কৃষকদের ফসলের ক্ষতিপূরণ টাকা কবে ঢুকবে ? কৃষকরা কত পাবে, জেলা ভিক্তি – Crop Insurance Bajaj Allianz

Crop Insurance Bajaj Allianz 2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Crop Insurance Bajaj Allianz 2025: পশ্চিমবঙ্গে এ বছর প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কৃষকরা । এই বছর ঘৃর্ণিঝড়ে কৃষকদের ফসলের লন্ডভন্ড করে দিয়েছে । আর জানা গিয়েছে এক দুই নয় প্রায় ১ লক্ষ হেক্টর এর মতো জমির ক্ষতি হয়েছে ॥

আর এই ঝড় এর জন্য অনেক জেলার কৃষকদের ব্যাপক হারে ক্ষতি হয়েছে । বিশেষ করে জানা গিয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং হুগলি এছাড়াও এমনও অরো অনেক জেলা রয়েছে । যে জেলা গুলো মিলিয়ে প্রায় ১ লক্ষ হেক্টর এর মতো জমির ক্ষতি হয়েছে ॥

Crop Insurance Bajaj Allianz 2025 ?

খবর মারফত, কৃষি দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে । সোমবার থেকে বিশেষ দল এবার মাঠে নেমে পরিক্ষা করবেন । যে কৃষকদের ফসলের ক্ষতির পরিমান । আর এই দল যে পরিমান নির্ধারন করবেন । সেটাই হবে ফাইনাল ॥

আরও পড়ুন -: কেন্দ্র দিচ্ছে টয়লেট বানাতে ১২,০০০ টাকা ! আবেদন কীভাবে করবেন । Toilet Apply Online

তবে খবর মারফত জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে । জানা গিয়েছে প্রায় ২০ হাজার হেক্টর এর মতো শুধুমাত্র এই জেলায় ক্ষতি হয়েছে ॥

পূর্ব মেদিনীপুরে ক্ষতির পরিমান কত ?

খবর মারফত জানা গিয়েছে যে পূর্ব মেদিনীপুরে প্রায় ২০ হাজার হেক্টর এর মধ্যে ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধান ছিলো আর প্রচন্ড ঝড় বৃষ্টির কারনে ধান নুয়ে পড়ে গিয়ে কৃষকদের কঠিন পরিমানে ক্ষতি হয়েছে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এছাড়াও প্রায় ৩০০০ হেক্টর জমোর মধ্যে পান চাষ, ফুল, সবজি সহ কিছু ফসল ছিলো । যে ফসল গুলোর মধ্যে প্রচন্ড ক্ষরি হয়েছে । এছাড়াও জানা গিয়েছে । প্রচন্ড বৃষ্টির কারনে পুকুরের মাছ গুলোও বৃষ্টিতে ভেষে চলে গিয়ে মাছ চাষিদেরও বেশ ভালো ক্ষতি হয়েছে ॥

আর অতিরিক্ত বৃষ্টির কারনে রাস্তা গুলোও ডুবে গেছে । তাহলে এই যে মাছ, ধান, পান চাষ, সহ আর যে ফসলের ক্ষতি হয়েছে । সে গুলো পরিক্ষা করার জন্য সরকার আধিকারিকদের পাঠানো হবে । আর এগুলো পরিক্ষা করার পারেই কৃষক অ্যাকাউন্টে টাকা ॥

আরও পড়ুন -: ই শ্রম কার্ড থাকলেই ৩০০০ টাকা ভাতা ! দেখুন অনলাইন আবেদন পদ্ধতি – E Shram Card 3000 Pension

এছাড়াও আরো যে সমস্ত জেলা গুলোতে ফসলের ক্ষতি হয়েছে । সেই সমস্ত জেলার গুলোতেও আধিকারিকরা যাবেন । আর মুখ্যমন্ত্রী প্রশাসনদের অত্যন্ত কড়া ভাবে নির্দেশ দিয়েছেন । যে কোনো কৃষক যেন বঞ্চিত না হয়ে এই প্রকল্পের সুবিধা থেকে । এছাড়াও কৃষি দপ্তর জানিয়েছেন এখনও সম্পূর্ণ কৃষকদের রিপোর্ট এসে পৌছায়নি ॥

কোন কোন জেলার কৃষকরা টাকা পাবে ?

কোন জেলার ফসলের ক্ষতিগ্রস কৃষকদের টাকা দেওয়া হবে । যে সমস্ত জেলার কৃষকরা ফসলের ক্ষতিপূরণ পাবে :- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, সহ বীরভূম ॥

এছাড়াও জানা গিয়েছে এই জেলা গুলো ছাড়া অন্য যে সমস্ত জেলা গুলোতে ফসলের ক্ষতি হয়েছে । সেই সমস্ত জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিবে সরকার । তাই আপনার ক্ষতি হলে হবে অবশ্যই নির্দিষ্ট প্রকল্পে আবেদন করুন ॥

ফসলের ক্ষতিপূরণ টাকা কবে দিবে ?

এখন যে হুতো কৃষকদের ফসলের ক্ষতি অতিরিক্ত হয়েছে । তাই এবার সরকার বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার সময় সীমা ১ মাস বাড়িয়েছেন । বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য ১ মাস সময় অতিরিক্ত কৃষকরা পাচ্ছেন ॥

বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার শেষ সময় ৩০শে নভেম্বর প্রর্যন্ত করা হয়েছে । ৩০শে নভেম্বর অব্দি কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারবে । আর ৩০শে নভেম্বর এর পরে সমস্ত কিছু যাচায় বাছায় করা হবে মানে কোন কৃষকদের কত পরিমানের ক্ষতি হয়েছে সেটি নির্ধারিত করা হবে ॥

কৃষকদের ফসলের ক্ষতি নির্ধারিত করার পরে । কৃষকদের অন্যান্য ডকুমেন্ট গুলো ভেরিফিকেশন করা হবে । তার পরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে । তবে কৃষি দপ্তর এর তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসের শেষে বা ২০২৫ এর জানুয়ারি মাসে এই ফসলের ক্ষতিপূরণ এর টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা যাচ্ছে ॥

আরও পড়ুন -: ঘরের ১২০০০০ টাকা কারা পাবে ! কারা ঘর পাবে না চেক করুন ! Banglar Gharer List 2024

কোন কৃষক কত টাকা ক্ষতিপূরণ পাবে ?

দেখুন আপনি কত পাবেন বা কোন কৃষকরা কত টাকা পাবে এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে সেটি কোনো নির্ধারিত নেই । যে কৃষকের ফসলের ক্ষতি বেশি হবে তারা টাকা বেশি পাবে । যে কৃষকের ক্ষতি কম হবে । সেই কৃষক কম টাকা পাবে । এক কথায় যে পরিমানে ফসলের ক্ষতি হবে । সেই পরিমান অনুযায়ী কৃষকরা টাকা পাবে ॥

Crop Insurance Bajaj Allianz 2025 ?

Crop Insurance Bajaj Allianz 2025: পশ্চিমবঙ্গে এ বছর প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কৃষকরা । এই বছর ঘৃর্ণিঝড়ে কৃষকদের ফসলের লন্ডভন্ড করে দিয়েছে । আর জানা গিয়েছে এক দুই নয় প্রায় ১ লক্ষ হেক্টর এর মতো জমির ক্ষতি হয়েছে ॥

LinkApply Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Crop Insurance Bajaj Allianz 2025

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment