PM Awas Yojana Search name in list by name online: কেন্দ্রীয় সরকার তৃতীয়বার প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি এবং ৩ কোটি নতুন ঘর দেবার ঘোষণা করেছেন । আর ইতিমধ্যে সরকার পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির ২০০০ টাকা দিয়ে দিয়েছেন ॥
কিন্তু আরো একতি যে কাজ করেছেন ৩ কোটি নতুন ঘর দেবার ঘোষণা । এবার কেন্দ্র দেশবাসীদের ৩ কোটি নতুন ঘর দিতে চলেছে । তবে আপনার নাম আবাস যোজনার লিস্টে থাকতে হবে । যদি আপনি ঘর নিতে চান সরকার এর কাছে থেকে । তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি শুধুমাত্র আপনি আপনার নাম দিয়ে কীভাবে সার্চ করবেন ॥
Table
PM Awas Yojana 2024 ?
PM Awas Yojana – প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় ১ লক্ষ ২০ হাজার টাকা করে ঘর বানাতে দিয়ে থাকেন । তবে এই ১ লক্ষ ২০ হাজার টাকা তখন পাবেন । যখন প্রকল্পের লিস্টে আপনার নাম থাকবে । আর প্রকল্পের লিস্ট আপনার নাম আছে কিনা সেটি আপনি কীভাবে দেখবেন বা অনলাইন থেকে চেক করবেন । তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ॥
আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লিস্টে আপনার নাম আছে কিনা দেখতে চান বা জানতে চান । তাহলে আপনাকে প্রথমে লিস্ট দেখতে হবে । লিস্ট দেখার পরেই আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন যে আপনার নাম প্রকল্পের লিস্টে রয়েছে কিনা । এছাড়াও আপনি শুধুমাত্র আপনার নাম দিয়ে অনলাইন থেকে দেখে নিতে পারবেন যে প্রকল্পের লিস্টে নাম আছে কিনা ॥
শুধু নাম দিয়ে দেখুন লিস্টে নাম আছে কিনা ?
১) প্রথমে আপনি আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিয়ে পেয়ে যাবেন ॥
২) এই ওয়েব সাইটের হোম পেজে Stakeholders এর মধ্যে IAY/PMAYG Beneficiary অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি Advanced Search অপশেনে ক্লিক করবেন ॥
৪) এবার আপনি স্টেট, ডিসট্রিক্ট, ব্লক, GP, গুলো সিলেট করে নিবেন ॥
৫) এবার আপনি প্রকল্পের নাম সিলেট করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ॥
৬) এর পরে আপনি সাল সিলেট করে নিবেন । সাথে আপনি বেনিফিসিয়ারীর নাম বসিয়ে দিবেন ॥
৭) এখানে বেনিফিসিয়ারীর অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিবেন এবং বাবা অথবা স্বামীর নাম বসিয়ে সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৮) এখানে আপনি আপনার তথ্য দেখতে পেয়ে যাবেন । আর এখানে রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন । সেই নম্বর নিয়ে আপনার আরো তথ্য জানতে পারবেন ॥
রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য অনলাইনে দেখুন ?
১) প্রথমে আপনি আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিয়ে পেয়ে যাবেন ॥
২) এই ওয়েব সাইটের হোম পেজে Stakeholders এর মধ্যে IAY/PMAYG Beneficiary অপশেনে ক্লিক করবেন ॥
৩) এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন ॥
৪) এর পরে আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫) তাহলে এখানে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন । কত টাকা পেয়েছেন কবে পেয়েছেন বা এর থেকে আরো বেশি কিছু তথ্য ॥
PM Awas Yojana 2024 ?
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় ১ লক্ষ ২০ হাজার টাকা করে ঘর বানাতে দিয়ে থাকেন । তবে এই ১ লক্ষ ২০ হাজার টাকা তখন পাবেন । যখন প্রকল্পের লিস্টে আপনার নাম থাকবে । আর প্রকল্পের লিস্ট আপনার নাম আছে কিনা সেটি আপনি কীভাবে দেখবেন বা অনলাইন থেকে চেক করবেন । তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- Krishak Bandhu Payment Check 2024: আজকে দিলো কৃষক বন্ধু টাকা ! দেখুন আপনি কবে পাবেন ?
- PM Kisan 17th Instalment Credit: আজ পিএম কিষাণের ২০০০ টাকা ঢুকলো ! আপনার ঢুকেছে কিনা দেখুন
- Lakshmir Bhandar Payment 2024: জুনের লক্ষীর ভান্ডার টাকা ঢুকেনি ! কিন্তু কেন, কবে পাওয়া যাবে
- PM Kisan Payment Status Check: কালকে আপনি 17তম কিস্তির টাকা পাবেন কিনা দেখুন !
- Free Ration Stop Govt: বিনামূল্যে রেশন একদম বন্ধ ! দ্রুত কাজটি করুন বিনামূল্যে রেশন পেতে