PM Awas Yojana Budget 2024-25: কেন্দ্রীয় সরকার গত ২৩ই জুলাই সারা ভারতবর্ষের জন্য বাজেট ঘোষণা করেছেন । আর এই বাজেটে অনেক রকম অনেক কিছুর ঘোষণা কেন্দ্রীয় সরকার করেছেন । তবে ওই ঘোষণা গুলোর মধ্যে একটি আবাস যোজনা । কেন্দ্র এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর বানাতে টাকা দিয়ে থাকেন ॥
কেন্দ্রীয় সরকার এবারের নতুন বাজেটে একদম পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন । পুরো ১ কোটি নতুন ঘর দেওয়া হবে । আর এই ১ কোটি ঘরের জন্য ১০ লক্ষ কোটি টাকা আগামী ৫ বছরের জন্য বরাদ্দ করেছেন কেন্দ্রীয় সরকার । তবে আবেদন কীভাবে করবেন এবং কারা আবেদন করতে পারবেন । চলুন এবার এই বিষয় গুলো জেনে নেওয়া যাক ॥
আজকের খবর | PM Awas Yojana Budget 2024 |
বাজেট তারিখ | ২৩/০৭/২০২৪ |
প্রকল্প নাম | প্রধানমন্ত্রী আবাস যোজনা |
বাজেট বরাদ্দ টাকা | ১০ লক্ষ কোটি টাকা |
বাজেট বরাদ্দ ঘর | ১ কোটি নতুন ঘর |
বাজেট ঘোষণা | নির্মলা সীতারামন |
সরকার | কেন্দ্রীয় সরকার |
Table
কারা পাবে আবাস যোজনার ঘর ?
PM Awas Yojana Budget – এই আবাদ যোজনার ঘর পেতে বেশ কয়েকটি শর্ত মানতে হবে । যেমন ধরুন আপনার বাড়িতে কোনো গাড়ি থাকা চলবে না । কোনো সেচ দেবার মেশিন থাকা চলবে না । কোনো মোটর বাইক থাকা চলবে না । এছাড়াও আর অনেক গুলো শর্ত রয়েছে । যে শর্ত গুলো অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে জানতে পারবেন ॥
অফলাইন আবেদন পদ্ধতি ?
PM Awas Yojana Budget – আপনি যদি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবেদন করতে চাইলে । আপনাকে যে কোনো CSC সেন্টারে যেতে হবে । সেখানে গিয়ে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন । আর গ্রামীণ থেকে আবেদন করতে চাইলে । আপনাকে ব্লক অফিস অথবা GP তে যেতে হবে । আর আপনি সেখানে গিয়েই আপনি আবেদন করতে পারবেন ॥
অনলাইন আবেদন করার উপাই ?
এই প্রধানমন্ত্রী আবাদ যোজনা প্রকল্পের আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন । তবে তার জন্য সরকারি অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে । তবে গ্রামীণদের জন্য কোনো অনলাইন পদ্ধতি চালু নেই । এদের জন্য অফলাইন পদ্ধতি । অফলাইনে জমা করলে অফিস থেকে তারা নিজে অনলাইনে আবেদন করে দিবেন ॥
অনলাইন আবেদন পদ্ধতি ?
১) প্রথমে আপনি অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) এবার আবেদন করার আপশেনে আপনি ক্লিক করবেন ॥
৩) এবার আধার নম্বর বসিয়ে দিবেন এর পরে ওটিপি দিয়ে লগিন করে নিবেন ॥
৪) এবার আপনাকে বেশ কিছু তথ্য এখানে দিতে হবে ।
৫) তবে এখানে আপনার আধার কার্ডে থাকা সমস্ত তথ্য অটোমিটিক নিয়ে নিবে ॥
৬) এখান আবেদনকারীর সমস্ত তথ্য বসিয়ে দিতে হবে । সমস্ত তথ্য গুলো বসিয়ে দিবেন ॥
৭) এবার আপনি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সমস্ত তথ্য বসিয়ে দিবেন ॥
৮) সমস্ত কিছু সঠিক ভাবে দেবার পরে আপনি ফর্মটি সাবমিট করে দিবেন ॥
PM Awas Yojana Budget 2024 ?
নতুন সালের বাজেট অনুযায়ী পুরো ১ কোটি নতুন ঘর দেওয়া হবে ২০২৪ সালে । আর পরবর্তী ৫ বছরের জন্য কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন । তবে ঘর পেতে চাইকে দেরি নয় আবেদন করে রেখে দিন । এই প্রকল্প থেকে ঘর বানাতে টাকা আপনি খুব সহজে পেয়ে যাবেন ॥
PM Awas Yojana Budget
PM Awas Yojana Budget 2024-25: কেন্দ্রীয় সরকার গত ২৩ই জুলাই সারা ভারতবর্ষের জন্য বাজেট ঘোষণা করেছেন । আর এই বাজেটে অনেক রকম অনেক কিছুর ঘোষণা কেন্দ্রীয় সরকার করেছেন
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েব সাইট | Click Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |
Also Read:
- Union Budget 2024-25: এবার কেন্দ্র বাজেটে নতুন বড়ো আপডেট ! এখনি দেখুন বাজেট লিস্ট
- Old Age Pension: মাসের 23 দিন হয়ে গেলো ! কিন্তু বয়স্ক ভাতা টাকা এখনও ঢুকেনি ! টাকা পেতে কি করতে হবে
- Lakshmir Bhandar New Update: লক্ষীর ভান্ডারে বড়ো চমক ! লক্ষ লক্ষ মহিলাদের মুখে হাসি ফুটালো ( 2024 )
- PM Awas Yojana: ঘরের নতুন লিস্ট প্রকাশিত ! এই ভাবে দেখুন লিস্ট নাম
- BSNL Update: এক নজরে দেখুন BSNL এর নেটওয়ার্ক আপনার এলাকায় !
- Krishak Bandhu: দুয়ারে সরকারে নয় বাড়িতে বসেই কৃষক বন্ধু আবেদন !
- Ration Card Transfer After Marriage 2024: বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি রেশন কার্ড ট্রান্সফার অনলাইনে