July Lakshmir Bhandar Payment Date: জুলাই মাসের লক্ষীর ভান্ডার টাকা কবে ঢুকবে 2024!

July Lakshmir Bhandar Payment Date
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

July Lakshmir Bhandar Payment Date: আজ জুলাই মাসের ১ তারিখ । আজ থেকে শুরু জুলাই মাস । কিন্তু বিষয় হচ্ছে এই জুলাই মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে । এই বিষয়ে একদম বিস্তারিত আপনাদের জানানো হবে আজকের এই প্রতিবেদনে । তাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই পড়বেন ॥

পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের লিস্টের একদম উপরের রয়েছে লক্ষীর ভান্ডার । এই লক্ষীর ভান্ডার প্রকল্পটি এতোটা জনপ্রিয় লাভ করেছেন । যেটি হয়তো আপনাদের আমি বুঝাতে পারবো না । আর এই প্রকল্পটি জনপ্রিয় লাভ করার পিছোনে একটাই কারন রাজ্যের সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারছে । বেছেকুছে সুবিধা দিলে হয়তো এতোটা জনপ্রিয় লাভ করতে পারতো না ॥

July Lakshmir Bhandar Payment Date ?

July Lakshmir Bhandar Payment Date – যদি আপনারা এই চলতি জুলাই মাস ছাড়া অন্য মাসের দিকে লক্ষ করেন । তাহলে আপনারা দেখেতে বা জানতে পারবেন । সরকারি অধিকাংশ মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের মহিকাদের মাসের ১ থেকে ৫ এর মধ্যে দিয়ে দেন । তবে ১ থেকে ৫ এর মধ্যে প্রকল্পের টাকা দেওয়া খুবি কম সংখ্যায় ॥

১ থেকে ১০ এর মধ্যে সব মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাই । মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে টাকা ছেড়ে দেওয়া হয় । আর সেই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত সময় লেগে যাই । সর্বমোট আপনি এই প্রকল্পের টাকা মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে পেয়ে যাবেন । তবে কিছু কিছু মাসের এর থেকেও বেশি সময় লাগে ॥

জুলাই মাসে লক্ষীর ভান্ডার কারা পাবে ?

July Lakshmir Bhandar Payment Date – যে সমস্ত মহিলাদে নাম এই লক্ষীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত রয়েছে এবং যাদের সমস্ত কিছু একদম সঠিক ভাবে ঠিক রয়েছে তারই এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা পাবেন । এছাড়া আপনি এই জুলাই মাসের টাকা কোনো ভাবে নিতে পারবেন না । তাই অবশ্যই আগে দেখুন আপনার নাম প্রকল্পে নথিভুক্ত আছে কনা । আর সেটি স্টাটাস এর মাধ্যমে জানতে পারবেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অনলাইনে দেখুন আপনার নাম আছে কিনা ?

১) লক্ষীর ভান্ডার এর অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥

২) এবার হোম পেজে দেখতে পাবেন Track Application সেখানে ক্লিক করবেন ॥

৩) এখন আপনি স্বাস্থ্য সাথী, আধার কার্ড বা মোবাইল নম্বর বসিয়ে দিবেন ॥

৪) পাশের ক্যাপচার কোডটি একদম সঠিক ভাবে বসিয়র দিবেন এবং সার্চ অপশেনে ক্লিক করবেন ॥

৫) প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে এখানে আপনাকে আপনার সমস্ত তথ্য দেখিয়ে দিবে । কোনো সমস্যা থাকলেও সেটিও দেখিয়ে দিবে ॥

July Lakshmir Bhandar Payment Date ?

যদি আপনারা এই চলতি জুলাই মাস ছাড়া অন্য মাসের দিকে লক্ষ করেন । তাহলে আপনারা দেখেতে বা জানতে পারবেন । সরকারি অধিকাংশ মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যের মহিকাদের মাসের ১ থেকে ৫ এর মধ্যে দিয়ে দেন । তবে ১ থেকে ৫ এর মধ্যে প্রকল্পের টাকা দেওয়া খুবি কম সংখ্যায় ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment