PFMS Payment Status Check: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি কোন প্রকল্পের টাকা ঢুকেছে, কবে ঢুকেছে, কীভাবে ঢুকেছে । এছাড়াও আরো অনেক রকম তথ্য দেখতে পারবেন বা জানতে পারবেন অনলাইন থেকে । তাও আবার শুধুমাত্র একটি ক্লিক করে জানতে পারবেন । কিন্তু কীভাবে জানবেন চলুন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জেনে নেওয়া যাক ॥
কেন্দ্রীয় সরকার দেশের সাধারন থেকে একদম সাধারন মানুষদের নানা রকম প্রকল্পের মাধ্যমে সাহায্য করে থাকেন । আর তার সাথে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পের টাকা সাধারন মানুষদের দিয়ে থাকেন । সেই টাকা গুলো কিন্তু PFMS এর মাধ্যমে দিয়ে থাকে । যদি আপনি সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন । তাহলে এখান থেকে তার স্টাটাস চেক করতে পারবেন ॥
Table
যেমন ধরুন যদি আপনি কেন্দ্রের চালু করা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন । তাহলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকেছে কিনা সেটি ব্যাঙ্ক না গিয়ে PFMS এর মাধ্যমে জানতে পারবেন বা দেখতে পারবেন । সেম একি ভাবে যদি আপনি স্কলারশিপ এর টাকা পান, বা আপনি যদি আবাসের টাকা পান । তাহলে সেগুলো দেখতে পারবেন । কিন্তু কীভাবে দেখবেন চলুন জেনে নেওয়া যাক ॥
PFMS Payment Status Check Online ?
১) সবার প্রথমে আপনি PFMS এর অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । অফিসিয়াল ওয়েব সাইট লিংক নিচে দেওয়া রয়েছে ॥
২) এর পরে এই প্রোটালের হোম পেজে দেখবেন Know Your PFMS স্টাটাস অপশেন । আপনি সেখানে ক্লিক করবেন ॥
৩) এই অপশেনটি সম্পূর্ণ নতুন যুক্ত করছেন এই প্রোটালে । এবার এই নতুন পেজে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে বা কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা দেখতে । সেই ব্যাঙ্কের নাম লিখে দিবেন ॥
৪) ব্যাঙ্কে নাম লিখার সময় মনে রাখবেন নিচে নাম দেখাবে সেখানে ক্লিক করে ব্যাঙ্ক সিলেট করে নিবেন ॥
৫) এবার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিবেন । তার পাশে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন । সেটি তার জাইগা মতো বসিয়ে দিবেন ॥
৬) এর পরে ওটিপি পাঠাও বা Sent Otp অপশেনে ক্লিক করবেন । এবার আপনার অ্যাকাউন্টে লিংক থাকা মোবাইলে ওটিপি চলে যাবে ॥
৭) সেই ওটিপি টি বসিয়ে সাবমিট অপশেনে ক্লিক করবেন । তাহলে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন । আপনার অ্যাকাউন্টে সরকারি কোন প্রকল্পের টাকা এবং কত টাকা সাথে কবে ঢুকেছে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন ॥
কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন মোবাইল নম্বর লিংক করা থাকে । অ্যাকাউন্টে মোবাইল নম্বর লিংক করা না থাকে আপনি অনলাইন থেকে এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারবেন না । অনলাইন থেকে এই পদ্ধতি ব্যবহার করে দেখার জন্য আপনার অ্যাকাউন্টে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক । মোবাইল নম্বর লিংক থাকল তবেই দেখতে পারবেন ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
ডাইরেক্ট স্টাটাস দেখার লিংক – Click Now
PFMS Payment Status Check Online ?
PFMS Payment Status Check: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি কোন প্রকল্পের টাকা ঢুকেছে, কবে ঢুকেছে, কীভাবে ঢুকেছে । এছাড়াও আরো অনেক রকম তথ্য দেখতে পারবেন বা জানতে পারবেন অনলাইন থেকে । তাও আবার শুধুমাত্র একটি ক্লিক করে জানতে পারবেন । কিন্তু কীভাবে জানবেন চলুন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জেনে নেওয়া যাক ॥