Ration Card Transfer: নিজ পরিবার থেকে সদস্য আলাদা হয়েগেছে ! এই ভাবে নিজ পরিবারে ট্রান্সফার করু ( 2024 )

Ration Card Transfer Online
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card Transfer Online 2024: আপনার পরিবারের কোন এক সদস্যের রেশন কার্ড সেপারেট হয়ে গেছে, বা অন্যের পরিবারে যুক্ত হয়ে গেছে । তাহলে আপনি কিভাবে সেই রেশন কার্ডটি আপনার পরিবারে পুনরায় যুক্ত বা অ্যাড করবেন । সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের প্রতিবেদনে জানতে পারবেন ॥

যদি আপনার পরিবারের কোন এক সদস্য সেপারেট বা অন্যের পরিবারে যুক্ত হয়ে যায় । তাহলে আপনি কিভাবে সেই সদস্যকে আপনার পরিবারে পুনরায় যুক্ত বা অ্যাড কীভাবে করাবেন । তাহলে চলুন বেশি কথা না বলে তথ্য বা পদ্ধতি জেনে নেওয়া যাক ॥

রেশন কার্ডের বড়ো সমস্যা ?

Ration Card Transfer Online – এখন সব থেকে বেশি একটি সমস্যা দেখা দিয়েছে সবার । অনেকেই আমাদের জানিয়েছে । নিজের পরিবার থেকে কোনো এক সদস্য একাদম সম্পূর্ণ ভাবে আলাদা বা সেপারেট হয়ে গিয়েছে । এছাড়াও কিছু কিছু রেশন কার্ড নিজের পরিবার থেকে অন্যের পরিবারে যুক্ত হয়ে গিয়েছে । আর এগুলোর জন্য অনলাইন অবেদন কীভাবে করবেন ॥

রেশন কার্ড ট্রান্সফার করতে কত টাকা লাগবে ?

যদি আপনি অনলাইন থেকে নিজে রেশন কার্ড ট্রান্সফার করেন । তাহলে আপনার একটিও টাকা লাগবে না । কারন অনলাইনে রেশন কার্ডের যাবতীয় কাজ সম্পূর্ণ বিনামূল্যে করা যাই । তাহলে সমস্যা হলে অবশ্যই আপনি এখনি অনলাইনে করেনিন ॥

Ration Card Transfer Online 2024 ?

১) আপনাকে প্রথমে রেশন কার্ডের যে অফিশিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসতে হবে ॥

২) এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে সিটিজেন হোম নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন । আপনারা এই সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন ॥

৩) এখানে ক্লিক করার পরে আপনারা এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার দেখবেন, এখানে ক্লিক করবেন । এখানে ক্লিক করার পরেই আপনার সামনে দুইটি অপশন আসবে ॥

৪) এখানে আপনারা সার্ভিস থ্রু অফিস এই অপশনে ক্লিক করবেন । আপনারা সার্ভিস থ্রু অফিস অপশনে ক্লিক করার পরেই । আপনার সামনে কিন্তু আরো দুইটি অপশন আসবে ॥

৫) এই দুইটির মধ্যে থেকে একটি হচ্ছে অফলাইন, আরেকটি হচ্ছে অনলাইন, তো আপনি দুইটি প্রকারে করতে পারবেন । তবে আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে আপনারা অনলাইনে কিভাবে করবেন ॥

৬) অনলাইনে করার জন্য আপনারা এখানে যে অনলাইন অপশন দেখতে পাবেন । এই অনলাইন অপশনে ক্লিক করবেন । অনলাইন অপশনে ক্লিক করার পরেই এবার আপনাকে এখানে কিন্তু 14 নম্বর ফর্মের উপর ক্লিক করতে হবে ॥

৭) 14 নম্বর ফর্মের উপর ক্লিক করার পরেই এখানে আপনাকে কিন্তু একটি মোবাইল নম্বর বসাতে হবে । তবে বিষয় হচ্ছে এখানে আপনি কোন মোবাইল নম্বরটি বসাবেন ॥

৮) আপনি যে রেশন কার্ডটি বা যে সদস্যের রেশন কার্ডটি আপনার পরিবারে পুনরায় যুক্ত করাতে চাইছেন । সেই রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে ॥

৯) এখানে আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এরপরে আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন । এবার সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এবং তারপর এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে ॥

১০) এবার যদি আপনার পরিবারের কোন এক সদস্য সেপারেট হয়ে যায় । তাহলে কিন্তু সেই সেপারেট মানে ওই ব্যক্তির বা ওই একটি রেশন কার্ডের ডিটেইলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ॥

১১) আর যদি রেশন কার্ডটি অন্য কোন পরিবারে যুক্ত হয়ে যায় । তাহলে সেই পরিবারের সমস্ত ডিটেইলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন । নিচের দিকে আসার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন এপ্লাই ফর ফ্রম ১৪ এর নিচে যে এপ্লাই নাউ বাটন দেওয়া রয়েছে । আপনারা এখানে ক্লিক করবেন ॥

১২) এখানে ক্লিক করার পরেই আপনার সামনে সদস্যগুলোর নাম চলে আসবে ॥

১৩) এবার একদম নিচের দিকে গিয়ে ১৪ নম্বর ফর্মে ক্লিক করবেন । এবার এখান থেকে আপনাকে সদস্য সিলেক্ট করতে হবে । যে আপনি কোন সদস্যকে আপনি আলাদা করে ট্রান্সফার করতে চাইছেন ॥

১৪) এবার যাকে ট্রান্সফার করতে চান । তার নামের পাশে যে টিক চিহ্ন দেবার ঘর রয়েছে এখানে কিন্তু ক্লিক করে আমাকে টিক চিহ্ন দিতে হবে । আর যদি সেপারেট থাকে তাহলে কিন্তু একজনেরই নাম দেখতে পাবেন আর সেটিই সিলিটে করবেন ॥

১৫) সদস্য সিলেট করে নেবার পরে পরবর্তী অপশেনে ক্লিক করবেন । এবার আপনি HOF এর সাথে কি সর্ম্পক সেটি সিলেট করবেন ॥

১৬) এবার আপনি কি কারনে ট্রান্সফার করবেন । সেই কারন সিলেট করতে হবে । এখানে আপনি যদি সেপারেট রেশন কার্ড ট্রান্সফার করতে চান । তাহলে নিচে থেকে ২ নম্বর অপশেনে সিলেট করবেন । আর অন্যের পরিবারে গেলে একদম নিচেরটি সিলেট করবেন ॥

১৭) সমস্ত কিছু হয়ে গেলে এবার আপনি ডকুমেন্ট আপলোড করে পরবর্তী অপশেনে ক্লিক করবেন । এর পরে ওটিপি দিয়ে আপনি ফর্মটি সাবমিট করে দিবেন ॥

Ration Card Transfer Online 2024 ?

Ration Card Transfer Online2024: আপনার পরিবারের কোন এক সদস্যের রেশন কার্ড সেপারেট হয়ে গেছে, বা অন্যের পরিবারে যুক্ত হয়ে গেছে ।

গুরুত্বপূর্ণ লিংক

LinkApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Ration Card Transfer Online

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top