PM Kisan Mobile Change: নিমেষে পিএম কিসান মোবাইল নাম্বার চেঞ্জ করুন ? ( 2024 )

PM Kisan Mobile Change
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan Mobile Change Online: পিএম কিষাণ মোবাইল নম্বর চেঞ্জ । কথাটি শুনেও অবাক হলে এটাই সত্য । আপনি নিমেষে পিএম কিষাণ মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন । তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে । কোনো টাকা পয়সা লাগবে না ॥

এমনও অনেক কৃষক রয়েছেন । যারা পিএম কিষান প্রকল্পের সুবিধা প্রতি নিয়ত পেয়ে যাচ্ছেন । তবে এখানে কিন্তু একটি সমস্যা বেশ কিছু কৃষকদের সামনর চলে আসে । আর সমস্যা গুলো হচ্ছে । কৃষকদের নাম তো পিএম কিষাণে নথিভুক্ত রয়েছে । তবে নথিভুক্তর সময় কৃষক যে মোবাইল নম্বর দিয়েছিলো ॥

মানে এখন পিএম কিষাণ প্রকল্পে কৃষকের যে মোবাইল নম্বর লিংক রয়েছে । সেই মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য অনেক কৃষকরা চেষ্টা করছেন । কিন্তু কৃষকদের ফালতু চেষ্টা করাই হচ্ছে । চেষ্টা করার পরেও কোনো ভাবে তারা তাদের মোবাইল নম্বর পরিবর্তন করতে পারছে না । আর আজকে তার সমাধান ॥

পিএম কিষাণ মোবাইল নম্বর চেঞ্জ করা যাবে ?

PM Kisan Mobile Change – এখন যদি আপনি প্রশ্ন করেন যে পিএম কিষাণ প্রকল্পে কি মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে । তাহলে আপনাকে আমি বলবো যে হ্যা । আপনি এখন খুব সহজে অনলাইন থেকে আপনার পিএম কিষাণ প্রকল্পে মোবাইল নম্বর পরিবর্তন করাতে পারবেন । তাও আবার আপনি অনলাইনে নিজের হাতের মোবাইল দিয়েই হবে ॥

কারা এই মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে ?

এই মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য আপনাকে একজন কৃষক হতে হবে । শুধু কৃষক হলেও আবার হবে না । কৃষক হওয়ার পাশা পাশি আপনার নাম পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত থাকতে হবে । এক কথায় পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত থাকা কৃষকরাই এই মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য কত টাকা খরচ হবে ?

পিএম কিষান প্রকল্পে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য এখন আর আপনাকে কোনো কৃষি অফিসে বা CSC সেন্টারে যেতে হবে না । এখন বাড়িতে বসে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজে পিএম কিষাণ প্রকল্পে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে । কোনো টাকা পয়স‍ কিছু লাগবে না ॥

PM Kisan Mobile Change Online 2024 ?

১) প্রথমে আপনাকে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসতে হবে ॥

২) এবার আপনি হোম পেজে দেখতে পাবেন মোবাইল নম্বর আপডেট অপশেন । আপনি এখানে ক্লিক করবেন ॥

৩) এবার আপনি রেজিস্ট্রেশন অথবা কৃষকের আধার নম্বর বসিয়ে দিবেন ॥

৪) এবার আপনি নিচের ক্যাপচার জাইগা মতো দিয়ে ওটিপি পাঠিয়ে আপনি ভেরিফাই করে নিবেন ॥

৫) এর পরে আপনাকে নতুন মোবাইল নম্বর বসানোর ঘর দিয়ে দিবে । সেখানে আপনি নতুন মোবাইল নম্বর বসিয়ে দিবেন ॥

৬) এবার এই আপনার বসানো নতুন মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে । সেই ওটিপি বসিয়ে সাবমিট করে দিবেন । তাহলে হয়ে যাবে ॥

PM Kisan Mobile Change Online

PM Kisan Mobile Change: পিএম কিষাণ মোবাইল নম্বর চেঞ্জ । কথাটি শুনেও অবাক হলে এটাই সত্য । আপনি নিমেষে পিএম কিষাণ মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন

গুরুত্বপূর্ণ লিংক

LinkApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
PM Kisan Mobile Change Online

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment