PM Kisan KYC Without Aadhaar OTP and Fingerprint: আধার ওটিপি, হাতের ফিঙ্গার প্রিন্ট ছাড়াই আপনি খুব সহজে করতে পারবেন পিএম কিষাণ প্রকল্পে kyc । তবে কীভাবে করতে হবে এই বিষয়ে জানেনা অনেকে । আর না জানার জন্য তারা ekyc করতে পারছে না এই পিএম কিষাণ প্রকল্পে । তাহলে চলুন এবার এই নতুন আপডেট এর বিষয়ে জেনে নেওয়া যাক ॥
এখন পিএম কিষাণ প্রকল্পের টাকা নেবার জন্য কৃষকদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে । তার মধ্যে হচ্ছে kyc, DBT, Aadhaar Link সহ আপনাকে একজন এই প্রকল্পের জন্য যোগ্য কৃষক হতে হবে । তার পরে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন । কিন্তু এখানে যে kyc করার কথা বলা হয়েছে । এই kyc করতে গেলে হয় আধার ওটিপি দিয়ে করতে হবে বা হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে করতে হবে ॥
Table
PM Kisan KYC Without Aadhaar OTP and Fingerprint ?
কিন্তু মনে রাখা সরকার সবার আধার কার্ডে এখনও মোবাইল লিংক হয়ে উঠেনি । তাই আধার ওটিপি দিয়ে ওই সমস্ত কৃষকরা kyc করতে পারছে না । আর এমনও অনেক মানুষ রয়েছে । যাদের কোনো কারনের জন্য হাতের ফিঙ্গার প্রিন্ট উঠেনা । আর ফিঙ্গার প্রিন্ট না উঠার কারনে ওই সমস্ত কৃষকরাও kyc করতে পারছে না । আর kyc না করার কারনে তারা প্রকল্পের টাকাও পাচ্ছে না ॥
PM Kisan KYC – আর এই সমস্ত অসুবিধা থেকে সাধারন মানুষদের বাচাতে সরকার চালু করেছেন নতুন আরো একটি সুবিধা । এখন আপনারা Face দিয়ে খুব সহজে আপনি পিএম কিষাণ প্রকল্পে kyc করতে পারবেন । কিন্তু মনে রাখবেন এটা অনলাইন এবং CSC সেন্টার গিয়ে করাতে পারবেন না । Face এর মাধ্যমে kyc করার জন্য পিএম কিষাণ এর অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে করতে হবে ॥
kyc কাদের করতে হবে ?
যদি আপনি একজন পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন । তাহলে আপনাকে kyc করতে হবে । আর kyc না করলে আপনি এই প্রকল্পের টাকা বা প্রকল্পের সুবিধা পাবেন না । তাই kyc করা না থাকলে দ্রুত করেনিন । কারন কয়েক দিন পরে কেন্দ্র ১৭তম কিস্তি দিয়ে দিবে ॥
১৭তম কিস্তি কবে দিবে ?
পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত কেন্দ্র ১৬টি কিস্তি দিয়েছেন । এবার কেন্দ্র ১৭তম কিস্তি দিতে চলেছে । আর এই প্রকল্পের ১৭তম কিস্তির ২,০০০ টাকা ১৮ই জুন ২০২৪ তারিখে দেওয়া হবে । তবে কোন সময়ে দেওয়া হবে এই বিষয়ে এখনও পরিস্কার করেনি কেন্দ্র । তাই অপেক্ষা করুন ১৮ই জুনে টাকা পেয়ে যাবেন ॥
PM Kisan KYC Without Aadhaar OTP and Fingerprint ?
আর এই সমস্ত অসুবিধা থেকে সাধারন মানুষদের বাচাতে সরকার চালু করেছেন নতুন আরো একটি সুবিধা । এখন আপনারা Face দিয়ে খুব সহজে আপনি পিএম কিষাণ প্রকল্পে kyc করতে পারবেন । কিন্তু মনে রাখবেন এটা অনলাইন এবং CSC সেন্টার গিয়ে করাতে পারবেন না । Face এর মাধ্যমে kyc করার জন্য পিএম কিষাণ এর অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে করতে হবে ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
অফিসিয়াল অ্যাপ লিংক – Download Now
Also Read:
- 17th Instalment Date: অপেক্ষার দিন শেষ, কেন্দ্রের বড়ো ঘোষণা ! সবাইকে ২,০০০ টাকা দিচ্ছে
- sbi fastag recharge 2024: লাইনে দাড়ানোর দিন শেষ ! সময় বাচানোর সুব্যবস্থা SBI এর
- Free Aadhaar Update: 14ই জুন শেষ নয়, বিনামূল্যে আধার আপডেট সময় বাড়ালো সরকার
- kisok bondhu payment: আর নয় অপেক্ষা, আজ থেকে কৃষক বন্ধু টাকা দিচ্ছে ! দেখুন আপনি কবে পাবেন
- Ration Card Big Update: চিন্তার দিন শেষ, রেশন কার্ড নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের ! রেশন কার্ড থাকলেই দেখুন