কেন্দ্র দিচ্ছে টয়লেট বানাতে ১২,০০০ টাকা ! আবেদন কীভাবে করবেন । Toilet Apply Online

Toilet Apply Online
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Toilet Apply Online West Bengal: বর্তমানে এখন সরকার নানা রকম প্রকল্প চালু করছেন দেশবাসীদের জন্য বা রাজ্য বাসিদের জন্য । তবে এখন কেন্দ্রের চালু করা প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হচ্ছে SBM । এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র শৌচালয় বানাতে ১২,০০০ টাকা দিয়ে থাকেন । তবে আপনি কীভাবে আবেদন করবেন ॥

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীদের শৌচালয় বানানোর জন্য ১২,০০০ টাকা দিচ্ছেন । কিন্তু এই টাকা নেবার জন্য আপানকে আগে আবেদন করতে হবে । আর এজকের প্রতিবেদনে আপনাদের জানানো হবে । আপনারা কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ॥

এই প্রকল্পের সুবিধা কারা পাবে ?

কেন্দ্রের চালু করা এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র গ্রামীণ এলাকার মানুষেরা পাবে । আর যদি টয়লেট থাকে । তাহলে এই ১২ হাজার টাকা পাবেন না ॥

আবেদনের জন্য প্রয়োজনী ডকুমেন্ট ?

১) রেশন কার্ড ( APL/BPL )
২) ভোটার কার্ড
৩) আধার কার্ড
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৫) মোবাইল নম্বর
৬) SC/ST/OBC

কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে ?

যে সমস্ত পরিবার গুলো আর্থিক ভাবে পিছিয়ে পড়েছে । সেই সমস্ত পরিবার গুলোর জন্য এই প্রকল্প । SC/ST/OBC এরার বিশেষ কিছু সুবিধা পাবে । তবে মনে রাখবেন যারা আয়কর দেন । তারা কিন্তু এই প্রকল্পে কোনো ভাবে আবেদন করতে পারবে না । এরা এই প্রকল্পের জন্য সম্পূর্ণ ভাবে অযোগ্য ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Lakshmir Bhandar: লক্ষী ভান্ডার কিভাবে চেক করব আর 12000 টাকা কীভাবে নিবো !

Toilet Apply Online ( How to Apply Online ) ?

টয়লেট নেবার জন্য যদি আপনি আবেদন করতে চান । তাহলে আপনি অবশ্যই নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন ॥

১) আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসতে হবে ॥

২) এবার আপনি citizen corner এর মধ্যে IHHL Application Form দেখতে পাবেন । আপনি এখানে ক্লিক করবেন ॥

৩) এবার যে তথ্য গুলো চাওয়া হয়েছে সেগুলো সব বসিয়ে দিবেন ॥

৪) ওটিপি দিয়ে আইডি বানিয়ে নিবেন । পরবর্তীতে মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগিন করে নিবেন ॥

৫) লগিন করার পরে এবার আপনি ফর্মটি সম্পূর্ণ ভাবে ফিলাপ করে সাবমিট করে দিন ॥

৬) আপনার অবেদন হয়ে গেলে ব্লক অফিস থেকে আপনার বাড়িতে ভেরিফিকেশন করার জন্য আসবে কর্মকর্তারা ॥

৭) সমস্ত কিছু ঠিক থাকলে বা আপনার ব্লক অফিস approved দিলে । পরের কয়েক দিন বা মাস পরে এই প্রকল্পের মাধ্যমে ১২,০০০ টাকা পেয়ে যাবেন ॥

আরও পড়ুন -: কৃষকদের মাসে ৩০০০ টাকা ভাতা চালু ! এখনি অনলাইনে আবেদন করুন । PM Kisan Mandhan Yojana Apply

Toilet Apply Online

Toilet Apply Online West Bengal: বর্তমানে এখন সরকার নানা রকম প্রকল্প চালু করছেন দেশবাসীদের জন্য বা রাজ্য বাসিদের জন্য ।

LinkApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Toilet Apply Online

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment