Lokkhi Bhandar bank account change Online: অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে গেল । কিন্তু এখনও আমি লক্ষীর ভান্ডার প্রকল্পের ১টিও টাকা পেলাম না ব্যাঙ্ক অ্যাকাউন্টে । তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য নাকি অন্য কোনো সমস্যার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিনা । কিন্তু কীভাবে অনলাইন থেকে দেখবো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা নাকি অন্য সমস্যা ॥
তবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হয় । তাহলে কীভাবে সেটির সমাধান করবো বা লক্ষীর ভান্ডারের টাকা নেবার জন্য কি করতে হবে । সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদন এর মাধ্যমে । তাহলে চলুন বেশি কথা না বলে জেনে নেওয়া যাক কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন লক্ষীর ভান্ডার প্রকল্পে ॥
Table
লক্ষীর ভান্ডার টাকা না পাবার সমস্যা দেখুন ?
১) প্রথমে লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । অফিসিয়াল ওয়েব সাইট লিংক নিচে দেওয়া হয়েছে ॥
২) এই ওয়েব সাইটের হোম পেজে দেখবেন track application status অপশেন দেওয়া আছে । আপনি সেখানে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি স্বাস্থ্য মোবাইল বা আধার কার্ড নম্বর বসিয়ে দিবেন । পাশের ক্যাপচার কোড বসিয়ে দিবেন ॥
৪) এবার আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন । তার পরে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ তথ্য ॥
৫) এখানে আপনি দেখতে পাবেন আপনার কি কি সমস্যা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে কিনা সেটিও দেখতে পারবেন ॥
এখানে যদি কোনো সমস্যা দেখায় । তাহলে আপনাকে আপনার ব্লক অফিসে গিয়ে সেই সমস্যার সমাধার করতে হবে । তা না হলে আপনি কোনো দিন এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না । এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবার জন্য আপনাকে স্টাটাসে সমস্ত কিছু সঠিক রাখতর হবে । তবেই আপনি এই প্রকল্পের টাকা পাবেন ॥
Lokkhi Bhandar bank account change ?
লক্ষীর ভান্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আপনাকে আপনার ব্লক অফিসে যেতে হবে । ব্লক অফিসে গিয়ে আপনি খুব সহজে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন বা আপডেট করাতে পারবেন । এছাড়া আপনি অন্য কোনো ভাবে এই প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন না ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
- Free Ration Card Sanshodhan: মাত্র ১ সেকেন্ডে রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা ভুল সংশোধন 2024 !
Lokkhi Bhandar bank account change
লক্ষীর ভান্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আপনাকে আপনার ব্লক অফিসে যেতে হবে । ব্লক অফিসে গিয়ে আপনি খুব সহজে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন বা আপডেট করাতে পারবেন । এছাড়া আপনি অন্য কোনো ভাবে এই প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন না ॥