Lakshmir Bhandar Apply Without Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ড ছাড়াই আপনি খুব সহজে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন । তবে স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া আপনারা কীভাবে লক্ষীর ভন্ডার প্রকল্পে আবেদন করবেন । তাহলে চলুন দেরি না করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ॥
পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষীর ভান্ডার । আর এই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে মানুষ নানা রকম সমস্যাই পড়ছেন । ঠিক এমনি একটি সমস্যা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া কীভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করবো । এছাড়াও আপনি যদি পরবর্তীতে এমনি গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইচ্ছুক হয়ে থাকেন । তাহলে অবশ্যই আমাদের WhatsApp এবং Telegram চ্যানেলে ফলো করুন ॥
Table
স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে কি লক্ষীর ভান্ডার হবে না?
Lakshmir Bhandar Apply – যদি আপনি একজন পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি ২৫ বছর হয়ে যাই । আর যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড নেই বলে লক্ষীর ভন্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন । তাহলে এবার আসল সত্য কথা শুনুন । যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড না থাকে । তাহলে কীভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন ॥
এই লক্ষীর ভান্ডার প্রকল্প যখন চালু হয় । তখন সরকার জানিয়েছিলো লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক । আর তার ঠিক কিছু মাস পরে বা কয়েক মাস পরে সরকার ঘোষণা করেছেন । যদি কোনো মহিলার স্বাস্থ্য সাথী কার্ডে নাম না থাকে বা কার্ড না থাকে । আর যদি ওই মহিলার বয়স ডকুমেন্ট হিসেবে ২৫ বছর হয়ে যাই ॥
তাহলে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক নয় । আপনার ডকুমেন্ট হিসেবে বয়স হয়ে গেলেই আপনি এই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন । এখন লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কোনো স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক নয় ॥
Lakshmir Bhandar Apply 2024 ?
আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান । তাহলে আপনাকে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে । দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি এই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন । আর আপনি আপনার ব্লক অফিসে গেয়েও আবেদন করতর পারবেন । যেভাবে হোক আপনি আবেদন করে নিবেন ॥
লক্ষীর ভান্ডারে আবেদন করতে জরুলি ডকুমেন্ট ?
আধার কার্ড
ভোটার কার্ড
মোবাইল নম্বর
ব্যাঙ্ক অ্যাকাউন্ট
স্বাস্থ্য সাথী ( এখন বাধ্যতামূলক নয় )
আবেদন ফর্ম
রঙিন ছবি
Lakshmir Bhandar Apply 2024 ?
আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান । তাহলে আপনাকে যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে । দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি এই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন । আর আপনি আপনার ব্লক অফিসে গেয়েও আবেদন করতর পারবেন । যেভাবে হোক আপনি আবেদন করে নিবেন ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Also Read:
- Aadhaar Mobile Link Check2024: আধার কার্ডের সাথে কোন নাম্বার লিঙ্ক আছে কিভাবে দেখব?
- Online DRC Download2024: পশ্চিমবঙ্গে অনলাইনে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড সম্পূর্ণ নতুন পদ্ধতি ?
- Aadhaar Cancellation Notice 2024: বাতিল হচ্ছে আধার কার্ড ! তবে কেন জানুন
- Lost Aadhaar Refund Online: আধার কার্ডের নম্বর হারিয়ে গেলে কিভাবে বের করব?
- New Lakshmi Amount: নতুন লক্ষী ভান্ডার এর টাকা কবে ঢুকবে?
- Lakshmi Apply Online: 2 মিনিটে লক্ষীর ভান্ডার প্রকল্প অনলাইন আবেদন ?
- Approval pending at CPC due to name mismatch: রেশন কার্ডের নতুন সমস্যা ! সমাধান কীভাবে করবেন ?