Ration Card Big Update – Ration Card New Update 2024 – এখন সাধার থেকে সমস্ত প্রকারের মানুষদের জন্য আধার কার্ড হচ্ছে খুবি গুরুত্বপূর্ণ একটি নথী । এই আধার কার্ড ছাড়া ধরুন কোনো কিছু করা সম্ভব নয় । এছাড়াও কেন্দ্রীয় সরকার একদম পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে । যে সমস্ত ডকুমেন্ট গুলোতে আধার কার্ড লিংক থাকবে । সেই ডকুমেন্ট গুলোই হচ্ছে বৈধ ॥
যেমন ধরুন প্যান কার্ডে আধার লিংক, রেশন কার্ডে আধার লিংক, ভোটার কার্ডে আধার লিংক থেকে শুরু করে সমস্ত কাজর আধার লিংক করা সবার জন্য জরুলি । বিশ্বেস করে রেশন কার্ডে আধার নম্বর লিংক করা সবার জন্য বাধ্যতামূলক । আর এই রেশন কার্ড এখন মানুষদের কাছে আরো একটি নথী হিসেবে গন্য হয়েছে ॥
Table
Ration Card Big Update 2024 ?
রেশন কার্ডে যেহুতো আধার লিংক করা বাধ্যতামূলক করেছেন সরকার । তাই এখন সবাইকে তাদের নিজেদের রেশন কার্ডে আধার লিংক করাতে হবে । তা না হলে রেশন কার্ড যে কোনো সময় ব্ন্ধ হয়ে যাবে । কিন্তু রেশন কার্ডে আধার লিংক করার সময় দেওয়া ছিলো ৩০শে জুন পর্যন্ত । তাহলে এখন আর উপাই কি ?
বড়ো সুখবর রেশন গ্রাহকদের জন্য ?
Ration Card Big Update – তবে এখনও যারা নিজদের রেশন কার্ডে আধার লিংক করেনি । তাদের এবার স্বস্তি দেবার জন্য কেন্দ্রীয় সরকার করলেন বড়ো ঘোষণা । ৩০শে জুন পর্যন্ত শেষ সময় ছিলো । সেই সময় এখান আবারো কেন্দ্রীয় সরকার বাড়ালো । এখন সেই সময় আরো ৩ মাস বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে ॥
রেশন কার্ডে eKyc কীভাবে করতে হবে ?
আপনি আপনার রেশন কার্ডে আধার লিংক ৪ প্রকারে করতে পারবেন । আপনি চাইলে রেশন অফিসে গিয়ে রেশন কার্ডে আধার লিংক করতে পারেন । এছাড়াও আপনি যে কোনো BSK সেন্টারে গিয়েও রেশন কার্ডে আধার লিংক করতে পারেন । এমনকি আপনি রেশন ডিলারের কাছে গিয়েও আধার লিংক করতে পারবেন । এছাড়াও আপনি চাইলে বাড়িতে বসে হাতের মোবাইল দিয়ে নিজে অনলাইন থেকে আধার লিংক করতে পারবেন ॥
অনলাইনে Ration Card Aadhaar Link সম্পূর্ণ পদ্ধতি ?
১) রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনারা নিচে পে্যে যাবেন ॥
২) এই ওয়েব সাইটের একদম শেষের দিকে চলে যাবেন ॥
৩) সেখানে রেশন কার্ডে আধার লিংক অপশেনে দেওয়া থাকবে । সেখানে ক্লিক করবেন ॥
৪) এবার যে রেশন কার্ডে আধার লিংক করবেন । সেই রেশন কার্ড নম্বর বসিয়ে সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫) এবার আপনি আধার এবং মোবাইল লিংক অপশেনে ক্লিক করবেন ॥
৬) এবার আধার নম্বর বসিয়ে দিবেন । তার পরে ওটিপি পাঠান অপশেনে ক্লিক করে ওটিপি পাঠিয়ে দিবেন ॥
৭) এবার আধার কার্ডে লিংক থাকা মোবাইলে ওটিপি আসবেন । সেই ওটিপি দিয়ে ভেরিফাই করে নিবেন ॥
৮) এবার এখানে আধারের তথ্য দেখাবে । ছবি সহ নাম জন্য তারিখ বাবার নাম এবং ঠিকান । এগুলো দেখে নিয়ে সাবমিট করে দিবেন ॥
৯) তাহলে দেখবেন আপনার রেশন কার্ডে আধার লিংকের জন্য অনুরোধ চলে যাবে । এবার ২৪ ঘন্টা অপেক্ষা করুন । তাহলে দেখবেন আধার লিংক হয়ে গিয়েছে ॥
Ration Card Big Update 2024 ?
রেশন কার্ডে যেহুতো আধার লিংক করা বাধ্যতামূলক করেছেন সরকার । তাই এখন সবাইকে তাদের নিজেদের রেশন কার্ডে আধার লিংক করাতে হবে । তা না হলে রেশন কার্ড যে কোনো সময় ব্ন্ধ হয়ে যাবে । কিন্তু রেশন কার্ডে আধার লিংক করার সময় দেওয়া ছিলো ৩০শে জুন পর্যন্ত । তাহলে এখন আর উপাই কি ?
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- Krishak Payment Update: প্রত্যেক কৃষকদের আজ 5,000 টাকা দিলো ! কৃষক হলে অবশ্যই দেখুন
- Krishak Bandhu Payment Date: কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে 2024?
- PM Kisan 17th Instalment Final Date: পিএম কিষাণ প্রকল্পের ২,০০০ টাকা ১৮ই জুন দেওয়া হবে ?
- PMAYG – PM Awas Yojana: ৩ কোটি নয়া ঘর তৈরি হবে ! সিলমোহর মারলেন মোদি
- PM Kisan 17th Installment 2024: বাম্পার সুখবর – PM Kisan ১৭তম কিস্তির টাকা দেবার তারিখ জানুন