PM Kisan Payment Status Check: কালকে আপনি 17তম কিস্তির টাকা পাবেন কিনা দেখুন !

PM Kisan Payment Status Check
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan Payment Status Check: আগামী কালকে মানে ১৮ই জুন ২০২৪ তারিখে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা দিবে । কিন্তু এবার প্রচুর কৃষক ১৭তম কিস্তির ২০০০ টাকা পাবে না । তবে আপনি টাকা পাবেন কিনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের । এই বিষয়ে আপনাদের জানানো হবে ॥

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ৬০০০ টাকা করে ৩টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকেন । এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেশেত কৃষকদের ১৬টি কিস্তির মাধ্যমে এক একজন কৃষকে ৩২,০০০ টাকা দিয়েছেন । আর কেন্দ্র গত ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ১৬তম কিস্তির টাকা দিয়েছেন ॥

পরবর্তী কিস্তির টাকা কবে দিবে ?

PM Kisan Payment Status Check – ফেব্রুয়ারি মাসে ১৬তম কিস্তির মাধ্যমে কেন্দ্র প্রায় ৯ কোটোরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২০০০ করে টাকা দিয়েছেন । আর আগামী কালকে মানে ১৮ই জুন ২০২৪ তারিখে কেন্দ্র এই প্রধানমন্ত্রী কিষান সম্মাণ নিধি প্রকল্পের ১৭তম কিস্তির ২০০০ টাকা দিবে । তবে এই ১৭তম কিস্তির টাকা পাবে না অনেক কৃষক ॥

কি কারনে টাকা পাবেনা ?

এমনও অনেক কৃষক রয়েছে যারা একদম জানেনা যে তাদের নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে নথিভুক্ত রয়েছে । আর সেই সমস্ত কৃষকরা কিন্তু প্রকল্পের টাকা পাচ্ছে না । যদি আপনারা একটু লক্ষ করেন । তাহলে দেখতে বা জানতে পারবেন । DBT এর মাধ্যমে টাকা দেবার আগে এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১২ কোটিরও বেশি কৃষক টাকা পাচ্ছিলো । কিন্তু এখন ৯ কোটি ॥

আর সেই জন্য বলছি যদি আপনি একজন পিএম কিষাণ প্রকল্পের সুবোধাভোগী হয়ে থাকেন । তাহলে দেরি না করে আপনি আগে দেখুন আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা । যেমন ekyc, DBT ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধ‍ার লিংক এছাড়াও জমি ভেরিফিকেশন রয়েছে কিনা একবার হলে দেখে নিন । আর এগুলো আপনি প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে দেখতে পাবেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

PM Kisan Payment Status Check ?

১) প্রথমে আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিচে পেয়ে যাবেন ॥

২) এবার বেনিফিসিয়ারী স্টাটাস অপশেনে ক্লিক করবেন ॥

৩) এবার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন । পাশের ক্যাপচার বসিয়ে ওটুপি পাঠাও অপশেনে ক্লিক করবেন ॥

৪) আপনার রেজিস্টার মোবাইলে যাওয়া ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিবেন ॥

৫) তাহলে আপনি দেখতে পাবেন কৃষকের সমস্ত তথ্য । এখানে আপনি সমস্ত তথ্য গুলো দেখতে পাবেন কিন্তু DBT নয় ॥

Aadhaar DBT Status Online Check 2024 ?

১) প্রথমে নিচেত দেওয়া লিংকে ক্লিক করে আফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন ॥

২) এবার ক্যাটাগরির জাইগায় পিএম কিষাণ সিলেট করবেন ॥

৩) এবার DBT Status এর জাইগায় আপনি payment সিলেট করবেন ॥

৪) এর পরে আপনি পিএম কিষাণ রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন ॥

৫) নিচের ক্যাপচার কোড তার জাইগা মতো বসিয়ে দিবেন ॥

৬) এবার আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন ॥

৭) তাহলে আপনি এখানে DBT স্টাটাস দেখতে পেয়ে যাবেন ॥

PM Kisan Payment Status Check ?

১) প্রথমে আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) এবার বেনিফিসিয়ারী স্টাটাস অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন । পাশের ক্যাপচার বসিয়ে ওটুপি পাঠাও অপশেনে ক্লিক করবেন ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – pm kisan
DBT দেখার অফিসিয়াল লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment