নতুন নিয়মে আবাসের বাড়ি তৈরির টাকা সবাই পাবে ! কিন্তু কীভাবে ? Bangla Awas Yojana Update 2024

Bangla Awas Yojana Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Bangla Awas Yojana Update Application 2024: গত কয়েকদিন আগে থেকেই রাজ্যে শুরু হয়েছে বাংলা আবাস প্রকল্পের সার্ভে বা বলতে পারেন সমীক্ষা । আর ইতিমধ্যে এই আবাস প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে নতুন নিয়ম ॥

যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে খেটে খেটে পেট চালাচ্ছেন । সেই সমস্ত শ্রমিকদের জন্য একটি নতুন আপডেট এসেছে । তবে এ বিষয় নিয়ে কি আপডেট এসেছে বিস্তারিত আজকের প্রতিবেদনে আপনাদের জানানো হবে ॥

Bangla Awas Yojana Update Application 2024 ?

যে সমস্ত শ্রমিকরা বাইরে কর্মসূত্রে বাইরে রয়েছে । তাদের যে বাড়িতে থাকতেই হবে । এমনটা কিন্তু নয় । ওই ব্যক্তির পরিবারের কোনো সদস্য বাড়িতে থাকলেই হবে সার্ভে করার সময় । নিকটবর্তী কোনো আত্মীয় থাকলেই হবে ॥

আরও পড়ুন -: মুখ্যমন্ত্রীর বড়ো ঘোষণা ! লিস্টে নাম না থাকলে, সার্ভে না হলে দ্রুত এই কাজটি করুন – Bangla Awas Yojana 2025

রাজ্যের ৫টি জেলায় এখন উপনির্বাচন । যে নির্বাচন এর জন্য ওই ৫ জেলায় বাংলা আবাস প্রকল্পের সার্ভে বা সমীক্ষা সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয়েছে । আর এই ৫ জেলা বাদ দিয়ে রাজ্যের সমস্ত জেলায় জেলায় আবাস প্রকল্পের সার্ভে বা সমীক্ষা এখন চলছে ॥

আর এই সমীক্ষা বা সার্ভে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে করছেন । তবে এই সার্ভের সময় উপভোক্তাদের নিজেকে উপস্থিত থাকতে হবে । কারন জিও ট্যাগিং এর মাধ্যমে লাইভ ছবি অ্যাপ্লিকেশনে আপলোড করতে হবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তার সাথে বাড়ির ছবিও তুলা হবে । এবার যদি কোনো পরিযায়ী শ্রমিক বাড়িতে উপস্থিত না থাকে । বাইরে কর্মসুত্রে থাকেন তাহলে পরিবার কাওকে দিয়ে এই ভেরিফিকেশন করানো হবে ॥

তবে দ্বিতীয় ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ?

তবে মনে রাখতে হবে যে যখন দ্বিতীয় ভেরিফিকেশন করা হবে । তখন কিন্তু উপভোক্তাকে নিজেকে উপস্থিত থাকতে হবে । মুখ্যমন্ত্রীর এই নির্দেশ আমাদের জানা মতে সরকারি আধিকারিকদের কাছে পৌছে গিয়েছে ॥

এখানে পরিযায়ী শ্রমিকরা প্রথম ভেরিফিকেশন বাইরে থেকে করতে পারবে । কিন্তু দ্বিতীয় ভেরিফিকেশন এর জন্য অবশ্যই মূল উপভোক্তাকে উপস্থিত থাকিতে হবে ॥

আরও পড়ুন -: মাসে ৮০,০০০ টাকা বেতনে BSNL অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি ! আবেদন পদ্ধতি – BSNL Recruitment 2024

আবাস প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট ?

এই আপডেট এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে । আবাস প্রকল্পের সার্ভের সময় কোনো নেতা বা জন প্রতিনিধি বা মন্ত্রীরা কোনো ভাবে হস্তক্ষেপ করতে পারবে না । এছাড়াও কোনো উপভোক্তাকে জোর করে তার নাম বাদ দেওয়া যাবে না । আর কোনো উপভোক্তার নাম জোর করে লিস্টে ঢুকানো যাবে না ॥

এছাড়াও জানা গিয়েছে কোনো উপভোক্তার নাম রেকমেন্ড করেও ঢুকানো যাবে না । এই প্রকল্পের মাধ্যমে সরকার যে পরিমানের টাকা দিবে । সেই টাকা রাজ্য সরকার ২টি কিস্তির মাধ্যমে দিবেন । এমনটা জানা যাচ্ছে খবর মারফত ॥

আবাসের সার্ভে বাধাগ্রস্ত হচ্ছে ?

মুর্শিদাবাদ, মালদা সহ বীরভূম এর মতো আরো অন্যান্য জেলার মানুষেরা বাইরে যান কর্মসূত্রে । আর মূল উপভোক্তা বাইরে যাওর কারনে ভেরিফিকেশন প্রক্রিয়ার বাধাগ্রস্ত হচ্ছে । আর এই ভেরিফিকেশন এর কাজ যেন ভেরিফিকেশন না বাধা পড়ে । সেটা ভেবে সরকার নতুন নিয়েমর ঘোষণা ॥

আরও পড়ুন -: নভেম্বরে ডবল লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে 2024? – November Lakshmir Bhandar Update

বাইরে থাকলে উপভোক্তার পরিবারের কেও প্রথম কিস্তির ভেরিফিকেশন করে দিতে পারবে । কিন্তু যখন টাকা দেওয়া হবে । বা দ্বিতীয় কিস্তির ভেরিফিকেশন এর সময় মূল উপভোক্তােকে অবশ্যই উপস্থিত থাকতে হবে । আর এই নিয়মের ফলে পরিযায়ী শ্রমিকদের খুবি ভালো হবে বলে জানা গেছে ॥

Bangla Awas Yojana Update Application

Bangla Awas Yojana Update Application 2024: গত কয়েকদিন আগে থেকেই রাজ্যে শুরু হয়েছে বাংলা আবাস প্রকল্পের সার্ভে বা বলতে পারেন সমীক্ষা । আর ইতিমধ্যে এই আবাস প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে নতুন নিয়ম ॥

Official Web LinkApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Bangla Awas Yojana Update

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment