PM Kisan 17th Instalment Date: PM-kisan পরবর্তী কিস্তি কবে আসবে?

PM Kisan 17th Instalment Date
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan 17th Instalment Date: PM Kisan পরবর্তী কিস্তি কবে আসবে । কবেই বা এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের ১৭তম কিস্তির ২০০০ টাকা দিবে । কি আপডেট এসেছে এই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক ॥

দেশের কৃষকদের পাশে দাড়িয়ে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছেন এই পিএম কিষাণ প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে সরকার ২০০০ টাকা করে ৩টি কিস্তির মাধ্যমে প্রতি বছর ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য করে থাকেন কৃষকদের ॥

PM Kisan 17th Instalment Date 2024 ?

তবে কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের ১৬টি কিস্তির মাধ্যমে পুরো ৩২,০০০ টাকা দিয়েছেন । আর এবার কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের দিতে চলেছেন ১৭তম কিস্তি । তবে কথা হচ্ছে কবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের ১৭তম কিস্তি দিবে ॥

তবে যদি আপনাদের সঠিক বলতে চাই । তাহলে গত ২৮শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছেন । তবে যদি হিসেবে করেন । তাহলে বুজতে পারবেন যে এখনও ১ মাস হয়নি প্রকল্পের ১৬তম কিস্তি দেওয়া । ১ মাস যেহুতো হয়নি তাই এ বিষয়ে বেশি লাড়াচাড়া না করাই ভালো ॥

কারন কেন্দ্রীয় সরকার এখনও এই পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির ২০০০ টাকা কবে দিবে । এই বিষয়ে কিছু জানাইনি । তবে কেন্দ্র জানিয়েছে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা নেবার জন্য কৃষকদের কিছু জরুলি কাজ করতে হবে । যেমন ekyc, dbt, বা জমির তথ্য ভেরিফিকেশন এর মতো কিছু কাজ ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

গুরুত্বপূর্ণ আপডেট ?

এই পিএম কিষাণ প্রকল্পের টাকা কৃষক নেবার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ডিবিটি ( Aadhaar DBT ) করতে হবে । এটি করা সমস্ত কৃষকদের জন্য বাধ্যতামূলক । এটি না করলে সরকার প্রকল্পের টাকা ওই কৃষকে দিবে না । এছাড়াও ekyc করতে হবে সমস্ত কৃষকদের । তানা হলে প্রকল্পের টাকা বা সুবিধা পবে না কৃষক ॥

এছাড়াও জানা গিয়েছে কৃষকদের তাদের নিজের জমির তথ্য গুলো ভেরিফিকেশন করাতর হবে এই প্রকল্পে । এছাড়াও কৃষক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা নিবে । সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক থাকা বাধ্যতামূলক । যদিও কষ্ট মষ্ট করে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাই । তাহকে কিন্তু টাকা তুলতে গেলে সমস্যায় বড়বেন কৃষক । তাই অবশ্যই আধার লিংক করিয়ে নিবেন ॥

PM Kisan 17th Instalment Date 2024 ?

কেন্দ্রীয় সরকার এখনও এই পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির ২০০০ টাকা কবে দিবে । এই বিষয়ে কিছু জানাইনি । তবে কেন্দ্র জানিয়েছে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা নেবার জন্য কৃষকদের কিছু জরুলি কাজ করতে হবে

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment