Lakshmi Bhandar Online Apply Free 2024: মাত্র ২ দিনে Approved ! চিন্তার দিন শেষ, আসল বিষয় কোনটি

lakshmi bhandar online apply 2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

lakshmi bhandar online apply, Approved হবে মাত্র ২ দিনে । এখন আর যেতে হবে না কোনো অফিসে বা কোনো দুয়ারে সরকার ক্যাম্পে । এখন বাড়িতে বসে ‘lakshmi bhandar online apply’ করতে পারবেন । তবে ‘lakshmi bhandar online apply’ কীভাবে করবেন । অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে । এছাড়াও কারা অনলাইনে আবেদন করতর পারবে । সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন আজকের প্রতিবেদনে ॥

দেখুন রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকার এর তরফ থেকে চালু করা হয়েছে লক্ষীর ভান্ড‍র প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি মাসে ১০০০ এবং ১২০০ টাকা করে দিয়ে থাকেন সরকার । আর এমনও অনেক মহিলা রয়েছে যারা এই প্রকল্পের জন্য যোগ্য । কিন্তু যোগ্য থাকার পরেও আবেদন করতে পারছে না । মানে কোথায় গিয়ে ও কীভাবে আবেদন করবো এই চিন্তাই রয়েছে ॥

লক্ষীর ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবে ?

রাজ্য সরকার এর তরফ থেকে এই লক্ষীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র রাজ্যের মহিলাদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে । আর এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র রাজ্যের মহিলারা পাবে । তবে সব মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে না । যে সমস্ত মহিলাদের বয়স ২৫ বছর হয়ে গিয়েছে । সেই সমস্ত মহিলারা এই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবে । আর প্রকল্পের সুবিধা নেবার জন্য ২৫ বছর বয়স হওয়া বাধ্যতামূলক ॥

লক্ষীর ভান্ড‍র প্রকল্পের মাধ্যমে কত টাকা দেওয়া হয় ?

রাজ্য সরকার এই লক্ষীর ভান্ড‍র প্রকল্পের মাধ্যমে আগে ৫০০ এবং ১০০০ টাকা করে দিতো । কিন্তু ২০২৪ এর বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছেন বা এপ্রিল মাস থেকে রাজ্যের প্রতিটা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ এবং ১২০০ টাকা করে ঢুকিয়ে দিচ্ছে । মানের আগের তুলনায় এপ্রিল মাস থেকে লক্ষীর ভান্ডার টাকা ডবল করলেন সরকার । এখন এই ডবল টাকা পাচ্ছে সমস্ত মহিলারা ॥

লক্ষীর ভান্ড‍ার প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ?

আধার কার্ড
ভোটার কার্ড
রেশন কার্ড
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ( জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না )
আবেদন ফর্ম
স্বাস্থ্য সাথী কার্ড
মোবাইল নম্বর
আবেদনকারীর ৫ ফুট সাইজের কালার ফটো

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যাবে কিনা ?

lakshmi bhandar online apply – লক্ষীর ভান্ডার প্রকল্প খুবি জনপ্রিয় লাভ করেছেন । এই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা সবাই কম বেশি নিতে চাই । কিন্তু অনেকে চিন্তা করে পাইনা । যে কীভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করবো । এছাড়াও এমনও অনেক মানুষ বা মহিলা রয়েছে । আমাদের কাছে থেকেও জানতে চেয়েছে । যে লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যাবে কিনা ॥

আপনাদের একটু সহজ সরল ভাষায় বলতে চাই যে অনলাইনে আবেদন না করলে কোনো উপভোক্তা লক্ষীর ভান্ড‍ার প্রকল্পের সুবিধা পাবে না । লক্ষীর ভান্ড‍ার প্রকল্পের অনলাইনে আবেদন করতে হয় । কিন্তু অনলাইনে আবেদন সাধারন মানুষদের জন্য চালু করা নেই । অনলাইনে শুধুমাত্র অফিসিয়াল অফিসারা আবেদন করতে পারবে । সাধারন আমজনতা কোনো ভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইন থেকে আবেদন করতে পারবে না । আমজনতাদের জন্য অফলাইন পদ্ধতি চালু রয়েছে ॥

lakshmi bhandar online apply 2024 ?

lakshmi bhandar online apply – হ্যা আপনি যখন অফলাইনে ফর্ম জমা করবেন অফিসে । তখন অফিস থেকে আপনার ওই আবেদন পত্র টি অনলাইন করবে । অফিসের নিজেদের ID password রয়েছে । সেই ID password দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের লগিন হয়ে । তারা খুব সহজে অনলাইন থেকে আবেদন করে দিতে পারবে । তবে আবরো বলছি অনলাইন আবেদন পদ্ধতি আমজনাতাদের জন্য চালু করা নেই ॥

লক্ষীর ভান্ডার স্টাটাস দেখা পদ্ধতি ?

১) প্রথমে লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পাবেন ।

২) এবার ‘track application’ অপশেনে ক্লিক করবেন ॥

৩) এবার আধার নম্বর, মোবাইল নম্বর, স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে যে কোনো একটি নম্বর আবেদনকারীর বসিয়ে দিবেন ॥

৪) এবার ক্যাপচার কোডটি ফাকা ঘরে বসিয়ে দিবেন ॥

৫) এর পরে সার্চ অপশেনে ক্লিক করবেন । তাহলে আপনার লক্ষীর ভান্ডার প্রকল্পের স্টাটাস দেখিয়ে দিবে ।

লক্ষীর ভান্ডার টাকা কবে ঢুকবে ?

লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের প্রতি মাসে দিয়ে থাকেন । আর একটু ভালো করে লক্ষ করলে । মাসের ১ থেকে শুরু করে ১০ তারিখের মধ্যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্ট টাকা ঢুকিয়ে দিয়ে থাকেন রাজ্য সরকার । তবে কিছু কিছু ক্ষেত্র এর থেকে বেশি সময় লেগেযেতে পারে ॥

Approved হতে কত দিন সময় লাগবে ?

দেখুন আপনি অফলাইনে আবেদন করবেন । সেই আবেদন BDO SDO অফিসে যাবে । সেখান থেকে অনলাইন আবেদন করবে । তার পরে আপনার ৪ রকম ভেরিফিকেশন হবে । তার পরে আপনার নাম এই প্রকল্পে Approved হবে । আর এর মধ্যে সময় লাগবে প্রায় ১ থেকে ২ বা ৩ মাসের মতো ॥

তবে কিছু কিছু জাইগায় শোনা যাচ্ছে নাকি ২ দিনে Approved হবে লক্ষীর ভান্ডার । কথাটি কিন্ত একদম ফেক । এ কথা একটুও সত্য নয় । বিভ্রান্ত না হয়ে প্রকল্পে আবেদন করে অপেক্ষা করুন Approved হয়ে যাবে । তবে তার জন্য কিছু সময় তো লাগবেই । অযথা এদিকের ওদিকের কথা শুনে লাফাবেন না । কারন ২ দিনে Approved হওয়া কোনো ভাবে সম্ভব নয় ॥

lakshmi bhandar online apply 2024 ?

হ্যা আপনি যখন অফলাইনে ফর্ম জমা করবেন অফিসে । তখন অফিস থেকে আপনার ওই আবেদন পত্র টি অনলাইন করবে । অফিসের নিজেদের ID password রয়েছে । সেই ID password দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের লগিন হয়ে । তারা খুব সহজে অনলাইন থেকে আবেদন করে দিতে পারবে । তবে আবরো বলছি অনলাইন আবেদন পদ্ধতি আমজনাতাদের জন্য চালু করা নেই ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment