Krishak Bandhu Payment: কৃষক বন্ধু টাকা দেবার অফিসিয়াল তারিখ ঘোষণা !

Krishak Bandhu Payment
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Krishak Bandhu Payment: ২০২৪ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির ২০০০ বা ৫০০০ টাকা কবে রাজ্য সরকার এর তরফ থেকে দেওয়া হবে । সরকার কি কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করেছেন এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে । আপনারা অযথা বিভ্রান্ত হবেন না সর্বদা সঠিক জানুন । তাহলে চলুন সঠিক আপডেট জেনে নেওয়া যাক ॥

রাজ্যের কৃষকদের সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সর্বনিম্ন ৪০০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০০ টাকা করে দিয়ে থাকেন । তবে এই টাকা রাজ্য সরকার প্রতি বছরে ২টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন ২০০০ এবং ৫০০০ টাকা করে । এছাড়াও জমির পরিমান হিসেবেও টাকা দেওয়া হয় ॥

Krishak Bandhu Payment Date ?

দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে ২টি কিস্তি মানে বছরে ২ বার দেওয়া হয়ে থাকে সমান ভাগে ভাগ করে । আর এই ২টি কিস্তি দেওয়া হয় এক রবি সিজিনে আর এক খরিফ সিজিনে । ঐই ২ সিজিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে । আর ২০২৪ সালের প্রথম সিজিন বা প্রথম কিস্তির টাকা সরকার এখনও দেইনি ॥

তাই রাজ্যের কৃষকরা অনেক চিন্তাই রয়েছে । আর কৃষকরা মনে করছেন সরকার কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিবে । তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার যে কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন । আর এখন চলছে লোকসভা ভোট । আর ইলেকশন কমিশন জানিয়েছেন ॥

ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো সরকার কোনো রকম কোনো অনুষ্ঠান করতে পারবে না । আর যেহুতো কোনো অনুষ্ঠান সরকার করতে পারবে না । তাহলে সেহুতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কোনো প্রশ্ন আসে না । কারন যেহুতো অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে । আর অনুষ্ঠান না হলে সরকার টাকা কীভাবে দিবে ॥

তাই সমস্ত কৃষকদের বলতে চাই যে আপনারা অযথা চিন্তা না করে অপেক্ষা করুন । সময় মতো প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌছে যাবে । তবে মনে করুন ভোটের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে । ফলাফল হয়ে গেলে প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসার একটি বড়ো সম্ভবনা রয়েছে । তাই আলতু ফালতু খবরে কান না দিয়ে অপেক্ষা করুন সময় হলে টাকা পেয়ে যাবেন ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Krishak Bandhu Payment Date ?

দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে ২টি কিস্তি মানে বছরে ২ বার দেওয়া হয়ে থাকে সমান ভাগে ভাগ করে । আর এই ২টি কিস্তি দেওয়া হয় এক রবি সিজিনে আর এক খরিফ সিজিনে । ঐই ২ সিজিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে । আর ২০২৪ সালের প্রথম সিজিন বা প্রথম কিস্তির টাকা সরকার এখনও দেইনি ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top