ঘরের ১২০০০০ টাকা কারা পাবে ! কারা ঘর পাবে না চেক করুন ! Banglar Gharer List 2024

Banglar Gharer List
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Banglar Gharer List 2024 – Bangla Awas Yojana Taka: এতো দিন পরে ফাইনালি রাজ্য সরকার এর তরফ থেকে রাজ্যের গরিব দরিদ্রদের ঘর বানাতে ১২০০০০ টাকা দেবার ফাইনাল তারিখ জানিয়ে দিলো ॥

তবে এবারে এই বাংলা আবাস যোজনাই বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে । তবে কি সেই পরিবর্তন গুলো । এবং আপনি পাবেন কিনা এই ঘরের টাকা । চলুন এই সমস্ত বিষয় গুলো জেনে নেওয়া যাক ॥

রাজ্য সরকার জানিয়েছে ২১শে অক্টোবর ২০২৪ তারিখ থেকে ৩০শে অক্টোবর এর মধ্যে লিস্ট অনুযায়ী সরকার দপ্তর থেকে সমীক্ষা পরিচালিত করা হবে । আর এই সমীক্ষার পরে টাকা দেবার যোগ্য ব্যক্তিদের নাম গুলো নিয়ে চুরান্ত লিস্ট প্রকাশিত হবে ॥

তবে এবারে ঘর পাবার জন্য বেশ কিছু নতুন শর্ত রয়েছে । যে শর্ত গুলো না মানলে আপনি ঘরের টাকা পাবেন না । তাহলে চলুন এবার সমস্ত তথ্য গুলো জেনে নেওয়া যাক ॥

নতুন শর্ত মুচলেকা বাধ্যতামূলক ?

যে সমস্ত মানুষদের নাম চুরান্ত তালিকায় দেখা যাবে । তাদের এবার ঘর তৈরি করার জন্য একটি করে মুচলেকা জমা দিতে হবে । অন্যথায় ঘরের টাকা পাওয়া যাবে না ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই মুচলেকায় উপভোক্তাকে প্রতিশ্রুতি দিতে হবে । যে ঘর বানানোর জন্য সরকার যে ১ লক্ষ ২০ হাজার টাকা দিবে । সেই টাকা শুধুমাত্র ঘর বানানোর কাজে ব্যায় করতে হবে । এই মুচলেকা না দিলে ঘরের টাকা থেকে বঞ্চিত হতে হবে ॥

এছাড়াও উপভোক্তাদের একটি করে UDIN ( Unique Document Identification Number ) দেওয়া হবে ॥

Lakshmir Bhandar: লক্ষী ভান্ডার কিভাবে চেক করব আর 12000 টাকা কীভাবে নিবো !

কেন মুচলেকার প্রয়োজন ?

সরকার এর আগেও ঘর বানানোর জন্য টাকা দিয়েছেন । কিন্তু ঘর বানাতে দেওয়া সরকারের টাকা নিয়ে ঘর না তৈরি করে উপভোক্তারা অন্য কাজে ব্যবহার করেছেন । আর এর জন্য এবার রাজ্য সরকার আরো নিয়ম কঠোর করলেন | আর এর জন্য প্রায় ৩০ থেকে ৪০ হাজার বাড়ি বাড়ি অসম্পূর্ণ রয়েছে॥

আর এই সরকারের দেওয়া ঘরের টাকা অপব্যবহার করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছেন । আর এই মুচলেকা এর মাধ্যমে উপভোক্তাদের লিখিত ভাবে জানাতে হবে যে । ঘর বানাতে যে টাকা দেওয়া হবে । সেই টাকা শুধুমাত্র ঘর বানাতে যেন খরচ হয় । আর এই মুচলেকা জমা দেবার পরেই প্রথম কিস্তির ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে ॥

অর্থ বিতরণ ?

ঘর বানাতে সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে থাকেন । আর এই টাকা সরকার একবারে বা এক সাথে দেই না ॥

প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা
দ্বিতীয় কিস্তিতে ৪০,০০০ টাকা
তৃতীয় কিস্তিতে ২০,০০০ টাকা

এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ॥

আরও পড়ুন -: কৃষকদের মাসে ৩০০০ টাকা ভাতা চালু ! এখনি অনলাইনে আবেদন করুন । PM Kisan Mandhan Yojana Apply

Banglar Gharer List 2024 ?

যেহুতো রাজ্য সরকার এর তরফ থেকে এখন ঘরের কোনো সমীক্ষা করানো হয়নি । তাই এখন লিস্ট দেখার কোনো পদ্ধতি চালু নেই । ২১শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবর সমীক্ষা হবে । তার পরেই আপনি লিস্ট দেখতে পারবেন ॥

বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার শর্ত

১) উপভোক্তার নিজের নামে আড়াই একর বা তার থেকেও বেশি সেচযোগ্য জমি থাকে । তার সাথে যদি কমপক্ষে সেচযোগ্য যন্ত্র থাকে তাহলে টাকা পাবে না ॥

২) শুধুমাত্র উপভোক্তার মাটির বাড়ি থাকলেই টাকা পাবে ?

৩) যারা আগের পুরাতন মাটির বাড়ি ভেঙ্গে পাকা বাড়ি করে তাদের নাম বাদ যাবে ॥

৪) যসি উপভোক্তার সাড়ে সাত একর জমি বা সেচযোগ্য যন্ত্র থাকে । তাহলে টাকা পাবে না ॥

৫) চুরান্ত তালিকা তৈরতে কোনো কারোর সুপারিশ চলবে না ॥

৬) আগে থেকে লিস্টে নাম আছে অথচো এখন পাকা বাড়ি তৈরি করেছে তাদের নাম বাদ যাবে ॥

আরও পড়ুন -: কেন্দ্র দিচ্ছে টয়লেট বানাতে ১২,০০০ টাকা ! আবেদন কীভাবে করবেন । Toilet Apply Online

৭) যদি পরিবারের কেও ১৫ হাজার টাকা মাসিক রোজগার করে তাহলে ওই পরিবার টাকা পাবে না ॥

৮) উপভোক্তার যদি ট্রাকটর বা পাওয়ার টিলার থাকে তাহলে প্রকল্পের টাকা পাবে না ॥

৯) নমিনি ছাড়া যদি উপভোক্তা মারা যাই তাহলে টাকা পাবে না ॥

১০) উপভোক্তার পরিবারের কেও যদি চাকরি করেন বা চাকরি জীবি হন তাহলে টাকা পাবে না ॥

১১) যদি উপভোক্তার নামে ৫ একর বা তার থেকে বেশি তিন ফসলি বা দুই ফসলি জমি থাকে তাহলে টাকা পাবে না ॥

১২) উপভোক্তা যদি জাইগা পরিবর্তন করে তাহলে টাকা পাবে না ॥

১৩) উপভোক্তার ৩ চাকা বা ৪ চাকার গাড়ি থাকলে টাকা পাবে না ॥

১৪) মাছ ধরার বোট থাকলেও উপভোক্তার ঘরের টাকা পাবে না ॥

১৫) যদি উপভোক্তার সাড়ে সাত একর জমি বা তার বেশি এবং সেচযোগ্য যন্ত্র থাকে তাহলে ওই উপভোক্তা ঘরের টাকা পাবে না ॥

আরও পড়ুন -: ই শ্রম কার্ড থাকলেই ৩০০০ টাকা ভাতা ! দেখুন অনলাইন আবেদন পদ্ধতি – E Shram Card 3000 Pension

Banglar Gharer List 2024 ?

Banglar Gharer List 2024 – Bangla Awas Yojana Taka: এতো দিন পরে ফাইনালি রাজ্য সরকার এর তরফ থেকে রাজ্যের গরিব দরিদ্রদের ঘর বানাতে ১২০০০০ টাকা দেবার ফাইনাল তারিখ জানিয়ে দিলো ॥

LinkApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Banglar Gharer List

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment