PM Kisan Update – PM Kisan Next Instalment: দেশের কৃষকদের জন্য চালু করা এই পিএম কিষাণ প্রকল্পের ১৮তন কিস্তির ২০০০ টাকা কেন্দ্র সরকার কবে দিবে । আর কোন কোন কৃষকরা পাবে এই পরবর্তী কিস্তির টাকা । চলুন সমস্ত বিষয়ে এবার জেনে নেওয়া যাক ॥
কেন্দ্র সরকার দেশের কৃষকদের জন্য চালু করেছেন পিএম কিষান প্রকল্প । এই প্রকল্পটি কেন্দ্র সরকার দেশের কৃষকদের জন্য ২০১৯ সালে চালু করেছেন । আর ২০১৯ সাল থেকে দেশের কৃষকরা এই প্রকল্পের সুবিধা প্রতি নিয়ত পেয়ে চলেছেন । আর প্রত্যেক কৃষকরা প্রতিটা কিস্তিতে ২০০০ করে পাচ্ছেন ॥
Table
কোন কৃষকরা পরবর্তী কিস্তির টাকা পাবেন ?
যে সমস্ত কৃষকরা তাদের নিজেদের নাম এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত করিয়েছে । সেই সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন । আর এর সাথে যারা ekyc, DBT, এবং আরো বেশ কিছু কাজ রয়েছে । যেগুলো করে রেখেছেন । সেই সমস্ত কৃষকরা পরবর্তী কিস্তি পাবেন ॥
আপনি পাবেন কিনা দেখুন ?
আপনি এই প্রকল্পের টাকা পাবেন কিনা । এটি আপনারা খুব সহজে অনলাইন থেকে দেখতে পারবেন । আর সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিচে দেওয়া হলো ॥
১) প্রথমে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥
২) এবার আপনি এখানে বেনিফিসিয়ারী স্টাটাস অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন । জানা না থাকলে নাও ইউর রেজিস্টেরশন অপশেনে ক্লিক করে বার করে নিবেন ॥
৪) এবার রেজিস্টেশন নম্বর বসিয়ে ক্যাপচার কোড দিয়ে আপনি চেক অপশেনে ক্লিক করবেন ॥
৫) এবার আপনার সামনে কৃষকের তথ্য দেখিয়ে দিবে । আর নাম নথিভুক্ত না থাকলে নাম দেখাবে না । মনে রাখবেন এখানে নাম দেখালেই টাকা পাবেন ॥
PM Kisan Update – কবে দিবে ১৮তম কিস্তি ?
এই পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে ১৭টি কিস্তি দিয়েছেন । এবার কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে ১৮তম কিস্তির ২০০০ টাকা দিতে চলেছেন । তবে বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকার কবে এই ১৮তম কিস্তি দিবেন । মনে রাখবেন কেন্দ্রীয় সরকার এখনও এই প্রকল্পের ১৮তম কিস্তি দেবার কোনো তারিখ বা সময় ঘোষণা করেনি । অফিসিয়াল তারিখ যখন ঘোষণা হবে । তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে ॥
Pm kisan টাকা আসছে না কেন?
তবে এখন অনেকের মনে একটি প্রশ্ন উঠেছে । যদ পিএম কিষাণ প্রকল্পের টাকা আসছে না কেন । তবে মনে রাখবেন পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেবার কোনো অফিসিয়াল তারিখ সরকার এখনো ঘোষণা করেনি । বা সরকার টাকা দেবার কথা এখনো বলেনি । তাই প্রকল্পের টাকা আসছে দেরি হচ্ছে ॥
আর এই সমস্ত বিষয়ে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের WhatsApp এবং Telegram এ ফলো করুন । আর আমাদের ওয়েব সাইটের বেল নোটিফিকেশন subscribe করে রাখুন ॥
PM Kisan Update
PM Kisan Update – PM Kisan Next Instalment: দেশের কৃষকদের জন্য চালু করা এই পিএম কিষাণ প্রকল্পের ১৮তন কিস্তির ২০০০ টাকা কেন্দ্র সরকার কবে দিবে
গুরুত্বপূর্ণ লিংক
Link | Apply Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |
Also Read:
- Ration Card Transfer: নিজ পরিবার থেকে সদস্য আলাদা হয়েগেছে ! এই ভাবে নিজ পরিবারে ট্রান্সফার করু ( 2024 )
- PM Kisan Mobile Change: নিমেষে পিএম কিসান মোবাইল নাম্বার চেঞ্জ করুন ? ( 2024 )
- Ration Card Age: কত বয়স হলে রেশন কার্ড হয়? এছাড়াও কোন বয়সে কি ডকুমেন্ট লাগবে 2024!
- September New Rules: ৬টি নতুন নিয়ম ১লা সেপ্টেম্বর থেকে চালু! বিপদে পড়তে পারেন দেখুন
- ICDS Apply 2024: অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে ! আবেদন কীভাবে করবেন ?
- Amazon ICICI Credit card apply Just 1 Click Bangli (2024)
- Aadhaar Update: সবাইকে করতে হবে আধার আপডেট ! অন্যথায় বিপদে পড়বেন আপনি