OBC Certificate 2024: একধাক্কায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল ! হতাশায় সবাই, এবার কি হবে ?

OBC Certificate 2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

OBC Certificate 2024: এবারে একধাক্কায় বাতিল ৫ লক্ষ OBC সার্টিফিকেট । এর আগেও একাধীকবার ওবিসি তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ হয়ে উঠেছিলো । কিন্তু এবারে একধাক্কায় পুরো ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের খবর ফের আরো একবার আসলো । এবার অনেকে চাকরির দুর্নীতির গন্ধ পাচ্ছেন অনেকেই । তাহলে চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥

কলকাতা হাইকোর্ট এবার পুরো ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করলেন । জানা গিয়েছে ২০১০ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে । সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী । এখন এই ঘোষণা নিয়ে নাগরিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও শোরগোল দেখা গিয়েছে ॥

এদেকি একাধীকবার এই ওবিসি সার্টিফিকেট বাতিল হবার অভিযোগ উঠেছিলো । কিন্তু এবার আর নয় । এখন কলকাতা হাইকোর্টে ঘোষণা করা হয়েছে পুরো ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট একধাক্কায় বাতিল । আমাদের এখানে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় বা তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট বিভাগ ॥

OBC Certificate 2024

খবর মারফত এই বিভাগের কাছে ভুয়ো ওবিসি সার্টিফিকেটের অভিযোগ রয়েছে । জানা গিয়েছে যারা ওবিসি সার্টিফিকেট নেবার জন্য কোনো যোগ্য নেই বা বলতে পারেন অযোগ্য ব্যক্তিরা এই ওবিসি সার্টিফিকেট পেয়েছেন । আর এই অভিযোগ অনুযায়ী জনা গিয়েছে এই সার্টিফিকেট ইসু করেছেন রাজ্য সরকার ॥

এমনও জানা গিয়েছে দালালদের হাত দিয়ে অনেকেই এই ওবিসি সার্টিফিকেট পেয়েছেন আবেদনকারীরা যদিও বা তারা অযোগ্য ছিলেন এই ওবিসি নেবার জন্য । আর এই অভিযোগ পৌছে গিয়েছে কেন্দ্রীয় সরকার এর কাছে । আর এই সার্টিফিকেট নিয়ে সরকারি সমাজীক প্রকল্পের আবেদন থেকে শুরু করে সরকারি চাকরি বেসরকারি চাকরিতে আবেদন বা আরো অন্যান্য কাজ করে চলেছেন ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
OBC Certificate 2024: একধাক্কায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল ! হতাশায় সবাই, এবার কি হবে ?

কিন্তু এবারে একটি প্রশ্ন উঠে এসেছে যে এতো দিন ধরে ওবিসি সার্টিফিকেট এর মাধ্যমে যারা নানা রকম সুযোগ ও সুবিধা পেয়ে যাচ্ছিলো এবার তাদের কি হবে । এই সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফেলোশিপ পান বা যারা ভাতা পান তাদের এবার কি হবে । এদিকে জানা গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির কাজ শুরু হয়ে গিয়েছে ॥

এছাড়াও অনেকে এই ওবিসি সার্টিফিকেট দিয়ে আবেদনেও করছে । যে সমস্ত আবেদনকারীরা আবেদন করছে এবার তাদের কি হবে । কলকাতা হাইকোর্টের ঘোষণার পরে এই প্রশ্ন ঘোরা ফিরা করছে অনেকের মনে । যদিও কলকাতা হাইকোর্ট ২০১০ সালের ওবিসি সংরক্ষণের কারণে চাকরি পেয়ে গিয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের চাকরি বাহাল থাকবে বলে জানিয়েছেন ॥

অফিসিয়াল ওয়েব সাইট – Click Now

OBC Certificate 2024

OBC Certificate 2024: এবারে একধাক্কায় বাতিল ৫ লক্ষ OBC সার্টিফিকেট । এর আগেও একাধীকবার ওবিসি তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ হয়ে উঠেছিলো

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment