PM Kisan Yojana: পিএম কিষান প্রকল্প দেশের কৃষকদের জন্য চালু করেছেন কেন্দ্রীয় সরকার । এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি বছরে দেশের কৃষকদের ৬,০০০ টাকা করে দিয়ে সাহায্য করে থাকেন । তবে এই ৬,০০০ টাকা কেন্দ্রীয় সরকার বছরে ৩টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন । আর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন । তাহলে চিন্তা না করে প্রতিবেদনটি পড়ুন ॥
কারন এবার খবর মারফত জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার এবারে এই পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির ২০০০ টাকা দিবে না এই ৯ ধরণের কৃষকদের । তবে সেই ৯টি ধরন কি কি । এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে আজকের প্রতিবেদন এর মাধ্যমে । তাহলে চলুন ফালতু না বকে আলোচনা শুরু করা যাক ॥
Table
PM Kisan Yojana টাকা পবেনা কারা ?
১) যে পরিবারের মধ্যে কোনো একটি সদস্য এই প্রকল্পের সুবিধা প্রতি বছর পেয়ে চলেছেন । সেই পরিবারের আর অন্য কেও এই প্রকল্পের সুবিধা পাবে না ॥
২) এছাড়াও যাদের নিজেদের নামে কোনো চাষ যোগ্য জমি নেই । সেই সমস্ত কৃষকরা এবারে এই প্রকল্পের টাকা পাবে না । অযোগ্য হবার পরেও সুবিধা নিতে চাইলে শাস্তির মুখে পড়বেন কৃষক ॥
৩) এই প্রকল্পে আবেদনকারীর বয়স বা কৃষকের বয়স 01.02.2019 অনুযায়ী ১৮ বছর হতে হবে । তবেই প্রকল্পের সুবিধা বা পরবর্তী কিস্তি ওই কৃষক পাবে ॥
৪) একি পরিবারে যদি একের অধিক সদস্য এই প্রকল্পের আবেদন করে সেক্ষেত্রে সরকার আইনতো ব্যবস্থা নিবে । তবে একি পরিবারে পিতা এবং পুত্র এই প্রকল্পের জন্য যোগ্য হবেন ॥
৫) এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকার পরেও যে সমস্ত কৃষকরা এখবও ekyc করেনি । সেই সমস্ত কৃষকরা এই প্রকল্পের টাকা বা সুবিধা পাবে না এমনকি পরবর্তী কিস্তিও পাবে না ॥
৬) এছাড়াও যে পরিবারের সদস্যরা রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কোনো চাকরি বা কর্মচারী হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা বা টাকা পবে না ॥
৭) এছাড়াও যে পরিবারের সদস্যরা রাজ্য বা কেন্দ্রের প্রক্তন বা বর্তমান মন্ত্রী তারা এই প্রকল্পের জন্য অযোগ্য ॥
৮) এছাড়াও যে সমস্ত পরিবার গুলো আয়কর দেন । তারাও এই প্রকল্পের জন্য সম্পূর্ণ ভাবে অযোগ্য ॥
৯) এমনি যে পরিবারে সদস্যরা আইনজীবী বা ডাক্তার বা আরো অন্যান্য পেশাদার তারাও এই প্রকল্পের জন্য সম্পূর্ণ ভাবে অযোগ্য ॥
ইকেওয়াইসি কীভাবে করবো ?
এই প্রকল্পের ekyc করার জন্য আপনি আপনার নিকটবর্তী যে কোনো csc সেন্টার যেতে পারেন । সেখানে গিয়ে আপনি খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন । এছাড়াও অনলাইন থেকে আধার ওটিপি দিয়েও খুব সহজে আপনি এই কাজটি করে নিতে পারবেন । এমনকি আপনি Face অথেন্টটিকেশন করতে পারবেন ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
PM Kisan Yojana
PM Kisan Yojana: পিএম কিষান প্রকল্প দেশের কৃষকদের জন্য চালু করেছেন কেন্দ্রীয় সরকার । এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি বছরে দেশের কৃষকদের ৬,০০০ টাকা করে দিয়ে সাহায্য করে থাকেন