PM Kisan eKYC 3 New Method: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাই কেওইসি করার জন্য এক দুই নয় পুরো ৩টে নতুন পদ্ধতি চালু কেন্দ্রের তরফে । তবে আপনারা কি জানেন এই ৩টে পদ্ধতি কি এবং কারা এই পদ্ধতিতে ইকেওইসি করতে পারবে । তাহলে চলুন দেরি না করে আপনাদের এই সমস্ত বিষয়ে জানিয়ে দেওয়া যাক ॥
দেশের পিছিয়ে থাকা কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য কেন্দ্র চালু করেছেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা । এই যোজনার মাধ্যমে ৬,০০০ করে টাকা দিয়ে থাকেন কেন্দ্র । তবে যদি আপনি এই প্রকল্পের বিষয়ে আর নিত্য নতুন খবরা খবর পেতে চান । তাহলে অবশ্যই আপনি আমাদের WhatsApp & Telegram চ্যানেলে ফলো করুন ॥
Table
PM Kisan eKYC 3 New Method and Full Guid ?
PM Kisan eKYC 3 New Method – প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধ যোজনার সুবিধা যদি আপনি নিতে চান । তাহলে অবশ্যই আপনাকে ইকেওইসি করতে হবে । ইকেওইসি না করা পর্যন্ত আপনি কোনো ভাবে এই প্রকল্পের টাকা বা সুবিধা পাবেন না । তাই অবশ্যই যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকে । তাহলে দেরি না করে অবশ্যই ইকেওইসি করেনিন ॥
আর ইকেওইসি করার জন্য সরকার একটি নয় দুইটি নয় পুরো ৩টি পদ্ধতি চালু করেছেন সরকার । তার মধ্যে প্রথম হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে elyc করার জন্য আপনারা আধার ওটিপি দিয়ে করতে পারবেন । এছাড়া আপনি হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই ইকেওইসি করতে পারবেন । এছাড়াও আপনি Face অথেন্টিকেশন এর মাধ্যমে আপনি এই ইকেওইসি করতে পারবেন ॥
কাদের করতে হবে এই ইকেওইসি ?
PM Kisan eKYC 3 New Method – যে সমস্ত কৃষকদের নাম কেন্দ্রের চালু করা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত রয়েছে । সেই সমস্ত কৃষকদের করতে হবে এই ইকেওইসি । আর নাম নথিভুক্ত থাকার পরে না করলে আপনি বা ওই কৃষক প্রকল্পের টাকা আর পাবে না । তাই প্রকল্পে নাম থাকলে আপনি অবশ্যই ইকেওইসি করেনিন ॥
প্রকল্পে নাম আছে কিনা দেখুন ?
১) প্রথমে আপনি অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) এবার আপনি হোম পেজে দেখতে পাবেন বেনিফিসিয়ারী লিস্ট সেখানে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি আপনার স্টেট ডিসট্রিক্ট ব্লক গ্রাম গুলো সিলেট করে নিবেন ॥
৪) এবার আপনো সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫) তাহলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার নাম এই প্রকল্পে আছে কিনা ॥
৬) আপনো শুধুমাত্র এই লিস্ট থেকে নিজের নামটি খুজে নিবেন । নাম পেয়ে গেলেই ইকেওইসি করতে হবে ॥
PM Kisan eKYC 3 New Method and Full Guid ?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধ যোজনার সুবিধা যদি আপনি নিতে চান । তাহলে অবশ্যই আপনাকে ইকেওইসি করতে হবে । ইকেওইসি না করা পর্যন্ত আপনি কোনো ভাবে এই প্রকল্পের টাকা বা সুবিধা পাবেন না । তাই অবশ্যই যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকে । তাহলে দেরি না করে অবশ্যই ইকেওইসি করেনিন ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- Ration Card Apply Age 2024: কত বছর বয়সে রেশন কার্ড করা যায়? ! না জানলে বিপদ
- Lakshmir Bhandar Apply2024: সুখবর, লক্ষীর ভান্ডারে আবেদনের কাজ শুরু হচ্ছে !
- Aadhaar Name Change 2024: আধার কার্ডে কি দুবারের বেশি নাম পরিবর্তন করা যায়?
- Lakshmir Bhandar Online Apply 2024: শুরু হলো লক্ষ্মীর ভান্ডার অনলাইনে আবেদন?
- State Govt is giving 25,000: রাজ্যের মহিলাদের দিচ্ছেন ২৫,০০০ টাকা ! দেখুন কাদের জন্য, আবেদন পদ্ধতি, জরুলি কাগজপত্র সহ অনেক কিছু
- New Sim Card Rules 2024: 3 বছর জেল সাথে 2 লক্ষ টাকা জরুমানা ! একবারে কয়টি সিম কার্ড ব্যবহার করা যাবে
- All In One Aadhaar2024: আধার কার্ডের সমস্ত কাজের অনলাইন পরিষেবা এখন এক জাইগায় !