instant ration card name change: একদম চোখের পাতা ফেলার আগেই আপনি আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য সংশোধন করতে পারবেন । তবে এর জন্য আপনাকে কোনো টাকাও দিতে হবে না । সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার রেশন কার্ড অনলাইন থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সংশোধন বা আপডেট করাতে পারবেন ॥
কিন্তু বিষয় হচ্ছে আপনি কীভাবে করাবেন । আর বিনামূল্যে অনলাইন থেকে মাত্র কয়েক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে । সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন । তাহলে চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করি । তার আগে আপনাদের কাছে ছোটো একটি অনুরোধ যদি পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান । তাহলে অবশ্যই আমাদের WhatsApp এবং telegram চ্যানেলে ফলো করবেন ॥
Table
instant ration card name change ?
instant ration card name change – আপনারা শুধু রেশন কার্ডের নাম সংশোধন করতে পারবেন এমনটা কিন্তু নয় । আপনারা অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, অভিভাবকের নাম, ঠিকানা এবং জেন্ডার খুব সহজে পরিবর্তন বা সংশোধন করাতে পারবেন । আর এর জন্য আপনাকে এক পয়সা খরচ করতে হবে না ॥
রেশন কার্ড সংশোধনের জন্য কি ডকুমেন্ট লাগবে ?
instant ration card name change – মাত্র কয়েক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করার জন্য সেরকম কিছু ডকুমেন্ট লাগবে না । অনলাইন থেকে কয়েক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করার জন্য শুধুমাত্র আধার কার্ড প্রয়োজন হবে । আর মনে রাখবেন আপনার আধার কার্ডে যে নাম থাকবে । শুধুমাত্র আপনি সেই তথ্যটি রেশন কার্ডে আপডেট করাতে পারবেন আধার ওটিপি দিয়ে । আধার কার্ডে ভুল থাকলে ভুল তথ্যই আপডেট হবে ॥
অনলাইনে রেশন কার্ড নাম পরিবর্তন?
১) প্রথমে আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) এবার আপনি হোম পেজে সিটিজেন হোম অপশেনে ক্লিক করবেন ॥
৩) তার পরে আপনি রেশন কার্ড রিলেটেড অপশেনে ক্লিক করবেন ॥
৪) এবার Self service অপশেনে ক্লিক করবেন । এবার আপনি সংশোধন করার অপশেনে ক্লিক করবেন নিজের দিকে পেয়ে যাবেন ॥
৫) এবার আপনি যে রেশন কার্ড সংশোধন করতে চান । সেই রেশন কার্ড নম্বর বসিয়ে দিবেন এবং সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৬) এবার আপনি তথ্য দেখতে পাবেন । এখানে আপনি কি কি সংশোধন করতে চান সিলেট করে নিবেন ॥
৭) এর পরে ওটিপি পাঠাও অপশেনে ক্লিক করে আপনি ওটিপি বসিয়ে পরের পেজে চলে যাবেন ॥
৮) এবার আপনি তথ্য গুলো ভেরিফাই করে নিবেন এবং অভিভাবক বা ঠিকানা আপডেট করালে আপনাকে নিজে থেকেই তথ্য গুলো বসাতে হবে ॥
৯) আর নাম এবং জন্ম তারিখ এবং জেন্ডার আপনাকে সিলেট বা লিখতে হবে না অটোমিটিক আপনার আধার থেকে নিয়ে নিবে ॥
১০) এবার সমস্ত কিছু দেখে নেবার পরে আপনি সাবমিট করে দিবেন । তাহলেই আপনার সংশোধন করার কাজ শেষ ॥
অনলাইন থেকে সংশোধন করে নেবার পরে আপনি অনলাইন থেকে কার্ড ডাউনলোড করে নানা রকম কাজে আপনি ব্যবহার করতে পারবেন । তবে সংশোধন কার্ড আসবে কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারছিনা ॥
instant ration card name change ?
আপনারা শুধু রেশন কার্ডের নাম সংশোধন করতে পারবেন এমনটা কিন্তু নয় । আপনারা অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, অভিভাবকের নাম, ঠিকানা এবং জেন্ডার খুব সহজে পরিবর্তন বা সংশোধন করাতে পারবেন । আর এর জন্য আপনাকে এক পয়সা খরচ করতে হবে না ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- SBI Personal Loan apply online2024: গ্যারান্টি ছাড়াই SBI দিচ্ছে পার্সোনাল লোন !
- RKSY 1 Card Benefits: পশ্চিমবঙ্গে rksy 1 রেশন কার্ডের সুবিধা?
- July ration items list 2024: জুলাই মাসে কোন রেশন কার্ডে কত মাল পাওয়া যাবে 2024?
- Check SIM Active my Aadhar Card: জাল সিম কার্ড আপনার আধারে ! 3 লক্ষ টাকা এবং 2 বছরের জেল
- July Lakshmir Bhandar Payment Date: জুলাই মাসের লক্ষীর ভান্ডার টাকা কবে ঢুকবে 2024!
- Ration Card Big News2024: শুধু রেশন কার্ডে ৫টি প্রকল্পের সুবিধা ! এখনি জেনেনিন
- Pan Card Search By Aadhaar: আধার কার্ড দিয়ে প্যান নম্বর কিভাবে বের করব?