Ration Card New Big Update: সর্বনাশ – এই রেশন কার্ড থাকলে দেখুন ! বড়ো ঘোষণা খাদ্য দপ্তরের

Ration Card New Big Update
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card New Big Update – Ration Card Catagory Change Online: আজকের বড়ো খবর, আর হবে না sphh phh aay ক্যাটাগরির রেশন কার্ড । তবে যদি আপনার পরিবারে Sphh phh aay ক্যাটাগরির রেশন কার্ড থাকে । তাহলে আজকের আপডেটটি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ॥

দেখুন রেশন কার্ড এখন সাধারন মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । কারন এই রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি । আর এর সাথে এই রেশন কার্ডের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকি । আর এই ২টি কাজের জন্য আমাদের কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ॥

Ration Card New Big Update 2024 ?

এখন খাদ্য দপ্তরের তরফ থেকে একদম পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন । যে কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে প্রতিটা রাজ্যের জন্য কেন্দ্রের রেশন কার্ডের একটি সিমা করে দিয়েছেন । আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সিনা অতিক্রম করেছে । আপনাদের আরো একটু ভালো করে বুঝানো যাক ॥

ধরুন আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের রেশন কার্ড ২০২৪ সালের জন্য ১ কোটি রেশন কার্ড বরাদ্দ করলেন বা সিমা করে দিলেন । এবার পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের রেশন কার্ড ১ কোটি বরাদ্দ করা হয়েছে । আর ২০২৪ সালের সেই কেন্দ্রের বরাদ্দ করা ১ কোটি রেশন কার্ডের সিমা পূরনো হয়ে গিয়েছে । এবার যদি ১ কোটি ১ টি কেন্দ্রের রেশন কার্ড পশ্চিমবঙ্গে হয় । তাই ওই ১ কোটির বেশি যে রেশন কার্ড গুলো আছে সে গুলো পেন্ডিন থেকে যাবে ॥

তাহলে এখন উপায় কি রয়েছে ?

যদি আপনি অনলাইন থেকে ৪ নম্বর ফর্মের মাধ্যমে রেশন কার্ড আবেদন করতে চান । তাহলে দেখবেন আপনার সামনে একটি নোটিফিকেশন আসবে । আর সেখানে এই একি কথা বলা হয়েছে । আর সেখানে আরো ২টি কথা বলা হয়েছে । তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশনে কি বলা হচ্ছে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

খাদ্য দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন ?

আপনার পরিবারের বর্তমান category হল NFSA-এর PHH/SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH/SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH/SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY-I তে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY-। কার্ড পাবেন।

প্রথম ঠিক চিহ্ন দেবার ঘর – আমি অবিলম্বে কার্ড পেতে চাই। তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY ।-তে রূপান্তর করতে ইচ্ছুক।

দ্বিতীয় টিক চিহ্ন দেবার ঘর – আমি আমার বর্তমান PHH/SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH/SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত।

Ration Card New Big Update 2024 ?

এখন খাদ্য দপ্তরের তরফ থেকে একদম পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন । যে কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে প্রতিটা রাজ্যের জন্য কেন্দ্রের রেশন কার্ডের একটি সিমা করে দিয়েছেন । আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সিনা অতিক্রম করেছে । আপনাদের আরো একটু ভালো করে বুঝানো যাক ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment