PM Kisan Update: Pm kisan টাকা আসছে না কেন? কবে ১৮তম কিস্তির 2000 টাকা ঢুকবে

PM Kisan Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan Update – PM Kisan Next Instalment: দেশের কৃষকদের জন্য চালু করা এই পিএম কিষাণ প্রকল্পের ১৮তন কিস্তির ২০০০ টাকা কেন্দ্র সরকার কবে দিবে । আর কোন কোন কৃষকরা পাবে এই পরবর্তী কিস্তির টাকা । চলুন সমস্ত বিষয়ে এবার জেনে নেওয়া যাক ॥

কেন্দ্র সরকার দেশের কৃষকদের জন্য চালু করেছেন পিএম কিষান প্রকল্প । এই প্রকল্পটি কেন্দ্র সরকার দেশের কৃষকদের জন্য ২০১৯ সালে চালু করেছেন । আর ২০১৯ সাল থেকে দেশের কৃষকরা এই প্রকল্পের সুবিধা প্রতি নিয়ত পেয়ে চলেছেন । আর প্রত্যেক কৃষকরা প্রতিটা কিস্তিতে ২০০০ করে পাচ্ছেন ॥

কোন কৃষকরা পরবর্তী কিস্তির টাকা পাবেন ?

যে সমস্ত কৃষকরা তাদের নিজেদের নাম এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত করিয়েছে । সেই সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন । আর এর সাথে যারা ekyc, DBT, এবং আরো বেশ কিছু কাজ রয়েছে । যেগুলো করে রেখেছেন । সেই সমস্ত কৃষকরা পরবর্তী কিস্তি পাবেন ॥

আপনি পাবেন কিনা দেখুন ?

আপনি এই প্রকল্পের টাকা পাবেন কিনা । এটি আপনারা খুব সহজে অনলাইন থেকে দেখতে পারবেন । আর সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিচে দেওয়া হলো ॥

১) প্রথমে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) এবার আপনি এখানে বেনিফিসিয়ারী স্টাটাস অপশেনে ক্লিক করবেন ॥

৩) এবার আপনি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন । জানা না থাকলে নাও ইউর রেজিস্টেরশন অপশেনে ক্লিক করে বার করে নিবেন ॥

৪) এবার রেজিস্টেশন নম্বর বসিয়ে ক্যাপচার কোড দিয়ে আপনি চেক অপশেনে ক্লিক করবেন ॥

৫) এবার আপনার সামনে কৃষকের তথ্য দেখিয়ে দিবে । আর নাম নথিভুক্ত না থাকলে নাম দেখাবে না । মনে রাখবেন এখানে নাম দেখালেই টাকা পাবেন ॥

PM Kisan Update – কবে দিবে ১৮তম কিস্তি ?

এই পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে ১৭টি কিস্তি দিয়েছেন । এবার কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে ১৮তম কিস্তির ২০০০ টাকা দিতে চলেছেন । তবে বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকার কবে এই ১৮তম কিস্তি দিবেন । মনে রাখবেন কেন্দ্রীয় সরকার এখনও এই প্রকল্পের ১৮তম কিস্তি দেবার কোনো তারিখ বা সময় ঘোষণা করেনি । অফিসিয়াল তারিখ যখন ঘোষণা হবে । তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে ॥

Pm kisan টাকা আসছে না কেন?

তবে এখন অনেকের মনে একটি প্রশ্ন উঠেছে । যদ পিএম কিষাণ প্রকল্পের টাকা আসছে না কেন । তবে মনে রাখবেন পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেবার কোনো অফিসিয়াল তারিখ সরকার এখনো ঘোষণা করেনি । বা সরকার টাকা দেবার কথা এখনো বলেনি । তাই প্রকল্পের টাকা আসছে দেরি হচ্ছে ॥

আর এই সমস্ত বিষয়ে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের WhatsApp এবং Telegram এ ফলো করুন । আর আমাদের ওয়েব সাইটের বেল নোটিফিকেশন subscribe করে রাখুন ॥

PM Kisan Update

PM Kisan Update – PM Kisan Next Instalment: দেশের কৃষকদের জন্য চালু করা এই পিএম কিষাণ প্রকল্পের ১৮তন কিস্তির ২০০০ টাকা কেন্দ্র সরকার কবে দিবে

গুরুত্বপূর্ণ লিংক

LinkApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
PM Kisan Update

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top