Krishak Bandhu Next Instalment: কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা রাজ্য সরকার এর তরফ থেকে কবে দেওয়া হবে । ২০২৪ সালে এখনও রাজ্য সরকার প্রথম কিস্তির টাকা দেইনি । তাহলে এই ২০২৪ সালে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার দিবে । এই বিষয়ে মাথা খারাপ করছেন কৃষকরা । তবে চিন্তার কোনো কারন নেই । আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানানো হবে ॥
রাজ্যের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প । আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর ২টি কিস্তির মাধ্যমে ৪ এবং ১০ হাজার করে টাকা দিয়ে সাহায্য করে থাকেন । আর এই টাকা নেবার জন্য আপনাকে কৃষক প্রকল্পে নাম নথিভুক্ত করাতে হবে । তার পরে আপনি এই প্রকল্পের সুবিধা বা টাকা নিতে পারবেন ॥
Table
Krishak Bandhu Next Instalment ?
তবে এই প্রকল্পের টাকা রবি সিজিন এবং খরিপ সিজিনে রাজ্য সরকার দিয়ে থাকেন । তবে এবারে এখন ২০২৪ সালের প্রথম কিস্তির ২০০০ বা ৫০০০ টাকা এখনও রাজ্য সরকার এর তরফ থেকে দেওয়া হয়নি । তবে কথা হচ্ছে ২০২৪ সালে কবে রাজ্য প্রথম কিস্তির টাকা দিবেন । এই প্রশ্ন অনেকের মনে উঠেছে ॥
দেখুন আপনাদের বলে রাখা দরকার যে রাজ্য সরকারের তরফ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা একটি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকেন কৃষকদের । আর এখন সারা দেশে ভোট চলছে । আর এই ভোট চলা কালিন কেন্দ্র বা রাজ্য সরকার কোনো রকম কোন অনুষ্ঠান করতে পারবে না । আর যেহুতো প্রকল্পের টাকা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় । আর এখন ভোট চলা কালিন অনুষ্ঠান না হওয়ার কারনে সরকার প্রকল্পের টাকা এখন দিতে পারছে না ॥
ভোট পেরিয়ে গেলে সরকার যখন অনুষ্ঠান করবেন । তখন যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিবে । তাই যে সমস্ত কৃষকদের নাম এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে । সেই সমস্ত কৃষকদের বলতে চাই যে আপনি অবশ্যই অপেক্ষা করুন । প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে আপনি অবশ্যই টাকা পাবেন ॥
কৃষক বন্ধু প্রকল্পে নাম দেখুন অনলাইনে ?
১) কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিচে পাবেন ॥
২) এবার আপনি নথিভুক্ত কৃষকদের তথ্য অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি কি দিয়ে স্টাটাস দেখতে চান সেটি সিলেট করবেন ॥
৪) এর পরে আপনার সিলেট করা নম্বর বসিয়ে ক্যাপচার ভেরিফাই করে নিবেন ॥
৫) এবার আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন । তাহলে সমস্ত তথ্য দেখতে পাবেন । আর এখানে নাম দেখতে পেলে জানবেন আপনার নাম প্রকল্পে নথিভুক্ত রয়েছে ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Krishak Bandhu Next Instalment ?
তবে এই প্রকল্পের টাকা রবি সিজিন এবং খরিপ সিজিনে রাজ্য সরকার দিয়ে থাকেন । তবে এবারে এখন ২০২৪ সালের প্রথম কিস্তির ২০০০ বা ৫০০০ টাকা এখনও রাজ্য সরকার এর তরফ থেকে দেওয়া হয়নি । তবে কথা হচ্ছে ২০২৪ সালে কবে রাজ্য প্রথম কিস্তির টাকা দিবেন । এই প্রশ্ন অনেকের মনে উঠেছে ॥