lakshmir bhandar scheme June: জুন মাসের লক্ষীর ভান্ডারে বড়ো চমক । টাকা ঢুকছে মহিলাদের ২০০০ এবং ২৪০০ করে । তবে অনেকে এবারে টাকা পাবেনা ॥

Lokkhi Bhandar June payment date
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

lakshmir bhandar scheme June: লক্ষীর ভান্ডার প্রকল্পের দুর্দান্ত সুসংবাদ । প্রকল্পের আওতায় থাকা মহিলাদের বড়ো চকম দিলেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসের কিস্তির টাকা পৌছে গিয়েছে । শুধু তাই নয় এবারে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ডবল টাকা । অবিশ্বাসকর হলেও সত্য । অনেক মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে ২০০০ এবং ২৪০০ টাকা ঢুকেছে । তবে যদি আপনি জুন মাসের কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

তবে যারা এখনও টাকা পাইনি তাদের জন্য রয়েছে বড়ো সুখবর । নবান্ন জানিয়ে জুন মাসের লক্ষীর ভান্ডার টাকা ১ তারিখ থেকে দেওয়ার কথা থাকলেও । কোনো কারনের জন্য সমস্ত মহিলাদের দিয়ে উঠা হয়নি । তবে এখনও যারা টাকা পাইনি । তাদের অ্যাকাউন্টে কবে জুন মাসের কিস্তির টাকা ঢুকবে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে ॥

লক্ষীর ভান্ডার প্রকল্পে জুন মাসের আজ ৭ তারিখ । আর ইতিমধ্যে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে । তবে শুধু টাকা ঢুকছে এমনটা নয় । এবার জুন মাসে মহিলাদের জন্য রয়েছে দারুন খুশির খবর । যে মহিলাদের ১০০০ এবং ১২০০ টাকা পাওয়ার কথা । তাদের মধ্যে বেশরি ভাগ মহিলারা পাচ্ছেন ৩০০০ এবং ৩৬০০ টাকা ॥

নবান্ন তরফে জানাবো হয়েছে যে গত মাসের প্রকল্পের টাকা ৩টি ধাপে দেওয়া হয়ে থাকলেও এবারে কিন্তু প্রচুর মহিলার নাম এই ( lakshmir bhandar scheme ) প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করিয়েছেন । আর আগের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি হবার কারনে প্রকল্পের টাকা পুরো ৮টি ধাপে দেওয়া হবে । তবে ইতিমধ্যে কয়েকটি ধাপের টাকা দিয়ে দেওয়া হয়েছে ॥

lakshmir bhandar scheme June Payment ?

তবে প্রথম ধাপের টাকা দেওয়া হয়েছে মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, কোচবিহার মহিলাদের ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দ্বিতীয় ধাপে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিন দিনাজপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার মহিলাদের ৫ তারিখে টাকা দিয়ে দেওয়া হয়েছে ॥

lakshmir bhandar scheme – তবে জানা গিয়েছে আজকে সন্ধ্যা ৬টার মধ্যে যারা টাকা পাবে না । তাদের টাকা গুলো পরের দিনে দিয়ে দেওয়া হবে । এছাড়াও জানানো হয়েছে আগামী ১০ই জুনের মধ্যে সমস্ত ধাপের টাকা দিয়ে দেওয়া হবে মহিলাদের । আর যে সমস্ত মহিলাদের গত মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি । এবারে জুন মাসে সেই সমস্ত মহিলাদের দেওয়া হবে ডবল টাকা । তার ২ মাসের টাকা এই একি সাথে পেয়ে যাবেন ২০০০ এবং ২৪০০ টাকা ॥

আর যে সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা বন্ধ রয়েছে । সেই সমস্ত মহিলাদেরও এই মাসে টাকা দিয়ে দেওয়া পুরো ৩ মাসের মানে ৩০০০ এবং ৩৬০০ টাকা । আর এই অতিরিক্ত টাকা গুলো ইতিমধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে গিয়েছে । আর এই টাকা ৮ থেকে ১০ তারিখের মধ্যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে সরকার । তবে অনেক মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে ডবল টাকা ঢুকে গিয়েছে ।

তবে খবর মারফত জানা গিয়েছে । এবারে লক্ষীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হতে পারে । এছাড়াও এখনও যাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেনি । তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে বলেছেন নবান্ন ॥

lakshmir bhandar scheme

লক্ষীর ভান্ডার প্রকল্পে জুন মাসের আজ ৭ তারিখ । আর ইতিমধ্যে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে । তবে শুধু টাকা ঢুকছে এমনটা নয় । এবার জুন মাসে মহিলাদের জন্য রয়েছে দারুন খুশির খবর । যে মহিলাদের ১০০০ এবং ১২০০ টাকা পাওয়ার কথা । তাদের মধ্যে বেশরি ভাগ মহিলারা পাচ্ছেন ৩০০০ এবং ৩৬০০ টাকা ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment