Ration New Update: ই-পস এ নাম লাল দেখালে কি করবেন ? জানালো খাদ্য দপ্তর !

Ration New Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration New Update 2024 – Online Ration Card Aadhar link West Bengal: ই পস এ আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ড লাল দেখাচ্ছে । যদি লাল দেখায় তাহলে আপনি কীভাবে এর সমাধান করবেন । আর ঠিক কি কারনে এই সমস্যা গুলো হচ্ছে । চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ॥

ই-পস এ কার্ড লাল কেন দেখাচ্ছে ?

Ration New Update – দেখুন কার্ড লাল দেখানোর একটি কারন । আর সেই কারনটি হচ্ছে আপনার রেশন কার্ডে আধার লিংক না থাকা । রেশন কার্ডে আধার লিংক করা না থাকলে সেই কার্ড লাল দেখাবে । এবার আপনারা বলবেন । যে আমার কার্ডে আধার লিংক ছিলো এবং অনেক কয়েকবার বা আগে রেশন পেয়েছি ॥

তাহলে হটাক করে কার্ড লাল কেন দেখাচ্ছে । কেনই বা রেশন কার্ড বন্ধ হচ্ছে । তাহলে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রেশন কার্ডের নতুন নিয়মে । আর সেই নতুন নিয়ম আপনি নিচের দিকে দেখতে পাবেন । তবে মনে রাখবেন কার্ড লাল হয়েগেলে আপনাকে তার সমাধান করতে হবে ॥

কার্ড লাল হলে সমাধান কীভাবে করবেন ?

যদি আপনার রেশন কার্ড লাল দেখাই ই-পস এ । তাহলে আপনাকে আপনার রেশন ডিলারের কাছে বা আপনার রেশন অফিসে বা আপনি আপনার নিকটবর্তী যে কোনো বাংলা সহায়তা কেন্দ্র গিয়ে হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কার্ডটি পুনরায় চালি করে নিবেন । তাহলে দেখবেন আর আপনার কার্ড লাল থাকবে না ॥

Ration New Update 2024 ?

Ration New Update – তবে আপনারা কি জানেন যে রেশন কার্ডের নতুন একটি নিয়ম এসেছে । আর সেই নিয়ম হচ্ছে যদি আপনার পরিবারে ৫ জন সদস্য থাকে । তাহলে ওই ৫ জন সদস্যকে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তুলতে হবে । যেমন ধরুন চলতি মাসে যে কোনো ১ জন সদস্য হাতের ছাপ দিয়ে রেশন তুলবে । ঠিক তেমনি ভাবে পরের মাসে বা অন্য মাসে অন্য আরো একজন সদস্য হাতের ছাপ দিয়ে রেশন তুলবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পরিবারের একজন সদস্য যদি প্রতি মাসে রেশন তুলে । তাহলে যে সদস্য রেশন তুলবে । সেই ব্যক্তি বাদে অন্য সদস্যদের রেশন কার্ড লাল বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে । তবে যে ১০০% গ্যারান্টি বন্ধ হবে এমনটা ময় । বন্ধ বা কার্ড লাল হবার সম্ভবনা অনেকটা বেশি থাকে । তাই চেষ্টা করবেন এক এক মাসে এক এক জন সদস্য রেশন তুলার ॥

অনলাইনে কি করা যাবেনা ?

দেখুন অনলাইনে যে আধার লিংক করা যাই সেটি হচ্ছে ekyc । চাইলে আপনি এই সমাধান এই ekyc এর মাধ্যমে করতে পারেন । কিন্তু কীভাবে অনলাইনে করবেন সেই সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিচে দেওয়া হলো । তাহলে চলুন এবার অনলাইন পদ্ধতি দেখে নেওয়া যাক ॥

লাল রেশন কার্ডে সবুজ করার অনলাইন পদ্ধতি ?

১) আপনি সর্বপ্রথম রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) হোম পেজে সেল্প সার্ভিস অপশেনে ক্লিক করবেন ॥

৩) এবার আধার লিংক অপশেনে ক্লিক করবেন । যে কার্ডটি লাল দেখাচ্ছে সেই কার্ড নম্বর বসিয়ে দিবেন ॥

৪) এবার আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন । এবার আপনি নিচের দিকে আধার এবং মোবাইল লিংক অপশেনে ক্লিক করবেন ॥

৫) এখন আপনার সামনে আধার নম্বর বসানোর ঘর চলে আসবে, আর যদি আপনি আগে আধার লিংক করিয়ে থাকেন । তাহলর সরাসরি সেন্ড ওটিপি অপশেনে আসবে ॥

৬) এবার আধার নম্বর এর ঘরে আধার নম্বর বসিয়ে দিবেন । এর পরে সেন্ড ওটুপি তে ক্লিক করবেন ॥

৭) এবার আপনার আধারে লিংক থাকা মোবাইলে ওটিপি চলে যাবে । সেই ওটিপি বসিয়ে ভেরিফাই করে নিবেন ॥

৮) ভেরিফাই এর পরে আপনার আধারে থাকা সমস্ত তথ্য দেখিয়ে দিবে । এখানে আপনি সাবমিট অপশেনে ক্লিক করবেন ॥

৯) এর পরে মোবাইল লিংক করতে বলেবে । চাইলে মোবাইল লিংক করতেও পারেন আবার না চাইলে নাওয়া করতে পারেন ॥

এই ভাবে আধার করে নিলেও আপনার কার্ডের লালা কেটে যাবে । এছাড়া আপনি রেশন অফিসর বা বাংলা সহায়তা কেন্দ্র বা রেশন ডিলার এর কাছে গিয়েও লাল কার্ডটি চালু করে নিতে পারবেন । কোনো রকম কোনো সমস্যা হবে না ॥

Ration New Update 2024 ?

Ration New Update 2024 – Online Ration Card Aadhar link West Bengal: ই পস এ আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ড লাল দেখাচ্ছে

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েব সাইটClick Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Ration New Update 2024

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment