Ration Big Update: RKSY 1 ক্যাটাগরি থেকে SPHH বা PHH ক্যাটাগরিতে পরিবর্তন কীভাবে করবো । এছাড়াও AAY ক্যাটাগরি পরিবার ভাগ কীভাবে করা যাবে । এই ২টি প্রশ্ন নিয়ে অনেকেই কমেন্ট করেছেন বিগত কয়েক দিনের মধ্যে । তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে একদম সঠিক জেনুয়ান তথ্য আপনাদের দেওয়া চেষ্টা করবো ॥
Table
Ration Big Update 2024
কম বেশি আপনারা অবেকেই অনেক রকম বিষয় আমার থেকে জানতে চেয়েছেন । আর সেগুলোর মধ্যে সব থেকে বেশি আপনারা জানতে চেয়েছে যে AAY ক্যাটাগরির পরিবার ভাগ কীভাবে করবো আর RKSY 1 থেকে SPHH/PHH ক্যাটাগরিতে পরিবর্তন কীভাবে করবো । তাহলে চলুন এই বিষয়র জেনে নেওয়া যাক ॥
AAY পরিবার ভাগ করা যাবে ?
আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে AAY পরিবার ভাগ করা যাবর কিনা । আর যদিও যাই তাহলে কীভাবে করবেন । তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক । দেখুন AAY ক্যাটাগরির পরিবার আপনারা কোনো ভাবে ভাগ করতে পারবেন না । এছাড়াও আপনি কোনো ব্লক বা এসডিও অফিসে গিয়েও AAY ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার ভাগ করতে পারবেন না ॥
AAY ক্যাটাগরি বাদ দিয়ে যতো গুলো ক্যাটাগরি রয়েছে । সমস্ত ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার ভাগ করা যাই কিন্তু AAY ক্যাটাগরির রেশন কার্ডেত পরিবার ভাগ করা যাইনা বা পরিবার ভাগ করার জন্য আপনারা অবেদও করতে পারবেন না । আশা করা যাচ্ছে বিষয়টি ক্লিয়ার ॥
RKSY 1 থেকে SPHH/PHH কার্ডে পরিবর্তন ?
RKSY 1 থেকে SPHH/PHH ক্যাটাগরিতে পরিবর্তন কীভাবে করবেন । আর এর জন্য কোথায় গিয়ে আবেদন করতে হবে । তবে মনে রাখবেন যদি আপনি RKSY 1 থেকে SPHH/PHH ক্যাটাগরিতে পরিবর্তন করতে চান । তাহলে আপনি নিজের ইচ্ছে বা আপনি নিজে ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন না ॥
এমন কি আপনি RKSY 1 থেকে SPHH/PHH ক্যাটাগরিতে পরিবর্তনও করতে পারবেন না । কারন হচ্ছে RKSY 2 রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার অপশেন রয়েছে । কিন্তু RKSY 1 রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার কোনো আবেদন পদ্ধতি বা কোনো অফিসে বলেও হবে না । তবে হ্যা RKSY 1 থেকে SPHH/PHH ক্যাটাগরিতে এখন অটোমিটিক পরিবর্তন হচ্ছে ॥
তাহলে যে এখন RKSY 1 থেকে SPHH/PHH পরিবর্তন হচ্ছে এর কারন ?
হ্যা আপনারা ঠিক জানেন এখন RKSY 1 থেকে SPHH/PHH ক্যাটাগরিতে পরিবর্তন হচ্ছে । তবে সেটি অটোমিটিক প্রসেস । এই কার্ড গুলোর ক্যাটাগরি আটোমিটিক সরকাত পরিবর্তন করে দিচ্ছে । তবে এই অটোমিটিক পরিবর্তনের জন্যেও একটি সর্ত রয়েছে ॥
ক্যাটাগরি পরিবর্তনের কি সর্ত আছে ?
যদি আপনার পরিবারে কিছু সদস্যদের SPHH/PHH ক্যাটাগরির রেশন কার্ড থাকে । আর সেই পরিবার থেকে যদি আপনি নতুন রেশন কার্ডের আবেদন করেন । তাহলে সেক্ষেত্রে আপনি যে নতুন রেশন কার্ডের আবেদন করেছেন । সেটি প্রথমে তো RKSY 1 তৈরি হবে । কার্ডটি তৈরি হবার কিছু দিন পরে পরিবারের যে ক্যাটাগরির রেশন কার্ড আছে । সেই ক্যাটাগরিতে অটোমিটিক পরিবর্তন হয়ে যাবে । আর এই ভাবেই পরিবর্তন হচ্ছে ॥
Ration Big Update 2024
Ration Big Update: RKSY 1 ক্যাটাগরি থেকে SPHH বা PHH ক্যাটাগরিতে পরিবর্তন কীভাবে করবো । এছাড়াও AAY ক্যাটাগরি পরিবার ভাগ কীভাবে করা যাবে
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েব সাইট | Click Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |
Also Read:
- Census Date 2024: এবার ১৩ বছর পরে জনগননা ! দেখুন ঠিক কোন কাগজ পত্র লাগবে
- Ration New Update: ই-পস এ নাম লাল দেখালে কি করবেন ? জানালো খাদ্য দপ্তর !
- Lost Aadhar Update: হারিয়ে গিয়েছে Aadhaar Card ! আধার নম্বর একেবারে মনে নেই ! কি করতে হবে দেখুন
- Ration Update2024: কনফার্ম খবর! লাইনে দাড়ানোর দিন শেষ ! ঘরে বসেই এই বিশেষ সুবিধা
- Ration Big Problem: রেশনে পরিবার ভাগ এবং Family I’D হচ্ছেনা ! কিন্তু কত দিনে হবে দেখুন 2024
- BSB Apply 2024: বাংলা শস্য বীমা আবেদন শুরু হলো ! ডাউনলোড করুন ফর্ম
- aadhaar card transfer: 24 ঘন্টা আধার কার্ড ট্রান্সফার ! দেখুন ডকুমেন্ট এবং অনলাইন পদ্ধতি