Lakshmi Bhandar Payment Start: ফাইনালি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেবার কাজ শুরু হলো । তাহলে কবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এই নিয়ে কি আপডেট এসেছে । চলুন বেশি কথা না বলে জেনে নেওয়া যাক লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দিবে রাজ্য সরকার । এছাড়াও এবারে এপ্রিলে মাসে কত এবং কারা টাকা পাবে ॥
রাজ্যের মহিলাদের জন্য এবারে আসতে চলেছে বিরাট বড়ো একটি সুখবর । কারন শেষ পর্যন্ত চলে আসলো এপ্রিল মাস মানে নতুন অর্থবছর । রাজ্য সরকার এর তরফ থেকে বাজেটা ঘোষণা অনুযায়ী এবারে নতুন অর্থবছর থেকে অর্থাৎ এই এপ্রিল মাস থেকে রাজ্যের মহিলাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল বা দ্বিগুণ করা হয়েছে ॥
Table
আর সেই এপ্রিলে মাসের আজ ২দিন । আর ইতিমধ্যে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেবার ফাইনাল তারিখ জানালো রাজ্য সরকার । তবে কবে দেওয়া হবে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা । দেখন এতো দিন পর্যন্ত এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেবার কোন আপডেট পাওয়া যাচ্ছিলোনা ॥
Lakshmi Bhandar Payment Star ?
তবে ইতিমধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেবার তারিখ জানান গিয়েছে । এতো দিন পর্যন্ত এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেবার জন্য স্টাটাস এর কোনো পরিবর্তন আসেনি । কিন্তু গত কালকে লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েব সাইটে স্টাটাসে চলে আসলো বিরাট বড়ো একটি আপডেট । এবারে স্টাটাস এর পরিবর্তন হয়ে গিয়েছে ॥
তবে আসা করা যাচ্ছে রাজ্য সরকার এর তরফ থেকে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের ১০০০ এবং ১২০০০ টাকা খুবি শিঘ্রই দেওয়া হবে । কারন এত দিন স্টাটাস এর কোনো পরিবর্তন দেখা যাইনি । কিন্তু এখন স্টাটাস এর বিরাট পরিবর্তন দেখা গিয়েছে । তাই আর অযথা বিভ্রান্ত না অপেক্ষা করুন টাকা সময় মত পেয়ে যাবেন ॥
টাকা কাদের দেওয়া হবে ?
এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবার জন্য আপকে এই প্রকল্পে আবেদন করতে হবে । তার পরে আপনাকে স্টাটাস দেখতে হবে । আর এই স্টাটাসে আপনাকে দেখতে হবে সমস্ত কিছু সঠিক আছে কিনা । যদি সমস্ত কিছু সঠিক দেখাই । তাহলেই এবার এপ্রিল মাসের টাকা আপনি পাবেন ॥
অনলাইনে স্টাটাস দেখার পদ্ধতি ?
১) প্রথমে চলে আসবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে । লিংক আপনারা নিচে পেয়ে যাবেন ॥
২) এবার এই ওয়েব সাইটের হোম পেজে দেখবেন Track Application অপশেনে দেখতে পাবেন । আপনো সেখানে ক্লিক করবেন ॥
৩) এর পরে আপনি আপনার আদসার নম্বর, মোবাইল নম্বর, এবং স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বসিয়ে দিবেন ॥
৪) এবার পাশে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন । সেটি তার জাইগা মতো বসিয়ে দিবেন । এর পরে সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫) এবার এখানে আপনি সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন । আপনার স্টাটাস এর পরিবর্তন হয়েছে কিনা ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
ডাইরেক্ট স্টাটাস দেখা লিংক – Click Now
Lakshmi Bhandar Payment Star ?
তবে ইতিমধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেবার তারিখ জানান গিয়েছে । এতো দিন পর্যন্ত এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেবার জন্য স্টাটাস এর কোনো পরিবর্তন আসেনি । কিন্তু গত কালকে লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েব সাইটে স্টাটাসে চলে আসলো বিরাট বড়ো একটি আপডেট । এবারে স্টাটাস এর পরিবর্তন হয়ে গিয়েছে ॥