Ration New Update: ই-পস এ নাম লাল দেখালে কি করবেন ? জানালো খাদ্য দপ্তর !

Ration New Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration New Update 2024 – Online Ration Card Aadhar link West Bengal: ই পস এ আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ড লাল দেখাচ্ছে । যদি লাল দেখায় তাহলে আপনি কীভাবে এর সমাধান করবেন । আর ঠিক কি কারনে এই সমস্যা গুলো হচ্ছে । চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ॥

ই-পস এ কার্ড লাল কেন দেখাচ্ছে ?

Ration New Update – দেখুন কার্ড লাল দেখানোর একটি কারন । আর সেই কারনটি হচ্ছে আপনার রেশন কার্ডে আধার লিংক না থাকা । রেশন কার্ডে আধার লিংক করা না থাকলে সেই কার্ড লাল দেখাবে । এবার আপনারা বলবেন । যে আমার কার্ডে আধার লিংক ছিলো এবং অনেক কয়েকবার বা আগে রেশন পেয়েছি ॥

তাহলে হটাক করে কার্ড লাল কেন দেখাচ্ছে । কেনই বা রেশন কার্ড বন্ধ হচ্ছে । তাহলে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রেশন কার্ডের নতুন নিয়মে । আর সেই নতুন নিয়ম আপনি নিচের দিকে দেখতে পাবেন । তবে মনে রাখবেন কার্ড লাল হয়েগেলে আপনাকে তার সমাধান করতে হবে ॥

কার্ড লাল হলে সমাধান কীভাবে করবেন ?

যদি আপনার রেশন কার্ড লাল দেখাই ই-পস এ । তাহলে আপনাকে আপনার রেশন ডিলারের কাছে বা আপনার রেশন অফিসে বা আপনি আপনার নিকটবর্তী যে কোনো বাংলা সহায়তা কেন্দ্র গিয়ে হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কার্ডটি পুনরায় চালি করে নিবেন । তাহলে দেখবেন আর আপনার কার্ড লাল থাকবে না ॥

Ration New Update 2024 ?

Ration New Update – তবে আপনারা কি জানেন যে রেশন কার্ডের নতুন একটি নিয়ম এসেছে । আর সেই নিয়ম হচ্ছে যদি আপনার পরিবারে ৫ জন সদস্য থাকে । তাহলে ওই ৫ জন সদস্যকে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তুলতে হবে । যেমন ধরুন চলতি মাসে যে কোনো ১ জন সদস্য হাতের ছাপ দিয়ে রেশন তুলবে । ঠিক তেমনি ভাবে পরের মাসে বা অন্য মাসে অন্য আরো একজন সদস্য হাতের ছাপ দিয়ে রেশন তুলবে ॥

পরিবারের একজন সদস্য যদি প্রতি মাসে রেশন তুলে । তাহলে যে সদস্য রেশন তুলবে । সেই ব্যক্তি বাদে অন্য সদস্যদের রেশন কার্ড লাল বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে । তবে যে ১০০% গ্যারান্টি বন্ধ হবে এমনটা ময় । বন্ধ বা কার্ড লাল হবার সম্ভবনা অনেকটা বেশি থাকে । তাই চেষ্টা করবেন এক এক মাসে এক এক জন সদস্য রেশন তুলার ॥

অনলাইনে কি করা যাবেনা ?

দেখুন অনলাইনে যে আধার লিংক করা যাই সেটি হচ্ছে ekyc । চাইলে আপনি এই সমাধান এই ekyc এর মাধ্যমে করতে পারেন । কিন্তু কীভাবে অনলাইনে করবেন সেই সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিচে দেওয়া হলো । তাহলে চলুন এবার অনলাইন পদ্ধতি দেখে নেওয়া যাক ॥

লাল রেশন কার্ডে সবুজ করার অনলাইন পদ্ধতি ?

১) আপনি সর্বপ্রথম রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) হোম পেজে সেল্প সার্ভিস অপশেনে ক্লিক করবেন ॥

৩) এবার আধার লিংক অপশেনে ক্লিক করবেন । যে কার্ডটি লাল দেখাচ্ছে সেই কার্ড নম্বর বসিয়ে দিবেন ॥

৪) এবার আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন । এবার আপনি নিচের দিকে আধার এবং মোবাইল লিংক অপশেনে ক্লিক করবেন ॥

৫) এখন আপনার সামনে আধার নম্বর বসানোর ঘর চলে আসবে, আর যদি আপনি আগে আধার লিংক করিয়ে থাকেন । তাহলর সরাসরি সেন্ড ওটিপি অপশেনে আসবে ॥

৬) এবার আধার নম্বর এর ঘরে আধার নম্বর বসিয়ে দিবেন । এর পরে সেন্ড ওটুপি তে ক্লিক করবেন ॥

৭) এবার আপনার আধারে লিংক থাকা মোবাইলে ওটিপি চলে যাবে । সেই ওটিপি বসিয়ে ভেরিফাই করে নিবেন ॥

৮) ভেরিফাই এর পরে আপনার আধারে থাকা সমস্ত তথ্য দেখিয়ে দিবে । এখানে আপনি সাবমিট অপশেনে ক্লিক করবেন ॥

৯) এর পরে মোবাইল লিংক করতে বলেবে । চাইলে মোবাইল লিংক করতেও পারেন আবার না চাইলে নাওয়া করতে পারেন ॥

এই ভাবে আধার করে নিলেও আপনার কার্ডের লালা কেটে যাবে । এছাড়া আপনি রেশন অফিসর বা বাংলা সহায়তা কেন্দ্র বা রেশন ডিলার এর কাছে গিয়েও লাল কার্ডটি চালু করে নিতে পারবেন । কোনো রকম কোনো সমস্যা হবে না ॥

Ration New Update 2024 ?

Ration New Update 2024 – Online Ration Card Aadhar link West Bengal: ই পস এ আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ড লাল দেখাচ্ছে

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েব সাইটClick Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Ration New Update 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top