pension রাজ্যের ৫০,০০০ মানুষকে ১০০০ টাকা সহায়তা, আপনি পাবেন কী ?

pension
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

pension রাজ্যের ৫০,০০০ মানুষদের দেওয়া হবে ১০০০ টাকা করে সহায়তা । তবে বিষয় হচ্ছে আপনি পাবেন কি ? । বর্তমানে এখন পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতার প্রাপকের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার এর মতো । কিন্তু রাজ্যে ২০ লক্ষ ৬৫ হাজার বরাদ্দ রয়েছে । আর সেই হিসেবে দেখা গিলে এখনও ৫০,০০০ মানুষ এখন এই সুবিধা পাবেন । আর এরা সুবিধা থেকে দূরে রেখেছেন কারন কেন্দ্র টাকা দিচ্ছে না বলে ॥

কিন্তু সরকার এই সুবিধা থেকে দূরে থাকা মানুষদের পুনরায় এই সুবিধা দিতে চাই । নবান্ন আরো ৫০,০০০ মানুষদের এই ভাতার সুবিধা দিবে বলে জানা গিয়েছে । একজন রাজ্যের কর্মকর্তা বলেছেন এই ৫০,০০০ সুবিধা ভোগীদের সুবিধা দেবার জন্য কেন্দ্রীয় প্রোটালে নাম নথিভুক্ত করনের কাজ শু করা হয়েছে ॥

কিন্তু উল্লেখ্য কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকা এখন প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা । আর এই টাকা কেন্দ্র না দেওয়াতে রাজ্যের নাকে মুখে লেগে গিয়েছে । কারন ওদিকে কেন্দ্রের বকিয়ার ভারপাল আর এর এদিকে রাজ্যের জনকল্যাণ মূলক প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, সহ আরো নানা রকম প্রকল্পের সূচনা করে চলেছেন ॥

বার্ধক্য ভাতা pension কেন্দ্র কত দেন ?

কিন্তু বরাদ্দ টাকা না দেওয়ার জন্য এই প্রকল্পের টাকা গুলো দিতে হিমসিম কাচ্ছেন রাজ্য । তবে জানা গিয়েছে আরো ৫০,০০০ বার্ধক্য ভাতা চালু করতে চলেছেন পুনরায় । আসল বিষয়টি কি জানেন কেন্দ্রের তরফে এই বার্ধক্য ভাতার টাকা খুবি অল্প দেওয়া হয় । যেমন ধরুন যাদের বয়স ৬০ থেকে ৮০ এর মধ্যে । তাদের কেন্দ্র দেই ২০০ টাকা ॥

আর যাদের বয়স ৮০ বছরের উপরে । তাদের কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন ৩০০ টাকা । আর কম বেশি আপনারা সবাই জানেন যে গত ২০২১ সালে রাজ্য বার্ধক্য ভাতা পেনশন এর ১০০০ টাকা দিবো বলে ঘোষণা করেছে । আর এখন সেই টাকা রাজ্য দিয়ে চলেছে । আর বার্ধক্য টাকা দেবার জন্য রাজ্যকে প্রতি মাসে ৭০০-৮০০ টাকা নিজের পেকেট থেকে দিতে হয় ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রাজ্যের এক কর্মকর্ত বলেছেন এখন খুবি দ্রুত পোর্টালে নাম নথিভুক্ত করনের কাজ চলেছে । আর এই কাজ অতি শীঘ্রই করার নির্দেশ রয়েছে । তিনি আরো বলেছেন পুরো ৫০,০০০ মানুষদের নাম নিবন্ধন হবে । এছাড়াও বলেছেন নতুন ব্যবহারকারীদের খুব শীঘ্রই বার্ধক্য ভাতার টাকা অ্যাকাউন্ট ঢুকতে চলেছে ॥

৫০,০০০ মানুষদের ১০০০ দিবে ! কিন্তু কারা পাবে ?

দেখুন এই বার্ধক্য ভাতার সুবিধা নিতে হলে আপনার বয়স হতে হবে ৬০ বছর এর উপরে । ৬০ বছরের উপরে বয়স হলে তবেই আপনি এই সুবিধা নিতে পারবেন । এছাড়াও পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এই সুবিধা নেবার জন্য । এছাড়াও মনে রাখবেন যদি প্রতিবন্ধী হন । তাহলে সেক্ষেত্রে বয়স ৫৫ বলেও আবেনদ করা যাবে । এই সুবিধা নিতে ॥

বার্ধক্য ভাতা pension কেন্দ্র কত দেন ?

কিন্তু বরাদ্দ টাকা না দেওয়ার জন্য এই প্রকল্পের টাকা গুলো দিতে হিমসিম কাচ্ছেন রাজ্য । তবে জানা গিয়েছে আরো ৫০,০০০ বার্ধক্য ভাতা চালু করতে চলেছেন পুনরায় । আসল বিষয়টি কি জানেন কেন্দ্রের তরফে এই বার্ধক্য ভাতার টাকা খুবি অল্প দেওয়া হয় । যেমন ধরুন যাদের বয়স ৬০ থেকে ৮০ এর মধ্যে । তাদের কেন্দ্র দেই ২০০ টাকা ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment