nfsa not available in west bengal: রেশন কার্ডে আধার লিংক হচ্ছে না কেন ? করনীয় কি ?

nfsa not available in west bengal
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

nfsa not available in west bengal: রেশন কার্ডে আধার লিংক হচ্ছে না । কিম্তু কেন আধার লিংক হচ্ছে না । কি করলে আধার লিংক করা যাবে । এছাড়াও কীভাবে আপনি আপনার আধার লিংক না থাকা রেশন কার্ডে আধার লিংক করবেন । সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদন এর মাধ্যমে জানতে পারবেন ॥

এখন রেশন কার্ডের সব থেকে বড় একটি সমস্যা হচ্ছে । অনলাইন থেকে রেশন কার্ডে আধার লিংক করতে গেলে আধার লিংক হচ্ছে না । কিন্তু কেন । যদি আপনারা একটু লক্ষ করেন । তাহলে দেখতে পাবেন । রেশন কার্ডে আধার লিংক এর জন্য সাবমিট করে দেবার পরে আপনার সামনে একটি মেসেজ আসবে ॥

যে আপনার কার্ডে আধার লিংক হয়ে গিয়েছে । কিন্তু এখন NFSA কোটা খালি না থাকার কারনে আপনার কার্ড চালু হবে না । এই কথার মানে বুঝা যাচ্ছে যে রেশন কার্ডে আধার লিংক হয়ে গিয়েছে কিন্তু NFSA কোটা খালি না থাকর কারনে আপনার কার্ড চালু করা হবে না । যখন NFSA কোটা খালি থাকবে তখন কার্ড আটোমিটিক চালু হয়ে যাবে ॥

nfsa not available in west bengal?

এই সমস্যার জন্য হাজার হাজার রেশন এখন আধার লিংক না থাকার কারনে বন্ধ হয়ে পড়ে আছে । তবে দেখুন এটি সম্পূর্ণ সরকারি আইন । আপনাদের বুঝানোর জন্য বলছি । ধরুন ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য NFSA কোটা ১ কোটি বরাদ্দ করেছেন । এবার এই ১ কোটি যখন পূরন হয়ে যাবে । তখন এই সমস্যা হবে ॥

আর যখন NFSA কোটা খালি থাকবে । তখন এই সমস্যা আর থাকবে না । তখন রেশন কার্ড আধার লিংক করার সাথে সাথে রেশন কার্ড আধার লিংক হয়ে যাবে । তার সাথে কার্ড চালুও হয়ে যাবে কোনো সমস্যা হবে । আর যখন খালি থাকবে না তখন যত রকম সমস্যা দেখা যাবে । ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তাই যদি আপনি এই সমস্যার জন্য আপনার কার্ডে আধার লিংক না করতে পারেন বা কার্ড চালু না করতে পারেন । তাহলে আপনাকে কিছু করতর হবে না শুধুমাত্র অনলাইনে আধার লিংক করার জন্য আবেদন করে রেখেদিন । যখন কোটা খালি হবে । তখন ঠিক আটোমিটিক আপনার কার্ড চালু হয়ে যাবে । আর এখন কার্ড আটোমিটিক চালু হচ্ছে ॥

nfsa not available in west bengal?

nfsa not available in west bengal: রেশন কার্ডে আধার লিংক হচ্ছে না । কিম্তু কেন আধার লিংক হচ্ছে না । কি করলে আধার লিংক করা যাবে । এছাড়াও কীভাবে আপনি আপনার আধার লিংক না থাকা রেশন কার্ডে আধার লিংক করবেন ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment