যে করতে হবে